Mohammad Azharuddin: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবার মন্ত্রী হতে চলেছেন? আচমকা হইচই আজহারকে নিয়ে
Indian Cricket Team: ৬২ বছর বয়সী মহম্মদ আজহারউদ্দিন ভারতের হয়ে ৯৯টি টেস্ট, ৩৩৪টি একদিনের ম্যাচ খেলেছেন। তিনি যথাক্রমে ৬২১৫ এবং ৯৩৭৮ রান করেছেন।

হায়দরাবাদ: টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এবং কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিনকে (Mohammad Azharuddin) তেলঙ্গনা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এই আলোচনা আরও জোরাল হয়েছে কারণ রাজ্যপালের কোটার অধীনে তাঁকে বিধান পরিষদ (এমএলসি)-এর জন্য মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি অনেকের কাছে বেশ আশ্চর্যজনক, কারণ কয়েক সপ্তাহ আগে আজহারউদ্দিন নিজেই নিজেকে জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন।
নিজের স্থানীয় এলাকাতে ২০২৩ সালের নির্বাচনের সময় হারের পর তিনি আবারও ময়দানে নামতে প্রস্তুত ছিলেন। এই আসনটি বিধায়ক মাগান্টি গোপীনাথের মৃত্যুর পর থেকে খালি রয়েছে। এমএলসি পদের জন্য মনোনীত হওয়ার পর তেলেঙ্গানা কংগ্রেস ইউনিটের কার্যকরী সভাপতি মহম্মদ আজহারউদ্দিন খুশি।
আজহারউদ্দিন সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন, "তেলঙ্গনায় রাজ্যপালের কোটার অধীনে এমএলসি পদের জন্য আমাকে মনোনীত করার মন্ত্রিসভার সিদ্ধান্তে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কংগ্রেস সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজি, শ্রীমতি সোনিয়া গান্ধী ম্যাডাম, শ্রী রাহুল গান্ধীজি, শ্রীমতি প্রিয়াঙ্কা গান্ধীজি এবং শ্রী কে সি বেণুগোপালজি-কে তাঁদের বিশ্বাস এবং আশীর্বাদের জন্য আন্তরিক ধন্যবাদ।"
তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়ে লিখেছেন, "আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে আমার রাজ্যের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
Deeply honored and humbled by the Cabinet’s decision to nominate me for the MLC post under the Governor’s quota in Telangana.
— Mohammed Azharuddin (@azharflicks) August 31, 2025
My heartfelt thanks to Congress President Shri @kharge ji, Smt. Sonia Gandhi madam, Shri @RahulGandhi ji, Smt. @priyankagandhi ji, and Shri…
সংবাদসংস্থা আইএএনএস-এর প্রতিবেদনে কংগ্রেস নেতাদের উদ্ধৃত করে লেখা হয়েছে যে, আজহারউদ্দিনের এলএমসি হিসাবে মনোনয়ন রাজ্য মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্ত হওয়ার পথকে আরও সুদৃঢ় করবে।
তেলঙ্গনা সরকারে কতজন মন্ত্রী আছেন
বর্তমানে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সহ ১৪ জন মন্ত্রী রয়েছেন। ৩টি আসন খালি আছে। তেলঙ্গনা কংগ্রেসের কার্যকরী সভাপতি হওয়ার আগে মহম্মদ আজহারউদ্দিন উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে সাংসদ (২০০৯-২০১৪) ছিলেন। তিনি ২০১৯ সালে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২৭তম সভাপতিও হয়েছিলেন।
৬২ বছর বয়সী মহম্মদ আজহারউদ্দিন ভারতের হয়ে ৯৯টি টেস্ট, ৩৩৪টি একদিনের ম্যাচ খেলেছেন। তিনি যথাক্রমে ৬২১৫ এবং ৯৩৭৮ রান করেছেন। ভারতীয় ক্রিকেটেব বড়ে মিঞাঁকে এবার দেখা যেতে পারে অন্য ভূমিকায়।




















