BCCI Pay Hike: আরও অনেক মেয়ে ক্রিকেটকে পেশা করবে, বোর্ডের সমান ম্যাচ ফি-র ঘোষণায় উচ্ছ্বসিত হরমনপ্রীত
Harmanpreet Kaur: বৃহস্পতিবার বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন ভারতের মহিলা ক্রিকেটারেরা। যে ঘোষণা শুনে উচ্ছ্বসিত ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।
মুম্বই: যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বৃহস্পতিবার বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন ভারতের মহিলা ক্রিকেটারেরা। যে ঘোষণা শুনে উচ্ছ্বসিত ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanprit Kaur)।
হরমনপ্রীত বলেছেন, 'আমরা সব সময়ই সমান ম্যাচ ফি-র দাবি করে এসেছি। সেই সিদ্ধান্ত বিসিসিআই নেওয়ায় আমি ভীষণ খুশি। প্রথমবার ভারতে পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পাবে মহিলা ক্রিকেটারেরাও। আমি নিশ্চিত যে, এরপর ভারতের আরও অনেক মেয়ে ক্রিকেটকে তাদের পেশা করার কথা ভাববে। বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ'।
.@ImHarmanpreet reflects on a decision from the @BCCI that makes Indian cricket history!#BelieveInBlue pic.twitter.com/PBrLz4o12X
— Star Sports (@StarSportsIndia) October 27, 2022
বিশ্বক্রিকেটে লিঙ্গ বৈষম্য নিয়ে সাম্প্রতিক অতীতে অনেক জল্পনা-কল্পনা, তর্ক-বিতর্ক শোনা গিয়েছে। ভারতীয় বোর্ডকে (BCCI) বিশ্বক্রিকেটের পথপ্রদর্শক হিসাবে অনেকেই মনে করেন। মহিলা ক্রিকেট নিয়ে বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে অতীতে বেশ সমালোচনা শোনা গিয়েছে। তবে সেই অভিযোগ ধীরে ধীরে কমছে। মহিলাদের আইপিএলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল বোর্ডের তরফে। এবার বৈষম্য দূর করতে আরও এক বড় পদক্ষেপ নিল বিসিসিআই।
এবার থেকে সমান ম্যাচ ফি পাবেন দেশের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। আজই এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের ঘোষণা করে লেখেন, 'বৈষম্য দূর করতে বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পারায় আমি খুবই খুশি। আমরা আমাদের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের সমান পরিমাণ বেতন দিতে চলেছি। ভারতীয় ক্রিকেট লিঙ্গ বৈষম্য দূর করে এক নতুন যুগের দিকে অগ্রসর হতে চলেছে যেখানে পুরুষ ও মহিলা, উভয় ক্রিকেটাররাই সমান বেতন পাবেন।'
কত বেতন পাবেন হরমনপ্রীত কৌররা? সেই বিষয়ও কোনওরকম রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে জয় শাহ। 'ভারতীয় মহিলা ক্রিকেটাররা ভারতীয় পুরুষ ক্রিকেটারদের সমান পরিমাণ বেতন পাবেন। তা টেস্ট হোক (ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা করে) বা ওয়ান ডে (ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা করে) বা টি-টোয়েন্টি (ম্যাচ পিছু ৩ লক্ষ টাকা করে)। আমি মহিলা ক্রিকেটারদের সমান বেতন দেওয়ার কথা দিয়েছিলাম। আমার কথা রাখতে পেরেছি এবং এর জন্য আমি বোর্ডের নতুন কমিটিকে ধন্যবাদ জানাতে চাই,' বলেছেন জয় শাহ। প্রসঙ্গত, ভারতীয় মহিলা দল সদ্যই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। তার পরপরই এই সিদ্ধান্ত জানান হল।
আরও পড়ুন: ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের