এক্সপ্লোর
ব্যাটিং অর্ডারের চার নম্বরে সম্ভবত শ্রেয়স, বৃষ্টি না হওয়ার প্রার্থনা ভারতীয় শিবিরে
কে এল রাহুলকে ফের প্রথম একাদশের বাইরে রাখার সম্ভাবনা

পোর্ট অফ স্পেন: টি-টোয়েন্টি সিরিজ ৩-০ জেতার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও ফেভারিট ভারত। যদিও বৃষ্টির জন্য পণ্ড হয়েছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। কাল, রবিবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় শিবিরে তাই প্রার্থনা চলছে, বৃষ্টি যেন ফের থাবা না বসায়। পুরো ম্যাচ যেন খেলা হয়। ভারতীয় শিবিরে চর্চা চলছে ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে। বিশ্বকাপের সময় থেকে যে জায়গা নিয়ে সকলেই কৌতূহলী। ভরসা করার মতো কাউকেই দেখা যায়নি। তবে রবিবার শ্রেয়স আইয়ারকে ওই জায়গায় খেলানো হতে পারে বলে টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত। ভারতীয় এ দলের হয়ে নিয়মিত পারফর্ম করা শ্রেয়স দলে থাকলেও টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পাননি। তবে গায়ানায় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়েছিল। যদিও মাত্র ১৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নেমে ম্যাচ বন্ধ করে দেয়। তাই শ্রেয়স ব্যাট করার সুযোগ পাননি। বোঝা যায়নি, তাঁকে কত নম্বরে খেলানো হত। তবে ভারতীয় শিবিরের খবর, পরের দুটো ম্যাচেই সুযোগ পাবেন মুম্বইয়ের ব্যাটসম্যান। এবং ছন্দে থাকা শ্রেয়সকে চার নম্বরেই খেলানোর সম্ভাবনা প্রবল। যদিও অনেকে মনে করছেন, মাত্র দুটো ম্যাচ দিয়ে কারও দক্ষতা যাচাই করা যায় না। পাশাপাশি ভারতীয় ক্রিকেটমহলের অনেকেই নিশ্চিত যে, শ্রেয়স সুযোগ পেলে প্রমাণ করবেন নিজেকে। ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গার সমাধানও হতে পারেন শ্রেয়স। সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন শ্রেয়স। ওয়ান ডে সিরিজে দুটি হাফসেঞ্চুরিও করেছিলেন। পরিবেশ-পরিস্থিতি নিয়েও তাই বেশ ওয়াকিবহাল তিনি। চার নম্বরে শ্রেয়সের সফল হওয়ার ব্যাপারেও অনেকেই তাই বেশ আশাবাদী। শ্রেয়স খেললে সম্ভবত প্রথম একাদশের বাইরেই বসতে হবে কে এল রাহুলকে। শিখর ধবন-রোহিত শর্মা জুটি খেললে রাহুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। চাপ থাকবে কেদার যাদবের ওপরও। শুবমান গিল যেরকম ঝড় তুলেছেন, তাতে কেদার ব্যর্থ হওয়া মানে পঞ্জাবের তরুণকে দলে নেওয়ার দাবি আরও জোরাল হবে। ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হলে টি-টোয়েন্টি সিরিজে নজরকাড়া তরুণ পেসার নভদীপ সাইনিকে দেখা যেতে পারে। অথবা উইকেটে স্পিনারদের জন্য সাহায্য থাকলে কুলদীপ যাদব-রবীন্দ্র জাডেজার সঙ্গে তৃতীয় বিশেষজ্ঞ স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালকেও দেখা যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ শিবির আবার চেয়ে থাকবে ক্রিস গেইলের বিধ্বংসী একটা ইনিংসের দিকে। প্রথম ওয়ান ডে-তে ৩১ বলে যিনি মাত্র ৪ রান করেছিলেন!
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















