ISRO News: কৃষ্ণগহ্বরের তত্ত্বতালাশে এবছরই অভিযান, উঁকিঝুঁকি পড়শি শুক্রের ঘরে, সৌরজগতের বাইরেও পদার্পণ, চরম ব্যস্ত ISRO

Science News: আগামী ৬ অক্টোবর ফের সূর্যাস্ত ঘটছে চাঁদে। তত দিন পর্যন্ত ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞানে’র ঘুম ভাঙানোর চেষ্টা চলবে।

নয়াদিল্লি: অনুসন্ধান মিটলে পৃথিবীতে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা যদিও ছিল না। কিন্তু ঘুম ভাঙলে চাঁদের বুকে ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’ ফের গা ঝাড়া দিয়ে উঠবে বলে ছিল

Related Articles