Border-Gavaskar Trophy: বন্ধ দরজার আড়ালে নয়, অজ়ি মিডিয়ার রিপোর্টে নস্যাৎ করে পারথে প্রস্তুতি ভারতের
Indian Cricket Team: প্রথম দিনের অনুশীলনে সকলে উপস্থিত না থাকলেও, বুধবার কোহলিসহ টিম ইন্ডিয়ার সকল খেলোয়াড়ই অনুশীলন করেন।
পারথ: সিরিজ় শুরু হতে এখনও দিনদশেক বাকি। তবে ভারতীয় দলের (Indian Cricket Team) সকলেই বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) জন্য ইতিমধ্যেই অজ়িভূমে পৌঁছে গিয়েছেন। সেখানে পুরোদমে অনুশীলনেও নেমে পড়ল ভারতীয় দল।
মঙ্গলবার, ১২ নভেম্বর দলের অপশনাল অনুশীলন ছিল। সেখানে ঋষভ পন্থ, কেএল রাহুল, যশস্বী জয়সওয়ালরাই যোগ দিয়েছিলেন। তবে বুধবার থেকেই পুরোদমে অনুশীলন শুরু করে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের সকলকেই এদিন ভারতীয় নেটে দেখা গেল। দলের হেড কোচ গৌতম গম্ভীরও গোটা অনুশীলন সেশনে কড়া নজর রেখেছিলেন। সেই অনুশীলন শিবিরের বেশ কিছু ছবিও বিসিসিআইয়ের তরফে তাঁদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করা হয়েছে। সেখানে হর্ষিত রানাদের যেমন খোশমেজাজে দেখাচ্ছে, আকাশ দীপ, বুমরারা আবার সেখানে বল হাতে ধরা পড়েন। ক্রিকেটের পাশাপাশি টিম ইন্ডিয়ার তারকারা এদিন সম্ভবত ফুটবল খেলেই নিজেদের অনুশীলনের পূর্বে ওয়ার্ম আপ সারেন।
📍 Perth#TeamIndia's preparations have begun for the Border-Gavaskar Trophy 2024-25 👌👌#AUSvIND pic.twitter.com/MrzYjUsp4j
— BCCI (@BCCI) November 13, 2024
বিসিসিআইয়ের শেয়ার করা ছবিতে বিরাট কোহলিকে ফুটবল পায়েই দেখা গেল। এটা অবশ্য নতুন কিছু নয়, গা গরম করতে টিম ইন্ডিয়ার তারকারা ফুটবল খেলেই থাকেন। ভারতীয় দলের এই অনুশীলন সেশন ঘিরেই যত রাখ ঢাক গুড় গুড়। অস্ট্রেলিয়ান মিডিয়াতে দাবি করা হয় ভারতীয় দলের নেট সেশন সাধারণ জনগণ যাতে দেখতে না পারেন, সে কারণে ওয়াকার নেটের বাইরের দিকটা কালো কাপড়ে ঢাকা তো রয়েইছে, এছাড়াও ওয়াকায় কর্মরত ব্যক্তিদের তাঁদের কোম্পানির সিইও-র তরফেও নাকি ভারতীয় দলের অনুশীলন না দেখা, কোনওরকম ছবি না তোলা এবং ড্রোন না উড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে মেল মারফৎ।
তবে বিসিসিআইয়ের অন্দরমহলের এক সূত্রের তরফে এই দাবি পুরোপুরি খর্ব করে দেওয়া হয়েছে। তিনি পিটিআইকে জানান সরকারিভাবে অন্তত বোর্ডের তরফে এমন কোনওরকম নির্দেশ দেওয়া হয়নি। শুক্রবার থেকে ভারতীয় দল একটি আন্তঃদলীয় ম্যাচ খেলবে, সেই ম্যাচও সর্বসাধারণ চাইলে দেখতে পারেন বলেই দাবি করা হচ্ছে। তবে ভারতীয় নেটে সিংহভাগ তারকাদের অনুশীলনে দেখা গেলেও, ছিলেন না একজনই। তিনি দলের অধিনায়ক রোহিত শর্মা। গোটা টিম ইন্ডিয়া অজ়িভূমে পৌঁছে গেলেও, রোহিত যাননি। তিনি রয়েছেন মুম্বইতেই।
এখনও অবধি সরকারিভাবে কিছু জানানো না হলেও, সম্ভবত প্রথম দুই টেস্টে খেলবেন না ভারতীয় দলের অধিনায়ক। তাঁর ও রীতিকার দ্বিতীয় সন্তান আসতে চলেছে। সেই কারণেই আপাতত পরিবারের পাশে থাকতে চান রোহিত। তিনি তাই দেশেই রয়েছেন। অবশ্য় রোহিত মুম্বইতেই অনুশীলন সারছেন বলে খবর। শোনা যাচ্ছে তাঁর দ্বিতীয় সন্তান জন্মানোর পরেই রোহিত ঠিক করবেন তিনি কবে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন। অবশ্য রোহিত কিন্তু মুম্বইতেই নিজের অনুশীলন সেরে ফেলছেন বলেই খবর। তিনি বুধবার খবর অনুযায়ী আজ আরসিপিতে অনুশীলন সারেন। কবে রোহিত অস্ট্রেলিয়ায় যান সেটাও দেখার বিষয়। আর তাঁর অনুপস্থিতিতে কে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবেন, সেইদিকেও কিন্তু সকলেরই নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রোহিত, কোহলি না ধোনি, আইপিএল ২০২৫-এ কার দলে যোগ দিতে চান তিনি? নিজেই জানালেন কেএল রাহুল