Indore Pitch Rating: প্রথম থেকেই বল ঘুরেছে, ইনদওর পিচকে কী রেটিং দিল আইসিসি?
IND vs AUS 3rd Test: ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট আড়াই দিনেরও আগে শেষ হয়ে গিয়েছে।
ইনদওর: প্রথম দুই টেস্টের মতো বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্টও (Ind vs Aus 3rd Test) আড়াই দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। প্রথম দুই টেস্টে ভারতীয় দল জিতলেও, ইনদওরে তৃতীয় টেস্টে অজি দল ৯ উইকেটে জয় পায়। ম্যাচ শেষের পরেই আইসিসির তরফে ইনদওর পিচের মূল্যায়ন করা হল। আইসিসির (ICC) তরফে ইনদওরের হোলকার স্টেডিয়ামের পিচকে 'পুুওর' অর্থাৎ নিম্নমানের রেটিং দিয়েছে।
নিম্নমানের পিচ
ম্যাচের প্রথম দিনেই স্পিনাররা পিচ থেকে দারুণ মদত পায়। স্পিনারদের দাপটে প্রথম দিনেই ১৪টি উইকেট পড়ে। এমনকী ম্যাচে ৩১টি উইকেটের মধ্যে ২৬টিই স্পিনারদের দখলে যায়। ফাস্ট বোলারদের দখলে আসে মাত্র চারটি উইকেট, এক রান আউট হয়। আড়াই দিনেরও আগে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ম্যাচ রেফারি ক্রিস ব্রড দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও স্টিভ স্মিথের সঙ্গে কথা বলার পরেই হোলকার স্টেডিয়ামের পিচটিকে নিম্নমানের রেট করা হয়েছে এবং তিন ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী পাঁচ বছরের মধ্যে কোনও পিচ যদি পাঁচ বা তার অধিক ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে সেই মাঠে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হবে।
বিসিসিআইয়ের তরফে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ১৪ দিনের সময় রয়েছে। পিচের বিষয়ে কথা বলতে গিয়ে ক্রিস ব্রড বলেন, 'পিচটা ভীষণই শুষ্ক ছিল যেখানে ব্যাট ও বলের মধ্যে ঠিকঠাক লড়াই হয়নি। শুরুতেই স্পিনাররা মদত পেয়েছেন। ম্যাচের পঞ্চম বলেই পিচের থেকে মাটি উঠে আসে এবং ঘটনাটা পুরো ম্যাচ জুড়ে প্রায়শই ঘটতে দেখা গিয়েছে। এর পাশাপাশি গোটা ম্যাচেই পিচে অত্যাধিক ও অসম বাউন্স দেখা গিয়েছে।'
মাঠে প্রধানমন্ত্রী
নিজের নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবং তাঁর সঙ্গেই থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese)। আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখবেন দুই দেশের প্রশাসনিক প্রধান। ৯ থেকে ১৩ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে। সেই ম্যাচেই দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যান্থনি অ্যালবানিজ উপস্থিত থাকবেন। এই প্রথমবার তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। শুক্রবার যে খবর প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: স্থান পাকা অস্ট্রেলিয়ার, কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ভারত?