India vs Australia Live: এখনও ২৯ রানে পিছিয়ে ভারত, হাতে পাঁচ উইকেট, এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব?
Border Gavaskar Trophy: অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১২৮/৫।
অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসেও প্রবল চাপে ভারত। ১২৮ রানে পাঁচ উইকেট খুইয়ে বসেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ২৯ রানে পিছিয়ে ভারত। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে অলৌকিক কিছু প্রয়োজন।
জীবনরক্ষা হলেও রান পেলেন না রোহিত। ৬ রান করে কামিন্সের বলে বোল্ড হলেন। ভারতের স্কোর ১০৫/৫।
স্টার্কের বলে বোল্ড শুভমন গিল (২৮)। রোহিত শর্মা এলবিডব্লিউ হয়ে গিয়েও স্টার্ক নো বল করায় জীবনদান পেলেন। ভারতের স্কোর ৮৮/৪।
জোর ধাক্কা খেল ভারত। ১১ রান করে বোল্যান্ডের বলে ফিরলেন কোহলি। ভারতের স্কোর ৭০/৩।
আক্রমণে এসেই উইকেট তুলে নিলেন স্কট বোল্যান্ড। ফিরিয়ে দিলেন যশস্বী জয়সওয়ালকে। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে প্যাভিলিয়ন ফিরলেন। ভারত এখনও ১১৫ রানে পিছিয়ে।
ভারতের প্রথম উইকেটের পতন। কে এল রাহুল ৭ রান করে কামিন্সের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন।
৩৩৭ রানে অল আউট হল অস্ট্রেলিয়া। স্কট বোল্যান্ডকে বোল্ড করে দিলেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়ে নিল টিম ইন্ডিয়া।
মিচেল স্টার্ক ১৮ রানে আউট হলেন। সিরাজের বলে হর্ষিত রানার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন স্টার্ক। অস্ট্রেলিয়ায় নবম উইকেটের পতন।
চতুর্থ উইকেট বুমরার। এবার ফেরালেন কামিন্সকে। অস্ট্রেলিয়া এখনই ১৫২ রানের লিড নিয়ে ফেলেছে। হাতে এখনও ২ উইকেট রয়েছে তাদের।
শেষ পর্যন্ত সিরাজের বলে আউট হলেন ট্রাভিস হেড। খেললেন ১৪১ বলে ১৪০ রানের অনবদ্য ইনিংস। নিজের ইনিংসে ১৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান অজি ব্যাটার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৩০ রানে এগিয়ে।
আউট অ্য়ালেক্স ক্যারি। মহম্মদ সিরাজের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অজি উইকেট কিপার ব্যাটার। অস্ট্রেলিয়ার স্কোর ২৮২/৬। ভারতের থেকে ১০২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে।
শতরান হাঁকালেন ট্রাভিস হেড। দিন রাতের টেস্টে এই নিয়ে তৃতীয়বার তিন অঙ্কের ঘরে পৌঁছলেন বাঁহাতি অজি ব্যাটার।
ধীরে ধীরে শতরানের পথে এগিয়ে যাচ্ছেন ট্রাভিস হেড। লিডও বাড়িয়ে নিচ্ছে অজি শিবির। হাতে এখনও পাঁচ উইকেট। কত দ্রুত ভারতী বোলাররা প্রতিপক্ষকে অল আউট করতে পারবে?
অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। অশ্বিনের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে ফিরে গেলেন মিচেল মার্শ।
চা পানের বিরতিতে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভারতের থেকে ১৯ রানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অর্ধশতরান করে ক্রিজে আছেন ট্রাভিস হেড। সঙ্গে আছেন মিচেল মার্শ।
অবশেষে মার্নাস লাবুশেনকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন নীতিশ রেড্ডি। তাঁর বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অজি তারকা। ৬৪ রানের ইনিংস খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন। স্কোর ১৬৮/৪। ভারতের থেকে তারা ১২ রানে পিছিয়ে এই মুহূর্তে।
৬টি বাউন্ডারির সাহায্যে নিজের অর্ধশতরান পূরণ করলেন মার্নাস লাবুশেন। বুমরা ছাড়া আর কোনও বোলার ছাপই ফেলতে পারছেন না অ্য়াডিলেড টেস্টে। ৩ উইকেট হারালেও ক্রমেই স্কোরবোর্ডে রান যোগ করছে অজি বাহিনী।
আউট স্মিথ। ফের শিকার বুমরার। মাত্র ২ রান করে ফিরলেন প্রাক্তন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন।
শুরু বুমরা ম্য়াজিক। ৩৯ রানের মাথায় ভারতীয় পেসারের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অজি ওপেনার ম্য়াকস্যুইনি। অস্ট্রেলিয়ার স্কোর ৯১/২।
দ্বিতীয় দিনে নতুন বলে প্রথম ওভার শুরু করলেন মহম্মদ সিরাজ। ক্রিজে আছেন অপরাজিত ম্য়াকস্যুইনি ও লাবুশেন। অস্ট্রেলিয়া একটি মাত্র উইকেট হারিয়েছে।
প্রেক্ষাপট
কেন? কারণ, গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ মানেই গোধূলির ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় ব্যাটারদের কাছে ত্রাসের মতো। হুড়মুড়িয়ে উইকেট পড়ে। গোটা বিশ্বে যেখানে যখন গোলাপি বলে টেস্ট ম্যাচ হয়েছে, এটাই দস্তুর। যার কারণও কয়েকদিন আগে ব্যাখ্যা করে দিয়েছেন চেতেশ্বর পূজারা। জানিয়েছিলেন, গোলাপি বল দেখা সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়ে গোধূলিতে। তাই সেই সময় ব্যাটিং সবচেয়ে কঠিন।
অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে সেই গোধূলি আতঙ্ক তাড়া করল ভারতকেও। গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারতের প্রথম ইনিংস মুড়িয়ে গেল ১৮০ রানে। যার মধ্যে লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ২১.১ ওভারে ৯৮ রানে ৬ উইকেট পড়ল ভারতের। সেই সময়, দুপুরের পর থেকে যখন আলো পড়ে আসে।
আর সেই আতঙ্কের মাঝে ব্যাট হাতে অসমসাহসী লড়াই করলেন নীতীশ কুমার রেড্ডি। পারথে যাঁর টেস্ট অভিষেক হয়েছে। আর তাঁর হাতে ভারতের টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন স্বয়ং তাঁর আদর্শ, বিরাট কোহলি। পারথে প্রথম ইনিংসে ব্যাট হাতে চাপের মুখে ঝোড়ো ব্যাটিং করেছিলেন অন্ধ্র প্রদেশের ক্রিকেটার। যিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেন। অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশে তিনটি বদল হয়েছে। তবে নীতীশে আস্থা রেখেছে টিম ম্য়ানেজমেন্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -