Lakshmi Puja: পিছু ছাড়ছে না আর্থিক সমস্যা ? জীবন জেরবার? শুক্রবার এভাবে লক্ষ্মীর বন্দনায় কেটে যাবে সঙ্কট
Friday Goddess Lakshmi Puja : মহালক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার বিশেষ পুজো করা হয়। এদিন লক্ষ্মীর সঙ্গে সঙ্গে নারায়ণেরও আরাধনা করা দরকার।
![Lakshmi Puja: পিছু ছাড়ছে না আর্থিক সমস্যা ? জীবন জেরবার? শুক্রবার এভাবে লক্ষ্মীর বন্দনায় কেটে যাবে সঙ্কট Laxmi Puja Astrology To Avoid Financial Problem Worship lakshmi with this method on friday Lakshmi Puja: পিছু ছাড়ছে না আর্থিক সমস্যা ? জীবন জেরবার? শুক্রবার এভাবে লক্ষ্মীর বন্দনায় কেটে যাবে সঙ্কট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/08/13fa325005b42510d158f0fc1291922f170199970920853_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বাঙালি পরিবারগুলিতে বৃহস্পতিবার নিয় করে পালন করা হয় মা-লক্ষ্মীর বিশেষ পুজো। কিন্তু ভারতের বহু জায়গাতেই শুক্রবারও লক্ষ্মীপুজো করার রীতি রয়েছে। মহালক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার বিশেষ পুজো করা হয়। এদিন লক্ষ্মীর সঙ্গে সঙ্গে নারায়ণেরও আরাধনা করা দরকার। এতে ভগবান বিষ্ণুও সন্তুষ্ট হন। শুক্রবার দেবী লক্ষ্মীর আর্শীবাদ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন। এদিন কী কী করলে চমকাবে ভাগ্য ?
আরও পড়ুন, অফিসে পদোন্নতি পেতে চান? অবশ্যই খেয়াল রাখুন এই বাস্তু-বিষয়গুলি
শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনা করতে হলে, সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপর পরিষ্কার কাপড় পরিধান করুন। এই দিন লাল রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। এর পর পুজোর প্রস্তুতি নিন। পুজোর জন্য একটি নির্দিষ্ট স্থান প্রস্তুত করুন এবং তার উপর একটি লাল রঙের কাপড় বিছিয়ে দিন এবং দেবী লক্ষ্মীর একটি ছবি বা মূর্তি স্থাপন করুন। এবার দেবী লক্ষ্মীকে লাল চন্দনের টিপ পরান এবং সেই সঙ্গে ফুল, রোলি, লাল টিপ, উত্তরীয়, লাল চুড়ি ইত্যাদি নিবেদন করুন। এর পর মিষ্টি বা ক্ষীর নিবেদন করুন। তারপর ধূপকাঠি জ্বালিয়ে দেবী লক্ষ্মীর আরতি করুন। শুক্রবার উপবাস থাকলে অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়ুন।
শুক্রবারের মা লক্ষ্মীর পুজোয় যা যা জানা জরুরি:
- শুক্রবার সাদা রঙের জিনিস দান করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হনএবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
- শুক্রবার পুজোর সময় অবশ্যই দেবী লক্ষ্মীকে বিবাহিত মহিলাদের ব্যবহৃত জিনিস, যাকে এয়োর চিহ্ন হিসেবে ধরা হয়, তেমন দ্রব্য নিবেদন করুন। এতে মা খুশি হন।
- শুক্রবার কালো পিঁপড়েদের চিনি খাওয়ালে আর্থিক সমস্যা দূর হয় এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পায় বলে বিশ্বাস।
- যদি অযথা খরচ হতে থাকে, সর্বদা অর্থের অভাব থাকে তবে শুক্রবার দেবী লক্ষ্মীর চরণে পদ্মফুল, মাখন ও বাতাসা অর্পণ করুন।
-
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। শুক্রবার ঘর ভাল করে পরিষ্কার করুন এবং সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে ঘি দিয়ে প্রদীপ জ্বালান। এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে বলে বিশ্বাস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)