এক্সপ্লোর
প্রতি বছর টি-২০, ৩ বছর অন্তর একদিনের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব আইসিসি-র, আপত্তি বিসিসিআই-এর
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই-এর সঙ্গে এই বিষয়টি নিয়ে আইসিসি-র সংঘাত হতে পারে।

নয়াদিল্লি: ২০২৩ থেকে প্রতি বছর টি-২০ বিশ্বকাপ এবং তিন বছর অন্তর একদিনের বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাব দিল আইসিসি। তবে বিসিসিআই এই প্রস্তাবে রাজি নয়। কারণ, সেক্ষেত্রে বিসিসিআই-এর আর্থিক ক্ষতি হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই-এর সঙ্গে এই বিষয়টি নিয়ে আইসিসি-র সংঘাত হতে পারে। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘সম্প্রতি বিসিসিআই-এর সিইও রাহুল জোহরির সঙ্গে আইসিসি চিফ এগজিকিউটিভ মনু সওনির বৈঠক হয়। রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইসিসি-র এই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আশা করা যায়, বিসিসিআই-এর নয়া প্রধানরা এ বিষয়ে কঠোর অবস্থান নেবেন। প্রতি বছর টি-২০ বিশ্বকাপ হলে আইপিএল থেকে বিসিসিআই-এর যে আর্থিক লাভ হয়, সেটা অনেক কমে যাবে। ফলে আইসিসি-র এই সিদ্ধান্তকে বিসিসিআই-এর রাজস্বে হামলা বলেই দেখা উচিত। সৌরভ ও জয় শাহকে এই বিষয়টির মোকাবিলা করতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















