এক্সপ্লোর
Advertisement
হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে আজহারের মনোনয়ন খারিজ
হায়দরাবাদ: ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট প্রশাসনে আসার স্বপ্ন বড় ধাক্কা খেল। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে তাঁর মনোনয়ন খারিজ করে দিলেন রিটার্নিং অফিসার কে রাজীব রেড্ডি। আজহার অবশ্য দমছেন না। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন।
ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০০০ সালে আজহারকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই। সেই কারণেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে নির্বাচনে আজহারের মনোনয়ন খারিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। আজহার অবশ্য দাবি করেছেন, তাঁকে কোনও কারণ জানানো হয়নি। তিনি লিখিতভাবে মনোনয়ন বাতিলের কারণ জানতে চেয়েছেন।
আজহার বলেছেন, ‘আমি হতাশ এবং দুঃখিত। আদালত আমাকে নির্বাচনে লড়াই করার অনুমতি দিয়েছে। বিসিসিআই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানায়নি। ফলে আমার প্রার্থী হওয়া ঠেকানো যাবে না। আমি আগামী সপ্তাহেই আদালতের দ্বারস্থ হব।’
আজহারের মনোনয়ন খারিজ হয়ে যাওয়ার পর এখন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে দু জন প্রার্থী রইলেন। তাঁরা হলেন প্রাক্তন ক্রিকেটার এমএল জয়সীমার পুত্র বিদ্যুৎ জয়সীমা এবং সাংসদ জি বিবেক। নির্বাচন এ মাসের ১৭ তারিখ। আজহারের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, একজন সরকারি কর্মী ক্রিকেট সংস্থার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও তেলঙ্গানা সরকারের পরামর্শদাতা বিবেকের মনোনয়ন খারিজ হয়নি। আদালতে এ বিষয়টি উল্লেখ করবেন বলে জানিয়েছেন আজহার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement