Bayern Munich: প্রতিপক্ষকে ২৭ গোল! প্রাক মরশুম ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রলয়লীলা
Football News: প্রাক মরশুম ম্যাচে গোলের বন্যা বায়ার্ন মিউনিখের (Bayern Munich)। প্রতিপক্ষকে ২৭-০ গোলে উড়িয়ে দিল জার্মানির শক্তিশালী ক্লাব!
বায়ার্ন মিউনিখ: প্রাক মরশুম ম্যাচে গোলের বন্যা বায়ার্ন মিউনিখের (Bayern Munich)। প্রতিপক্ষকে ২৭-০ গোলে উড়িয়ে দিল জার্মানির (Germany) শক্তিশালী ক্লাব!
টমাস তুচেলের দল জিতল ২৭-০ ব্যবধানে। একাই ৫ গোল করেন জামাল মুসিয়ালা। ৫ গোল করলেন ম্যাথিস টেলও। ৫ গোল করলেন মার্সেল স্যাবিৎজার। ৩ গোল করলেন সার্জ গ্যানবারি। এছাড়া গোল করেন লিরয় সানে, আলফন্সো ডেভিস, কনরাড লেইমার, নুসেইর মাজরাউই, দায়ত উপামেচানো, সাদিও মানে, রাফায়েল গুরেইরো, রায়ান গ্র্যাভেনবার্ক ও কিংসলে কোম্যান। প্রথমার্ধের শেষে ১৮-০ এগিয়েছিল বায়ার্ন মিউনিখ। এরপর দ্বিতীয়ার্ধে আরও ৯ গোল হয়। প্রথমার্ধেই ৫ গোল করে ফেলেন মুসিয়ালা। গ্যানবারিও প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন। টেলও প্রথমার্ধেই ৫ গোল করে ফেলেন। দ্বিতীয়ার্ধে ৫ গোল করেন স্যাবিৎজার। দল বড় ব্যবধানে জিতলেও, মাত্র ১ গোল করলেন লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া মানে।
এফসি রটাচ-এগার্নের জালে ২৭ গোলের বন্যা বইয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। জামাল মুসিয়ালাসহ চারজন করেছেন হ্যাটট্রিক।মঙ্গলবার প্রাক-মরশুমের প্রথম ফ্রেন্ডলি ম্যাচে এফসি রটাচ-এগার্নের বিপক্ষে খেলতে নেমে গোলের উৎসবে মেতে ওঠেন টমাস তুচেলের ছেলেরা। হ্যাটট্রিক করেছেন মুসিয়ালা, গেনাবরি, সাবিৎজার ও ম্যাথিস টেল। গোল পেয়েছেন লেরয় সানে, কোমান, উপামেকানো-সহ মোট ১৩ জন। সাদিও মানে গোল পাচ্ছিলেন না। নব্বই মিনিটে তিনিও গোল করে প্রতিপক্ষের বুকে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন।
এর আগে এই দুই দল দু’বার পরস্পরের মুখোমুখি হয়েছিল। প্রথম দফার ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। সেবার মাঝারি মানের দলটির জালে কুড়ি গোল দিলেও বুন্দেশলিগার চ্যাম্পিয়নদের হজম করতে হয়েছিল দু’টি গোল। দ্বিতীয় দফায় (২০১৯) বায়ার্ন গুনে গুনে ২৩ বার এগার্নের জালে বল ঢুকিয়েছিল। এবার ২৭ গোল দিল তারা।
নবম স্তরের দলটির জালে প্রথমার্ধেই ১৮ বার বল জালে জড়ায় বায়ার্ন। আর দ্বিতীয়ার্ধে আরও ৯টি গোল করে তারা। স্কোরশিটে নাম লিখিয়েছেন মোট ১৩ ফুটবলার। আর পাঁচটি করে গোল করেছেন তিন ফুটবলার। জামাল মুসিয়ালা, যাঁকে জার্মানির মেসি (Messi) বলা হয়, ম্যাথিস টেল এবং মার্সেল সাবিৎজ়ার করেন পাঁচটি করে গোল।
বাকি ১২ গোল করেছেন ১০ ফুটবলার। ২৭ গোল হজম করলেও বায়ার্নের জালে একবারও বল পাঠাতে পারেনি এফসি রটাচ এগার্ন।
আরও পড়ুন: এশিয়া কাপে কবে ভারত-পাক মহারণ? কোথায় হবে খেলা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন