IND vs WI 2nd Test: জলে গেল চেজ়ের চেষ্টা, অর্ধশতরান হাঁকিয়ে রাজধানীতে ভারতের জয় সুনিশ্চিত করলেন রাহুল
India vs West Indies: ১২১ রান তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনের সকালে দুই উইকেট হারালেও, কেএল রাহুল ক্রিজে টিকে থেকে ভারতের জয় সুনিশ্চিত করেন।

নয়াদিল্লি: জয়টা ছিল সময়ের অপেক্ষা। সেই জয় সুনিশ্চিত করতে পাক্কা ঘণ্টাখানেকই লাগল। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও (IND vs WI 2nd Test) ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল ভারত। রস্টন চেজ়ের দলকে হোয়াইটওয়াশ করে ২-০ জিতে নিল সিরিজ়। ১২১ রান তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনের সকালে দুই উইকেট হারালেও, কেএল রাহুল (KL Rahul) ক্রিজে টিকে থেকে ভারতের জয় সুনিশ্চিত করেন।
ফলো অন করা ওয়েস্ট ইন্ডিজ় নয়াদিল্লিতে শাই হোপ এবং জন ক্যাম্পবেলের শতরানের সুবাদে দারুণভাবে লড়াইয়ে ফেরে। চতুর্থ দিন দুইজনেই দুরন্ত ব্যাটিং করেন। তবে তাঁদের বাদে সেই চেনা ছবিই দেখা যায়। ক্যারিবিয়ান দলের মিডল অর্ডারে ব্যাটিং ধস নামে। পিয়ের, ইমলাখরা বড় রান করতে ব্যর্থ। রস্টন চেজ়ের ৪০ রান বাদে শেষবেলায় জাস্টিন গ্রিভসের অর্ধশতরানে ওয়েস্ট ইন্ডিজ় ৩৯০ রান তোলে। ভারতকে ১২১ রানের টার্গেট নির্ধারণ করেন রস্টন চেজ়রা। জবাবে ব্যাটে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিল এক উইকেটের বিনিময়ে ৬৩ রান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন যশস্বী জয়সওয়াল মাত্র আট রানে দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন। তবে রাহুল ও সাই সুদর্শন জমাটি পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।
ম্য়াচের শেষদিনে ভারতের জয়ের জন্য মাত্র ৫৮ রানের প্রয়োজন ছিল, হাতে অবশিষ্ট ছিল নয় উইকেট। দিনের শুরুটা খানিকটা দেখেশুনেই করেছিল ভারতীয় দল। সাই ও রাহুল মিলে দলকে নিশ্চিত জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে রস্টন চেজ় বাধ সাধেন। সুদর্শন অর্ধশতরান পূরণ করার আগেই ৩৯ রানে তাঁকে সাজঘরে ফেরানো হয়। যশস্বীর পর প্রথম ইনিংসের শতরানকারী আরও এক ব্যাটার শুভমন গিলও এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তেমন রান পেলেন না। চার, ছক্কা মেরে শুরুটা করলেও, ১৫ বলে ১৩ রান করেই তাঁকেই সাজঘরে ফিরতে হয়। ভারতীয় অধিনায়ককেও সাজঘর ফেরান ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক রস্টন চেজ়।
তবে গিল আউট হওয়ার সময় ভারত কার্যত জয় সুনিশ্চিত করে ফেলেছে। শতরানের গণ্ডি পার হয়ে গিয়েছে। তাও ফিনিশটা করা জরুরি ছিল। সেটাই করলেন রাহুল। নিজের স্বপ্নের ফর্ম অব্যাহত রেখে ১০৩ বলে অর্ধশতরান পূরণ করেন রাহুল। তাঁর সঙ্গী হিসাবে ধ্রুব জুরেল ছয় রানে অপরাজিত রইলেন। ম্যাচ জিতে নিল ভারতীয় দল।




















