Babar Azam's Stunning Catch: বাজপাখির মতো ঝাঁপিয়ে বাবরের অনবদ্য ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব
PAK vs ZIM: জিম্বাবোয়ের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে নতুন ব্যাটার রেগিস চাকাভার দুরন্ত ক্যাচ ধরেন বাবর। শাদাব খানের বিরুদ্ধে বল ডিফেন্ড করতে গিয়েছিলেন চাকাভা।
পারথ: জিম্বাবোয়ের বিরুদ্ধে (PAK vs ZIM) নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ম্যাচেও পরাজিত হল পাকিস্তান। ১ রানে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পর বাব আজমের (Babar Azam) অধিনায়কত্ব নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। এই ম্যাচে তিনি ব্যাট হাতেও ব্যর্থ। তবে এতসবের মধ্যেও একটি অনবদ্য ক্যাচ নিয়ে ম্যাচের হাইলাইটসে সামিল হয়ে গেলেন বাবর।
বাবরের অনবদ্য ক্যাচ
জিম্বাবোয়ের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে নতুন ব্যাটার রেগিস চাকাভার দুরন্ত ক্যাচ ধরেন বাবর। শাদাব খানের বিরুদ্ধে বল ডিফেন্ড করতে গিয়েছিলেন চাকাভা। তবে বল তাঁর ব্যাটের কোণায় লেগে দ্রুত গতিতে স্লিপের দিকে যায়। বাবর দুই হাত তোলারও সময় পাননি। এক হাতেই অনবদ্যভাবে ঝাঁপিয়ে ক্যাচটি ধরে নেন। বলটি কিপার মহম্মদ রিজওয়ানের একবারে গা ঘেষে যাওয়ায় খানিকট সময় বলটা দেখতেও পারেননি বাবর, যা এই ক্যাচটিকৈ আরও উন্নত মানের করে তোলে। শূন্য রানেই ফিরতে হয় চাকাভাকে। দুরন্ত ক্যাচটির জন্য সকল পাকিস্তানি খেলোয়াড় এগিয়ে এসে বাবরকে বাহবা দেন।
JAW-DROPPING 🔥
— ICC (@ICC) October 27, 2022
“Babar Azam takes one of the catches of the tournament!”
Watch this unbelievable beauty 📽️
পাক-বধের নায়ক এক পাকিস্তানিই!
তাঁর জন্ম পাকিস্তানের শিয়ালকোটে। ছোটবেলায় স্বপ্ন দেখতেন, পাইলট হবেন। যোগ দেবেন পাক বিমানবাহিনীতে। ৬০ হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে নির্বাচিত হয়েছিল মাত্র ৬০ জন। তাঁদের মধ্যে ছিলেন তিনি। কিন্তু দৃষ্টিশক্তির সমস্যার কারণে এসে তৃতীয় বর্ষে এসে বাতিল হন সিকন্দর রাজা (Sikandar Raza)। জীবন বইতে শুরু করে অন্য খাতে। বিদেশে পড়াশোনা। ক্রিকেট প্রেম ছোট থেকেই। পরে জিম্বাবোয়েতে গিয়ে ক্রিকেট খেলা এগিয়ে নিয়ে যান। সেই সিকন্দরের হাতেই বৃহস্পতিবার পারথে ঘায়েল হল তাঁর জন্মভূমি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ১ রানে হারিয়ে চমক দিল জিম্বাবোয়ে। যে জয়ের নায়ক সিকন্দর। লো স্কোরিং ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৯ রান। তবে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। তাঁর শিকার শান মাসুদ, শাদাব খান ও হায়দার আলি। পাকিস্তান ব্য়াটিংয়ের কোমর ভেঙে দেন সিকন্দরই। সেই সঙ্গে শেষ বলে ২ রান নিতে দৌড়নো শাহিন শাহ আফ্রিদিকে রান আউট করার নেপথ্যেও সিকন্দরের দুরন্ত ফিল্ডিং। তিনিই বল ধরে থ্রো করেন রেগিস চাকাভাকে। যে থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন জিম্বাবোয়ের উইকেটকিপার। পাকিস্তানের হার নিশ্চিত হয়।
আরও পড়ুন: কীভাবে দূর হল ভারতের ডেথ বোলিংয়ের সমস্যা? অকপট ভুবনেশ্বর কুমার