KL Rahul: রোহিত, কোহলি না ধোনি, আইপিএল ২০২৫-এ কার দলে যোগ দিতে চান তিনি? নিজেই জানালেন কেএল রাহুল
IPL Auction 2025: লখনউ তাঁকে রিটেন না করায় আইপিএলের মেগা নিলামে দুই কোটি টাকার বেস প্রাইসে নামতে চলেছেন কেএল রাহুল।
নয়াদিল্লি: আর মাত্র দিন দশেকের অপেক্ষা। তারপরেই বসবে আইপিএলের মেগা নিলাম (IPL Auction 2025)। মেগা টুর্নামেন্টের আসন্ন মরশুমে কোন ক্রিকেটার কোন দলে যেতে পারেন, সেই নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। সেই নিলামে যে ক্রিকেটারদের নিয়ে সর্বাধিক দর কষাকষি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন কেএল রাহুল (KL Rahul)। দুই কোটি টাকার বেস প্রাইসের রাহুলকে কিন্তু তাঁর প্রাক্তন দল লখনউ সুপার জায়ান্ট রিটেন করেনি।
রাহুলের আইপিএল রেকর্ড খুবই ভাল। তিনি কোন দলে যাবেন, সেই নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। এরই মাঝে এক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হল রাহুলকে। ভারতীয় ক্রিকেটের তিন মহাতারকার মধ্যে একজন বেছে নিতে বলা হল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেএল রাহুলকে জিজ্ঞেস করা হয়, যে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে তিনি কাকে আইপিএল ২০২৫-এ সতীর্থ হিসাবে বেছে নেবেন। সম্ভবতই এই প্রশ্নে শুরুতেই খানিকটা চাপেই পড়ে যান তারকা ক্রিকেটার।
তিনি বলেন, 'আমি জানি না। এটা ভীষণ কঠিন প্রশ্ন। সত্যিই আমি বিরাট বিপাকে পড়ে গিয়েছি। আমি ওঁদের সকলের সঙ্গেই খেলা উপভোগ করেছি। সত্যিই তাই এর জবাব দেওয়া খুব কঠিন।' প্রসঙ্গত, রোহিত, বিরাট, ধোনিকে তাঁদের ফ্র্যাঞ্চাইজিরা রিটেন করেছে। রাহুল রিটেন না হওয়ায় তিনি কিন্তু এই মহাতারকা ত্রয়ীর যে কারুর দলেই তাঁর সতীর্থ হিসাবে যোগ দিতে পারেন।
গত আইপিএলে মাঠেই প্রকাশ্যে লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে রাহুলকে ভর্ৎসনা করতে দেখা যায়। সেই ঘটনার পর থেকেই তাঁর লখনউ ছাড়ার জল্পনা শোনা যাচ্ছিল। শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়। লখনউ ছাড়া প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন রাহুল। এই বিষয়ে তারকা ক্রিকেটারকে বলতে শোনা যায়, 'আমি নতুন করে শুরু করতে চেয়েছিলাম। আমার অপশনগুলো দেখতে চাইছিলাম এবং যেখানে স্বাধীনতা পাব সেখানে গিয়ে খেলতে চেয়েছি। যেখানে দলের পরিবেশটা থাকবে হালকা। কখনো কখনো আপনাকে এগিয়ে যেতে হবে এবং নিজের জন্য ভালটা বেছে নিতে হবে।'
রাহুল কোন দলের হয়ে পরের মরশুমের আইপিএলে খেলবেন? ২৪ ও ও ২৫ নভেম্বরের মেগা নিলামর পরেই ছবিটা জানা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তাঁর এক ঝলক দেখা মাত্রই উঠল জনরোল, কড়া নিরাপত্তার মাঝে রাঁচিতে ভোট দিলেন সস্ত্রীক ধোনি