সেপ্টেম্বর মানেই শুরু উৎসবের মরসুম। দেশ জুড়ে জন্মাষ্টমী পালনের তোরজোড় চলছে। তার সঙ্গেই দেশের বিভিন্ন জায়গায় চলছে গণপতি বন্দনার প্রস্তুতি। এ মাসেই গণেশ পুজো। (Ganesh Chaturthi) বারোয়ারি পুজোর পাশপাশি ঘরে ঘরে গণেশ পুজোর রীতি রয়েছে। কিছু নিয়ম মেনে চলতেই হবে গণপতি বন্দনার সময়। (Ganesh Puja) 



ভগবান শ্রী গণেশ স্থাপন করার সময় এই নিয়মগুলি মেনে চলুন



  •  ভগবান শ্রী গণেশের মূর্তি পছন্দ করার সময় মনে রাখবেন যে ভগবান গণেশের শুঁড় যেন বাম দিকে ঝুঁকে থাকে। এমন মূর্তি প্রতিষ্ঠা করলে সুখ-সমৃদ্ধির পাশাপাশি সাফল্য আসে। (Religion) 

  •  ভগবান শ্রী গণেশের যে মূর্তি ঘরে আনা হচ্ছে, তার হাতে মোদক যেন অবশ্যই থাকে। গণেশকে ঘরে ঢোকানোর সময় মোদক নিবেদন করুন। 

  • লাল সিঁদুর রঙের গণেশের  মূর্তি আনলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এবং সাদা রঙের মূর্তি আনলে শান্তি আসে।

  • ভগবান শ্রী গণেশের মূর্তি স্থাপন করার সময়, মূর্তির মুখ উত্তর দিকে রাখতে হবে। ঘরে ভগবান শিবের পাশাপাশি দেবী লক্ষ্মীও স্থাপন করুন। সেই মূর্তিগুলির মুখও যেন উত্তর দিকে থাকে। ঘরের দরজার দিকে যদি মূর্তির মুখ থাকে তাহলে ঘরে পজিটিভ এনার্জি আসবে। 

  • গণেশের মুখ যেন দক্ষিণ দিকে না থাকে। 

  • একই ঘরে দুটি গণেশের মূর্তি রাখবেন না।

  • গণেশ মূর্তি যে প্ল্যাটফর্ম বা টেবিলে রাখা হবে তা লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত ।


গণেশ চতুর্থী ২০২৩ এর শুভ মুহূর্ত : 



  • গণেশ চতুর্থীর দিন, বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করার আগে শুভ সময় দেখে নিন।  গৌরিপুত্র সবার দুঃখ দূর করেন।

  • ভাদ্রপদ শুক্লা চতুর্থী  শুরু হচ্ছে - ১৮  সেপ্টেম্বর  দুপুর ১২.৩৯ 

  • ভাদ্রপদ শুক্লা চতুর্থীর সময় শেষ হচ্ছে - ১৯ সেপ্টেম্বর  দুপুর ১.৪৩

  • বাড়িতে গণেশ স্থাপন করুন - ১৯ সেপ্টেম্বর সকাল ১১.০৭ থেকে ১.৩৪ এর মধ্যে।   

    পঞ্জিকা অনুসারে, এবার ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালন।  অনন্ত চতুর্দশী পর্যন্ত পালিত হবে এই উৎসব। গণেশ চতুর্থীর দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়।  মনে করা হয়,  এই দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন বিঘ্নহর্তী গণেশ। তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করেন।  আসুন জেনে নিই এই বছর গণেশ-উৎসব কবে থেকে শুরু হবে। গণেশ চতুর্থীতে গণপতি স্থাপনের শুভ সময় ও গুরুত্বও জেনে নেওয়া যাক।