নয়াদিল্লি: ল্যান্ডার মডিউলের (Lander Module) 'স্বাস্থ্য' এবং চাঁদের (Moon) 'মতিগতি' যদি অনুকূল না থাকে, তা হলে বদলে যেতে পারে চন্দ্রযান-৩ (Chandrayaan 3 Landing Date) অবতরণের তারিখ। সেক্ষেত্রে ২৩ অগাস্টের পরিবর্তে ২৭ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করা হতে পারে চন্দ্রযান-৩-কে, জানালেন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার-ইসরোর (ISRO) ডিরেক্টর নীলেশ এম দেশাই। তারিখ বদলানো হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ২৩ অগাস্ট, ল্যান্ডিংয়ের যে সময় নির্দিষ্ট করা রয়েছে তার ঘণ্টাদুয়েক আগে। ফলে এখনই তারিখ বদলানো নিয়ে মন্তব্য করার জায়গা নেই, একরকম বুঝিয়ে দিলেন ইসরোর বিজ্ঞানী। 


কী বললেন তিনি?
নীলেশ এম দেশাইয়ের কথায়, '২৩ অগাস্ট, চন্দ্রযান-৩ ঠিক যে সময়ে চাঁদে অবতরণ করবে বলে সময় নির্দিষ্ট করা হয়েছে, তার ঘণ্টাদুয়েক আগে আমরা পরিস্থিতি বিচার করে দেখব। সে জন্য ল্যান্ডার মডিউলের অবস্থা এবং চাঁদের আবহাওয়া খতিয়ে দেখা হবে। যদি কোনও ফ্যাক্টর অনুকূল না হয়, তা হলে আমরা ২৭ অগাস্ট চন্দ্রযান-৩ ল্যান্ড করাব। আর কোনও সমস্যা না থাকলে ২৩ অগাস্টই চন্দ্রযান-৩ অবতরণ করবে।' সোমবার, ইসরোর চেয়ারম্যান এবং ডিপার্টমেন্ট অফ স্পেস-এর সেক্রেটারি কে সোমনাথ, বিজ্ঞান ও প্রযুক্তি, পরমাণু শক্তি এবং মহাকাশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহকে চন্দ্রযান-৩-এর বর্তমান অবস্থান এবং অবতরণের জন্য তার কতটা প্রস্তুতি রয়েছে, এ ব্যাপারে জানান। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীকে সোমনাথ জানিয়েছেন, এখনও পর্যন্ত যা আপডেট তাতে চন্দ্রযান-৩-এর সমস্ত কলকব্জা একেবারে ঠিকঠাক কাজ করছে। এই মুহূর্তে কোনও বিকল্প ভাবনার প্রয়োজনও নেই। আগামী দু'দিন কড়া নজরে রাখা হবে চন্দ্রযান-৩ কে। 


আর যা...
এদিনই চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3 Mission) 'ল্যান্ডার মডিউল'-কে (Lander Module) অভ্যর্থনা জানিয়েছে চন্দ্রযান-২-এর 'অরবিটার (Chandrayaan 2 Orbiter)।' চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিংয়ে মেরেকেটে আর দুদিন (নিখুঁত হিসেবে ৪৮ ঘণ্টার কিছু বেশি)। তার আগে, একেবারে ইসরোর (ISRO) পরিকল্পনা মতোই  চন্দ্রযান-২-এর 'অরবিটার'-এর সঙ্গে সংযোগ তৈরি করে ফেলল চন্দ্রযান-৩-এর 'ল্যান্ডার মডিউল'। খোদ ইসরো সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল X-এ এই নিয়ে পোস্ট দিয়েছে।  ইসরোর সোশ্য়াল মিডিয়া পোস্ট অনুযায়ী,  'দু'জনের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়ে গিয়েছে। MOX বা Mission Operations Complex-এর কাছে এখন ল্যান্ডার মডিউলের সঙ্গে যোগাযোগের একাধিক পথ রয়েছে।' আগামী ২৩ অগাস্ট, ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রযান-৩ কে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করাতে চায় ইসরো। চূড়ান্ত পর্যায়ের লাইভ দেখা যাবে ইসরোর ওয়েবসাইটে। একই সঙ্গে এটি দেখা যাবে  ইসরোর ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ডিডি ন্যাশনাল টিভি-তে। ঠিক বিকেল ৫টা ২৭ মিনিট থেকে ওই লাইভ শুরু হবে। আপাতত সেই অবতরণের সাফল্যের অপেক্ষায় প্রহর গুনছে গোটা ভারত। 


আরও পড়ুন:কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?