Mehuli Ghosh: আবারও সাফল্য মেহুলি ঘোষের, সোনার পর এবার রুপো জয় বঙ্গতনয়ার
ISSF Shooting World Cup: গতকাল ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে শাহু তুষার মানের সঙ্গে জুটি বেঁধে সোনা জিতেছিলেন, এবার দলগত বিভাগে অল্পের জন্য সোনা হাতছাড়া হল মেহুলিদের। জিতলেন রুপো।
চ্যাংওয়ান: বুধবার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিলেন শাহু তুষার মানের সঙ্গে জুটি বেঁধে। এবার চাংওয়ানে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে (ISSF Shooting World Cup) দলগত বিভাগে রুপো জিতলেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ (Mehuli Ghosh)।
দক্ষিণ কোরিয়ার কাছে হার
বৃহস্পতিবার (১৪ জুলাই) ভারতীয় সময় অনুযায়ী সকালে এই চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনা জয়ের উদ্দ্যেশে নেমেছিলেন মেহুলি। তবে অল্পের জন্য ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে সোনা জয় হাতছাড়া হল হুগলির বৈদ্যবাটির মেয়ের। এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দালের সঙ্গে জুটি বেঁধে এই সাফল্য পেলেন মেহুলি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সোনা জয়ের ম্যাচে ১০-১৬ ব্যবধানে পরাজিত হন এই ত্রয়ী।
#TeamIndia🇮🇳 On A Medal Rush 🔥🔥
— SAI Media (@Media_SAI) July 14, 2022
Our young shooters begin their day with 2️⃣ medals at the ongoing @ISSF_Shooting 2022 World Cup, Changwon
🥇10m Air Rifle Men's Team @Paarthmakhija26 @arjunbabuta #TusharMane
🥈10m Air Rifle Women's Team @elavalarivan @GhoshMehuli #Ramita pic.twitter.com/zcl7yf5xzS
পুরুষ দলের সোনা জয়
২০১৯ সালে সাফ গেমসে শেষবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মেহুলি। তারপর তিন বছরের 'বনবাস'। কিন্তু তিনি যে ফুরিয়ে যাননি, তা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভারতীয় শ্যুটার। ভারতীয় মহিলা দল দলগত বিভাগে রুপো জিতলেও, ১০ মিটার এয়ার রাইফেলে কিন্তু দক্ষিণ কোরিয়াকেই হারিয়ে সোনা জিতল ভারতীয় পুরুষ দল। মেহুলি যা পারলেন না, তাঁর মিক্সড ডাবলস পার্টনার শাহু তুষার মানে তাই করে দেখালেন। পিছিয়ে পড়েও, দুরন্ত কামব্য়াক করে ১৭-১৫ স্কোরলাইনে জিতল অর্জুন বাবুতা, শাহু তুষার মানে ও পার্থ মাখিজার ভারতীয় পুরুষ শ্যুটিং দল।
আরও পড়ুন: এক সোনাতে থামতে নারাজ, দ্বিতীয় স্বর্ণপদকের খোঁজে বৃহস্পতিবার লড়াই মেহুলির