ICC Ranking: বড় প্রোমোশন স্যামসন-বরুণের, ওয়ান ডে ফর্ম্যাটে সেরা বোলার আফ্রিদি
Shaheen Afridi Babar Azam: আফ্রিদি বোলারদের তালিকার শীর্ষে উঠে আসার সঙ্গে সঙ্গে বোলার ও ব্যাটার - দুই তালিকাতেই মসনদ রইল দুই পাক ক্রিকেটারের দখলে।
দুবাই: ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাঁর দলকে। যা নিয়ে কম জলঘোলা হয়নি। প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন পাকিস্তানের ফাস্টবোলার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)।
মাঠের পারফরম্যান্স দিয়ে যেন নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইছেন পাক পেসার। বুধবার প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে বোলারদের সিংহাসন ছিনিয়ে নিলেন পাক ফাস্টবোলার। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজকে সিংহাসনচ্যুত করে বোলারদের তালিকার শীর্ষে উঠে এলেন আফ্রিদি।
অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত ওয়ান ডে সিরিজ কেটেছে আফ্রিদির। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি আফ্রিদি। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। ১২.৬২ চোখধাঁধানো গড়ে। ইকনমি? মাত্র ৩.৭৬। অর্থাৎ ওভার প্রতি মাত্র ৩.৭৬ রান খরচ করেছেন পাক ফাস্টবোলার।
আর সেই পারফরম্যান্সের পরই আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক লাফে তিন ধাপ ওপরে উঠে এলেন আফ্রিদি। ৬৯৬ পয়েন্ট সহ বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন আফ্রিদি। এর আগে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের সময়ও একবার বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন আফ্রিদি। ফের সেই সিংহাসন দখল করলেন।
আফ্রিদি বোলারদের তালিকার শীর্ষে উঠে আসার সঙ্গে সঙ্গে বোলার ও ব্যাটার - দুই তালিকাতেই মসনদ রইল দুই পাক ক্রিকেটারের দখলে। ওয়ান ডে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। ৮২৫ পয়েন্ট তাঁর।
আরও পড়ুন: মাত্র ২২ বছর বয়সেই! ফুটবলারের মর্মান্তিক পরিণতি, শোকস্তব্ধ গোটা বিশ্ব
আফ্রিদি ছাড়াও তাঁর সতীর্থ হ্যারিস রউফ ১৪ ধাপ ওপরে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনিই হয়েছিলেন সিরিজের সেরা ক্রিকেটার। ৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন রউফ। ওভার প্রতি ৫ রান করে খরচ করেছিলেন। ২০০২ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে ওয়ান ডে সিরিজ জিতেছে পাকিস্তান।
অন্যদিকে, টি-২০ ফর্ম্যাটে ভাল খেলার সুফল পেলেন সঞ্জু স্যামসন। প্রথমে বাংলাদেশ ও তারপর দক্ষিণ আফ্রিকা - পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এক লাফে ২৭ ধাপ ওপরে উঠে এলেন স্যামসন। তিনি এখন টি-২০ ক্রিকেটে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে ৩৯তম স্থানে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে ৮ উইকেট নিয়ে বোলারদের তালিকায় ৬৪ নম্বরে উঠে এসেছেন বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন: বাবা কিংবদন্তি ব্যাটার, বল হাতে নজর কাড়লেন ছেলে, কেরিয়ারে প্রথম ৫ উইকেট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।