Gautam Gambhir: 'বিশ্বকাপ এখনও আড়াই বছর দেরি', রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন কোচ গম্ভীর
Virat-Rohit ODI Future: মাত্র এক ফর্ম্যাট খেলা রোহিতরা বিশ্বকাপ পর্যন্ত ফর্ম, ফিটনেস বজায় রাখতে পারবেন কি না এবং তাঁরা দলে জায়গা পান কি না, সেই নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।

নয়াদিল্লি: প্রত্যাশিতভাবেই মঙ্গলবার, প্রথম ঘন্টাতেই ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচও জিতে নিয়েছে। তবে জয়ের পরে টিম ইন্ডিয়ার বিশ্রামের খুব একটা জো নেই। এবার ফোকাস সাদা বলের ক্রিকেটে। রবিবার, ১৯ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতেই সীমিত ওভারের ক্রিকেট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজ়েই আবার রোহিত শর্মা ও বিরাট কোহলি জাতীয় দলে কামব্যাক করছেন। স্বাভাবিকভাবেই চর্চার কেন্দ্রবিন্দুতে এই দুই মহাতারকা ও তাঁদের ভবিষ্যৎ।
দুই ফর্ম্যাট থেকে অবসরের পর রোহিত এবং বিরাট বর্তমানে কেবল ওয়ান ডেই খেলবেন। তবে তাঁদের বয়স ৪০ ছুঁই ছুঁই। রোহিতকে আবার এই অস্ট্রেলিয়া সফরের আগেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই করা হচ্ছে। তাই বিশ্বকাপ রোহিতদের পর্যন্ত ফর্ম, ফিটনেস নিয়ে এবং তাঁরা দলে জায়গা পাবেন কি না, সেই নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষ হতেই দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্নের মুখে পড়তে হয়।
ভারতীয় দলের কোচ গম্ভীর কিন্তু রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি। তিনি বরং বলেন, '৫০ ওভারের বিশ্বকাপ হতে এখনও আড়াই বছর বাকি রয়েছে। আমার মতে বর্তমানে থাকাটা অনেকেটাই বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানেই আমার নজর। নিঃসন্দেহে ওরা অত্যন্ত দক্ষ ক্রিকেটার এবং ওদের অভিজ্ঞতা অস্ট্রলিয়া সফরে আমাদের কাজে লাগবে। আশা করছি ওদের দুইজনের জন্যই অস্ট্রেলিয়া সফরটা ভাল কাটবে।'
রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে এই ম্য়াচের আগে ভারতীয় অধিনায়ক শুভমন গিলও মুখ খোলেন। তাঁকে বলতে শোন যায়, 'অবশ্যই (রোহিত-বিরাট দলের পরিকল্পনায় রয়েছেন)। ওঁরা যে পরিমাণ ম্যাচ খেলেছেন এবং ভারতকে যে পরিমাণ ম্যাচ জিতিয়েছেন, সেই কৃতিত্ব খুব বেশি কারুর নেই। গোটা বিশ্বে ওঁদের মতো অভিজ্ঞ, দক্ষ এবং গুণাবালী সম্পন্ন ক্রিকেটার খুব কমই রয়েছেন। তো সেই নিরিখে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলব।'
তবে এই সিরিজ়ের আগে ওয়েস্ট ইন্ডিজ়কে দুরমুশ করল ভারত। জয়টা ছিল সময়ের অপেক্ষা। সেই জয় সুনিশ্চিত করতে পাক্কা ঘণ্টাখানেকই লাগল। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল ভারত। রস্টন চেজ়ের দলকে হোয়াইটওয়াশ করে ২-০ জিতে নিল সিরিজ়। ১২১ রান তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনের সকালে দুই উইকেট হারালেও, কেএল রাহুল ক্রিজে টিকে থেকে ভারতের জয় সুনিশ্চিত করেন।




















