এক্সপ্লোর
Advertisement
সহ ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে মঞ্জেরেকরের খোঁচা, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়
ইডেনে ভারত ও বাংলাদেশের মধ্যে গোলাপি বলের দিন-রাতের টেস্ট চলাচালে সহ ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে এমন কথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বললেন, যা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। ম্যাচের ধারাভাষ্যের সময় গোলাপি বলের দৃশ্যমানতা নিয়ে ভোগলের কথা প্রসঙ্গে ওই বিতর্কিত মন্তব্য করেন মঞ্জরেকর।
কলকাতা:ইডেনে ভারত ও বাংলাদেশের মধ্যে গোলাপি বলের দিন-রাতের টেস্ট চলাচালে সহ ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে এমন কথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বললেন, যা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। ম্যাচের ধারাভাষ্যের সময় গোলাপি বলের দৃশ্যমানতা নিয়ে ভোগলের কথা প্রসঙ্গে ওই বিতর্কিত মন্তব্য করেন মঞ্জরেকর।
এই ম্যাচ চলাকালে বাংলাদেশের ব্যাটসম্যানদের হেলমেটে বেশ কয়েকবারই বল আঘাত করে। ভারতীয় পেসারদের মারাত্মক বিভিন্ন বল খেলতে গিয়ে হিমশিম খেতে হয় বাংলাদেশি ব্যাটসম্যানদের। এর পরিপ্রেক্ষিতে গোলাপি বল দেখার ক্ষেত্রে প্লেয়ারদের কোনও সমস্যা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে হর্ষ কথার ছলেই ম্যাচের পর একটা ময়না-তদন্ত করে দেখার প্রস্তাব দেন।
এর জবাবে মঞ্জরেকর বলেন,বল দেখার কোনও সমস্যা হচ্ছে বলে তিনি মনে করেন না। তিনি বলেছেন, কারণ, স্লিপের ফিল্ডারদের ক্যাচ ধরছেন। তাই বলের দৃশ্যমানতা এখানে কোনও ইস্যু নয়। তবে বলের গঠণবিন্যাস একটা ইস্যু হতে পারে।
কিন্তু এরপরও হর্ষ বিষয়টি নিয়ে যাঁরা মাঠে নেমে খেলছেন, সেই প্লেয়ারদের মতামত জানার কথা বলেন। এর জবাবে মঞ্জরেকর বলেন, তোমার সম্ভবত জিজ্ঞাসা করার প্রয়োজন। আমাদের কাছে, যাঁরা খেলাটা খেলেছে, মাঠে কী হচ্ছে তা নিয়ে পরিষ্কার ধারনা রয়েছে।
অর্থাত,মঞ্জরেকর হর্ষকে কার্যত জানিয়ে দিলেন যে, তাঁর এ ব্যাপারে হর্ষের থেকে স্পষ্ট ধারণা রয়েছে, কেননা, তিনি এই খেলা খেলেছেন।
মঞ্জরেকরের এই মন্তব্যের সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। হ্যাশট্যাগ সঞ্জয় মঞ্জরেকর ট্রেন্ডও করতে শুরু করে ট্যুইটারে। ক্রিকেট অনুরাগীদের একাংশ হর্ষর পাশে দাঁড়ান। একজন মঞ্জরেকরের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আবার একজন ক্রিকেটের অন্যতম সেরা বিশ্লেষককে এভাবে কটাক্ষ করায় মঞ্জরেকরের সমালোচনা করেন।
এছাড়াও আরও অনেকেই মঞ্জরেকররের মন্তব্যের নিন্দা করেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement