Abhimanyu Easwaran: 'আইপিএল খেললে অনেক আগেই দেশের জার্সিতে টেস্ট খেলত ও', অভিমানী ঈশ্বরণের বাবা
IND vs ENG: অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চার ইনিংসে মাত্র ৩৬ রান করার জন্য শেষ মুহূর্তে আর সিনিয়র দলে সুযোগ পাননি ২৯ বছরের এই তরুণ ওপেনার।

কলকাতা: বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটেই গুচ্ছ গুচ্ছ রান। বছরের পর বছর ধরে একই ধারাবাহিকতা নিয়ে পারফর্ম করে এসেছেন। জাতীয় দলে ডাকও পড়েছে। কিন্তু এখনও পর্যন্ত অভিষেকের সুযোগ হয়নি। সেই অভিন্যু ঈশ্বরণকে ইংল্যান্ড সফরের জন্যও টেস্ট স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। ঠিক যেমন অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফির জন্যও সুযোগ পেয়েছিলেন স্কোয়াড। পারথ টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে খেলাও হয়ত হয়ে যেত। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চার ইনিংসে মাত্র ৩৬ রান করার জন্য শেষ মুহূর্তে আর সিনিয়র দলে সুযোগ পাননি ২৯ বছরের এই তরুণ ওপেনার। কে এল রাহুলকে ওপেনিংয়ে খেলানো হয়েছিল। দেবদত্ত পড়িক্কলকে তিনে খেলানো হয়েছিল। তবে এবার বিরাট, রোহিতদের অবসরের পর আশা করা হচ্ছে যে অভিমন্যুকে হয়ত খেলানো হতে পারে ইংল্য়ান্ডে।
ইন্ডিয়া এ দলের অধিনায়ক হিসেবে অবশ্য আগেই ইংল্য়ান্ডে খেলতে নামছেন ঈশ্বরণ। বাবা রঙ্গনাথন ঈশ্বরণ অবশ্য মনে করছেন যে ছেলে আরও অনেক আগেই হয়ত টেস্ট খেলতেন, যদি তিনি আইপিএলে খেলতেন। কিছুটা অভিমানের সুরেই অভিমন্যুর বাবা এক সাক্ষাৎকারে বলেন, ''আমার ছেলে আরও আগেই টেস্ট খেলত ভারতের হয়ে, যদি ও আইপিএলে খেলত। আইপিএলে পারফর্ম করার সুযোগ পেত। অভিমন্যু একেবারেই ফ্ল্যামবয়েন্ট ছেলে নয়। সেঞ্চুরির পর মাঠের চারধারে দৌড় সেলিব্রেশন করার মত মানসিকতাও ওর নেই কোনওদিনই। এগুলো ম্যাটার করে। আইপিএলের ওপর নির্ভর করেই অনেকের ভাগ্য তৈরি হয়ে যায়।''
ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান ঝুলিতে। যেই কথা উঠে এলে অভিমন্যুর বাবর মুখেও। তিনি বলছেন, ''ব্যাট হাতে অভিমন্যু দুর্দান্ত পারফর্মার। ওর ব্যাটই ওর হয়ে কথা বলে। ১০১ প্রথম শ্রেণির ম্য়াচে ৭৬৭৪ রান করেছে ৪৮.৮৭ গড়ে। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মত পরিবেশে খেলার অভিজ্ঞতা রয়েছে।''
নিজেও লেগে থেকেছেন ছেলের লড়াইয়ের সঙ্গে সবসময়। সেই প্রসঙ্গে রঙ্গনাথন ঈশ্বরণ বলছেন, ''সকাল ৫.৩০টায় ঘুম থেকে ওঠে অভিমন্যু। এরপরই গতির বল সামলানোর প্রস্তুতি শুরু। প্রায় ২৪টি ডিউক বল রেখে দেওয়া হয় প্রস্তুতির জন্য। সবুজ পিচে ও লাল মাটিতে বাউন্সের মোকাবিলা করার প্রস্তুতি নেয়। ইংল্যান্ডের পরিবেশে যা ওকে সাহায্য় করবে।''
আরও পড়ুন: গত ১২-১৬ মাস টানা পারফর্ম করে গিয়েছি, সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাই ইংল্যান্ডে: নায়ার




















