নয়াদিল্লি: গগনযানের পরীক্ষামূল উৎক্ষেপণ স্থগিত। একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO). চূড়ান্ত কাউন্টডাউনের শেষ পর্যায়ে এসে স্থগিত টেস্ট ভেহিকল ফ্লাইটের উড়ান। ত্রুটি খতিয়ে দেখে ফেরপরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে বলে জানায় ISRO. তার পর ঘণ্টা সয়েক দেরিতে উৎক্ষেপণ হয় গগনযানের। (Gaganyaan Mission)
শনিবার সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে গগনযান TV-D1 রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল। সেই ঘটনার সাক্ষী হতে এলাকায় ভোর থেকে ভিড় সমিয়েছিলেন সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা। কিন্তু উৎক্ষেপণের ঠিক ৫ সেকেন্ড আগেই স্থগিত হয়ে যায় উক্ষক্ষেপণ। এর পর উৎক্ষেপণ স্থগিত রাখার কথা জানান ISRO প্রধান এস সোমনাথ। (ISRO News)
এদিন সোমনাথ আরও জানান, এয়ারলিফ্টের সময় কোনও সমস্যা হয়নি। মাটি ছাড়ার কম্যান্ডও ঠিকঠাকই হয়। কিন্তু দহনক্রিয়া শুরু করতে গিয়েই বাধা আসে। তাতেই সাময়িক ভাবে পরীক্ষামূলক উড়ান স্থগিত করে দেওয়া হয়। সোমনাথ জানান, ত্রুটি বের করে শীঘ্রই ফিরছেন তাঁরা। পরে যদিও সেই ত্রুটি সারিয়ে পরীক্ষায় উতরে যায় গগনযান।
উৎক্ষেপণের আগে স্টার্ট দিলে, প্রথমে রকেট থেকে সাদা, গরম গ্যাস বের হয়। এর পর রকেটটি আকাশের উদ্দেশে রওনা দেয়। কিন্তু এই রকেটকে মাটি থেকে তোলার আগে দহনক্রিয়া চলে। তরলচালিত রকেট থেকে যে গরম ধোঁয়া, ফ্লুয়োরিন উপাদান, ঘন প্লাজমা বেরিয়ে এসে চাপ সৃষ্টি করে। তাতে ভর করেই মাটি ছেড়ে উপরে ওঠে রকেট। তাতেই বিপত্তি ঘটেছে বলে জানা গিয়েছে।
গগনযানের পরীক্ষামূল উৎক্ষেপণ স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ISRO প্রধান সোমনাথ জানান, ওই দহনক্রিয়াই শুরু করা যায়নি। তার জন্যই উৎক্ষেপণ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান। বলেন, "কোথায়, কী অসঙ্গতি রয়েছে তা খতিয়ে দেখে আবারও ফিরে আসব আমরা। কোথায় ত্রুটি রয়ে গিয়েছে, খতিয়ে দেখতে হবে। মহাকাশযানটি নিরাপদ- রয়েছে।"
মহাকাশে মানুষ পাঠানোর যে অভিযান, সেটিকেই 'গগনযান' বলে অভিহিত করা হচ্ছে। মহাকাশযানে চাপিয়ে তিন জন নভোচারীকে, তিন দিনের অভিযানের পরিকল্পনা রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র। নিরাপদে সমুদ্রে অবতরণ ঘটিয়ে, তাঁদের ফিরিয়ে আনাও লক্ষ্য। সব ঠিক থাকলে ২০২৫ সালে মহাকাশে মানুষ পাঠাবে ISRO. তার আগে, শনিবার এই গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ।