এক্সপ্লোর
Advertisement
কর্নার থেকে বাঁক খাওয়ানো কিকে গোল দশ বছরের শিশুর, মুগ্ধ বিজয়নও, শেয়ার করলেন ভিডিও
কেরলের ১০ বছরের এক শিশুর চমকপ্রদ গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিয়েছে। ভিডিওটি প্রথমে ফেসবুকে শেয়ার করেন ছেলেটির মা। সেই ভিডিও দৃষ্টি আকর্ষণ করে ভারতের প্রাক্চন ফুটবল তারকা আইএম বিজয়নের।
নয়াদিল্লি: কেরলের ১০ বছরের এক শিশুর চমকপ্রদ গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিয়েছে। ভিডিওটি প্রথমে ফেসবুকে শেয়ার করেন ছেলেটির মা। সেই ভিডিও দৃষ্টি আকর্ষণ করে ভারতের প্রাক্চন ফুটবল তারকা আইএম বিজয়নের। সঙ্গে সঙ্গে তিনি ওই ভিডিও ট্যুইটারে শেয়ার করেন। এরপরই দ্রুতগতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে। বিজয়ন ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘চমত্কার’।
ভিডিওতে কর্নার থেকে নেওয়া শিশুটির একটি বাঁক খাওয়ানো শট গোলরক্ষকের নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যেতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি বেশ কয়েক হাজার বার দেখা হয়েছে। রিট্যুইটও হয়েছে প্রচুর। দশ বছরের শিশুর এই ভিডিও নেটিজেনদের মুগ্ধ করেছে। ট্যুইটারে একজনের মন্তব্য, এটা চমত্কার কিক। ভারতীয়রা ফুটবল নিয়ে ততটা আগ্রহী নন। এটা কিন্তু দারুণ একটা গর্বের। কেউ কেউ ভারতের ভবিষ্যতে চ্যাম্পিয়ন বলেও উল্লেখ করেছেন শিশুটিকে। একজন বলেছেন, শূন্য ডিগ্রি কোন থেকে থেকে এভাবে সরাসরি শটে গোল! সত্যি অসাধারণ। গত ৯ জানুয়ারি কেরল ফুটবল ট্রেনিং সেন্টারে অল কেরল কিডস ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিশুটি ওই গোল সহ হ্যাটট্রিক করে।Superb ..മോനെ... pic.twitter.com/EEXrlUPOWD
— I M Vijayan (@IMVijayan1) February 11, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement