Chandrayaan-3: চাঁদের কক্ষপথে চলছে প্রদক্ষিণ, মাটি ছুঁতে প্রস্তুতি নিচ্ছে চন্দ্রযান-৩

ISRO Moon Mission: পরিকল্পনামাফিক পথেই হাঁটছে চন্দ্রযান-৩। এবার অপেক্ষা চাঁদের মাটি ছোঁয়ার।

Continues below advertisement

নয়া দিল্লি: এ উড়ান-স্বপ্ন! সেই স্বপ্ন ছোঁয়ার দূরত্ব আর কয়েকদিনের, কিছু পথের। পৃথিবীর (Earth) টান কাটিয়ে চাঁদের (Moon) কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ শুরু করেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। কেমন আছে সে? 

Continues below advertisement

সোমবার মাইক্রোব্লগিং সাইট 'এক্স'-এ ইসরোর তরফে জানান হয় চন্দ্রযান-৩ এর যাত্রাপথের বিষয়ে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেন, 'চন্দ্রযান-৩ এখনও পর্যন্ত সঠিকভাবেই কাজ করছে। সমস্ত যন্ত্র, বোর্ডের সিস্টেমগুলি ঠিক মতো তাঁদের কাজ করে চলেছে। পরিকল্পনা অনুযায়ী, আমরা এখনও পর্যন্ত চাঁদের কক্ষপথ পরিবর্তন করে করে মাটির কাছাকাছি আনতে সক্ষম হয়েছি। আপাতত কোনও বিচ্যুতি ঘটেনি। আশা করছি যে এটি ঠিকই থাকবে।' 

এর আগে ইসরোর তরফে রবিবার ট্যুইটে বলা হয়েছে, "মহাকাশযানটি সফলভাবে একটি পরিকল্পিত কক্ষপথ হ্রাস কৌশলের মধ্য দিয়ে গেছে। ইঞ্জিনগুলির রেট্রোফিটিং এটিকে চাঁদের পৃষ্ঠের কাছাকাছি নিয়ে এসেছে। এরপর ৯ অগাস্ট কক্ষপথ আরও কমানো হবে।" ভারতীয় সময়ে দুপুর ১টা থেকে ২টোর মধ্যে এই কাজ হবে বলে খবর।                                                                

এই কক্ষপথ পরিবর্তন কী?

ইসরো জানিয়েছে, আগে থেকে চন্দ্রযান-৩ এর জন্য যে অরবিট রিডাকশন ম্যান্যুভার পরিকল্পনা করা হয়েছিল সেই পথেই সফলভাবে অগ্রসর হয়েছে ভারতের মহাকাশযান। যেকোনও স্পেসফ্লাইট বা মহাকাশযানের ক্ষেত্রে অরবিটাল ম্যান্যুভার বলতে বোঝায় ওই মহাকাশযানের অরবিট বা কক্ষপথ পরিবর্তনের জন্য প্রপালশন সিস্টেমের ব্যবহার। চন্দ্রযান-৩ এর ক্ষেত্রে এই অরবিট রিডাকশন ম্যান্যুভার বা প্রপালশন সিস্টেম ব্যবহার করে একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গিয়ে, বলা ভাল কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে চাঁদের আরও কাছাকাছি পৌঁছে যাবে মহাকাশযানটি।

আরও পড়ুন, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির হাতে-পায়ে সাড় ফিরিয়ে দিল AI, ফের চমক কৃত্রিম বুদ্ধিমত্তার

 গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-৩। এরপর প্রায় তিন সপ্তাহ কেটে গিয়েছে। এই সময়কালে ধীরে ধীরে পৃথিবী থেকে দূরতে বাড়িয়ে ক্রমশ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশযান। এবার একটু একটু করে চাঁদের চারপাশে থাকা এক একটি কক্ষপথ অতিক্রম করে চন্দ্রপৃষ্ঠে পালকের মতো অবতরণ করবে ল্যান্ডার এবং তার ভিতরে থাকা রোভার। 

Continues below advertisement
Sponsored Links by Taboola