ISRO News: কৃষ্ণগহ্বরের তত্ত্বতালাশে এবছরই অভিযান, উঁকিঝুঁকি পড়শি শুক্রের ঘরে, সৌরজগতের বাইরেও পদার্পণ, চরম ব্যস্ত ISRO

পর পর অভিযান রয়েছে ISRO-র।
Science News: আগামী ৬ অক্টোবর ফের সূর্যাস্ত ঘটছে চাঁদে। তত দিন পর্যন্ত ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞানে’র ঘুম ভাঙানোর চেষ্টা চলবে।
নয়াদিল্লি: অনুসন্ধান মিটলে পৃথিবীতে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা যদিও ছিল না। কিন্তু ঘুম ভাঙলে চাঁদের বুকে ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’ ফের গা ঝাড়া দিয়ে উঠবে বলে ছিল
বিজ্ঞান (Science) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে