এক্সপ্লোর
Advertisement
শেষ মুহুর্তে কুম্বলে হার্দিককে বলেন, ‘যাও প্যাড পর, এরপর তুমি নামবে’
লন্ডন: গত রবিবার এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে বেশ কয়েকজন তাঁদের উজ্জ্বল পারফরম্যান্স তুলে ধরেছেন। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবনের পাশাপাশি যুবরাজের বিধ্বংসী হাফসেঞ্চুরি, অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ৮১ রানের ইনিংসের পাশাপাশি ছিল শেষ ওভারে নেমে হার্দিক পাণ্ডের তুফানি ব্যাটিং।
ব্যাটিং অর্ডারে মহেন্দ্র সিংহ ধোনির জায়গায় তুলে আনা হয়েছিল হার্দিককে। টিন ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে পর পর তিনটি ছক্কা মারেন তিনি।
তবে ব্যাটিং অর্ডারে যে তাঁকে তুলে আনা হবে, এমন কথা তিনি জানতে পারেন ভারতের ইনিংস শেষ হওয়ার মাত্র দুই ওভার আগে। আইসিসি-কে দেওয়া সাক্ষাত্কারে বরোদার এই অলরাউন্ডার বলেছেন, আমাকে যে আগে নামতে হবে, তা জানলাম ৪৬ তম ওভারে। কোচ এসে বললেন, এরপর তুমি যাবে। যাও প্যাড পরে নাও। সে কথা শুনে তড়িঘড়ি প্যাড পরে নিলাম। সবেমাত্র গ্লাভস পরেছি, তখনই মাঠে নেমে পড়তে হল। কারণ, তখন যুবি পা আউট হয়েছে।
ভারতীয় দলের এই তরুণ তারকা স্বীকার করেছেন যে, পিচের দিকে এগোনোর চাপে ছিলেন তিনি। তাঁর কথায়, সত্যি করা বলতে কী, বেশ চাপ ছিল। কিন্তু এরপরও ম্যাচটাকে অন্যান্য ম্যাচের মতোই ভাবর চেষ্টা করছিলাম। কারণ, আমি কোনভাবেই অপ্রয়োজনীয় চাপ নিতে চাইছিলাম না। কারণ, চাপে পড়ে গেলেই অন্যরকম কিছু করার একটা ভাবনা মাথায় চেপে বসে।
হার্দিক বলেছেন, পিচে খুব স্বাভাবিক ও ঠাণ্ডা মাথায় ছিলেন তিনি। তখনও একটা সাধারণ ম্যাচ হিসেবেই ভাবার চেষ্টা করছিলাম। শেষপর্যন্ত আমরা ভালো খেললাম ও ম্যাচটা জিতলাম।
পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে হার্দিকের ব্যাটিংয়ে মুগ্ধ কোহলিও। অধিনায়ক বলেছেন, অসাধারণ খেলল হার্দিক। ওই ব্যাটিং ১০-এ ১০ পাওয়ার যোগ্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement