Bengal Pro T20 League: বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের অফিশিয়াল অ্যান্থেমে কী চমক থাকছে?
Bengal Pro T20 League 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে। গত বৃহস্পতিবার এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে।
কলকাতা: বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের অফিশিয়াল অ্যান্থেম লঞ্চ হল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (Cricket Association Of Bengal) বা সিএবির তরফে এদিন এই অফিশিয়াল অ্যান্থেম প্রকাশ করা হয়। কম্পোজার ও মিউজিক ডিরেক্টর হলেন অম্লান চক্রবর্তী। ঈশান মিত্র এই অফিশিয়াল অ্যান্থেমটি গেয়েছেন। গানের কথা বারিশ। গিটারে রয়েছেন সম্রাট বন্দ্যোপাধ্যায়। সাউন্ড মিক্সিং ও মাস্টারে রয়েছেন শিলাদিত্য সরকার। ক্রিয়েটিভ এজেন্সি ব্লুমিং ওয়েস্টার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে। গত বৃহস্পতিবার এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। চলবে ২৮ জুন পর্যন্ত। শুধুমাত্র পুরুষদের বিভাগেই নয়, মহিলা বিভাগেও খেলা হবে। ২৮ জুনই ইডেনে ফাইনাল হবে।
View this post on Instagram
প্রায় ৪৫০ ক্রিকেটারের পুল থেকে মোট ১৭৬ জন ড্রাফটিংয়ের মাধ্য়মে বেছে নিয়েছিল। আটটি তালিকার মধ্যে অন্য়তম চমক ছিল সুদীপ চট্টোপাধ্য়ায় ও ঋদ্ধিমান সাহা। প্রথম জন ত্রিপুরার হয়ে খেলছিলেন বাংলার থেকে বেরিয়ে। তিনি মেদিনীপুর উইজার্ডসের হয়ে খেলতে নামবেন। যদিও ঋদ্ধিমান সাহাকে কোনও দল আপাতত নেয়নি। তবে এখনও টুর্নামেন্ট শুরু হয়নি। সেক্ষেত্রে কোনও দল শেষ মুহূর্তে নিতেই পারে তাঁকে।
সৌরভ বলেন, 'টি-টোয়েন্টি লিগ কতটা সফল হতে পারে, আইপিএল তার প্রমাণ। আশা করছি এই লিগ থেকে বাংলার অনেক প্রতিভা উঠে আসবে।' বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে আট দলের ফ্র্যাঞ্চাইজি লিগে ঘর গুছিয়ে নিল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। পুরুষ ও মহিলা - দুই দলেরই ক্রিকেটার বেছে নেওয়া হল ড্রাফটিং থেকে। ১১ জুন থেকে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ শুরু হবে। পুরুষ ও মহিলা - দুই বিভাগে ৮টি করে মোট ১৬টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ১৯ মে, রবিবার বাইপাসের ধারে এক অভিজাত হোটেলে হবে ক্রিকেটারদের ড্রাফ্টিং। এই দলের মধ্য়ে অভিজ্ঞতা ও তারুণ্য়ের মিশেল রয়েছে। শিলিগুড়ি স্ট্রাইকার্সের দলে ১৮ বছর বয়সী যুধাজিৎ গুহর মতো তরুণের পাশাপাশি আছেন ৪০ বছরের রাজকুমার পালের মতো অভিজ্ঞ ক্রিকেটার।