AUS vs ENG: জয়ে ফিরতে মরিয়া ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, কোথায়, কখন দেখবেন ম্য়াচ?
Australia Cricket Team: ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বড় চিন্তার কারণ দলের উইকেটকিপার ম্যাথু ওয়েডের করোনা। অবশ্য তিনি করোনাবিধি মেনেই সম্ভবত ম্যাচে খেলবেন।
মেলবোর্ন: বিশ্বকাপে (T20 World Cup) গত ম্যাচে আয়র্ল্যান্ডের বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মের জেরে পাঁচ রানে হারতে হয়েছে ইংল্যান্ডকে । সেই হারের হতাশা ভুলে জয়ে ফিরতে মরিয়া জস বাটলারের দল। তাদের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন তথা ঘরের মাঠে খেলা অস্ট্রেলিয়া (AUS vs ENG)। অজিরা অবশ্য গত ম্যাচে মার্কাস স্টোইনিসের ঝোড়ো ইনিংসে জয় পেয়েছে। তাঁদের লক্ষ্য নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বড় চিন্তার কারণ দলের উইকেটকিপার ম্যাথু ওয়েডের করোনা। অস্ট্রেলিয়ার স্কোয়াডে আর কোনও ব্যাক আপ কিপারও নেই। তাই চা অবশ্য তিনি করোনাবিধি মেনেই সম্ভবত ম্যাচে খেলবেন।
বিশ্বকাপের নিয়ম
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার করোনা পজিটিভ হলেও, তাঁর ম্যাচ খেলার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি মাঠে নামতেই পারেন। এই বিশ্বকাপে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও আয়ার্ল্যান্ডের হয়ে তাদের সুপার ১২-র প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন জর্জ ডকরেল। তবে তাঁর ক্ষেত্রে আইরিশ মেডিক্যাল দল বাড়তি কিছু সুরক্ষা অবলম্বন করেছিল বটে। ডকরলে বাকি আইরিশ দলের থেকে পৃথকভাবেই সফর করেন এবং তাঁর কথা বলা থেকে মেলামেশা, সবই নিয়ন্ত্রিত ছিল। জাম্পাও একই নিয়ম মেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতেই পারেন।
The pressure is on as Australia and England clash in a crucial encounter at the MCG 🔥
— ICC (@ICC) October 28, 2022
More ➡️ https://t.co/OhNuKkzXu9#T20WorldCup | #AUSvENG pic.twitter.com/QcQYtIN1BW
টি-টােয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ কবে?
আজ, ২৮ অক্টোবর, শুক্রবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
মেলবোর্নের বিখ্যাত এমসিজি মাঠে আয়োজিত হবে এই ম্যাচটি।
কখন শুরু ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী বেলা ১.৩০ থেকে শুরু ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ বেলা ১টায়।
কোথায় দেখা যাবে ভারত বনাম নেদারল্যান্ডস এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার এই ম্য়াচটি দেখতে পারবেন।
আরও পড়ুন: বাজপাখির মতো ঝাঁপিয়ে বাবরের অনবদ্য ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব