IND vs AUS 3rd ODI Live: চেন্নাইয়ে ২১ রানে জয়ী অস্ট্রেলিয়া, ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজও স্মিথদের

IND vs AUS 3rd ODI: পারল না ভারত। তৃতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরে গেল।

ABP Ananda Last Updated: 22 Mar 2023 10:14 PM
Ind vs Aus Live: ২৪৮ রানে অল আউট হয়ে গেল ভারত

৪০ রান করে হার্দিক পাণ্ড্য ফিরতেই যেন ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে গেল ভারত। ২১ রানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজও জিতে নিল অস্ট্রেলিয়া।

Ind vs Aus Live: ম্যাচ জিততে আর ৩৫ বলে ৫২ রান করতে হবে

৪৩.৫ ওভারের শেষে ভারতের স্কোর ২১৮/৭। ম্যাচ জিততে আর ৩৫ বলে ৫২ রান করতে হবে।

Ind vs Aus Live Updates: ৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৮/৬

৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৮/৬। ফিরে গিয়েছেন বিরাট কোহলি (৫৪), অক্ষর পটেল (২), সূর্যকুমার (০)। 

Ind vs Aus Live: হাফসেঞ্চুরি বিরাট কোহলির

হাফসেঞ্চুরি বিরাট কোহলির। ৩২.১ ওভারে ভারতের স্কোর ১৬৯/৪।

Ind vs Aus Live Updates: ৩২ রান করে ফিরলেন কে এল রাহুল

৫০ বলে ৩২ রান করে ফিরলেন কে এল রাহুল। ৪৫ রানে অপরাজিত বিরাট কোহলি। ২৮ ওভারে ভারতের স্কোর ১৪৭/৩।

Ind vs Aus Live Updates: ৩২ রান করে ফিরলেন কে এল রাহুল

৫০ বলে ৩২ রান করে ফিরলেন কে এল রাহুল। ৪৫ রানে অপরাজিত বিরাট কোহলি। ২৮ ওভারে ভারতের স্কোর ১৪৭/৩।

Ind vs Aus Live: ৩৭ রান করে আউট হলেন শুভমন

৪৯ বলে ৩৭ রান করে আউট হলেন শুভমন গিল। ১৯ ওভারে ভারতের স্কোর ১০৭/২। ক্রিজে বিরাট কোহলি ও কে এল রাহুল।

Ind vs Aus Live: ৩০ রান করে অ্যাবটের বলে ফিরলেন রোহিত

১৭ বলে ৩০ রান করে অ্যাবটের বলে ফিরলেন রোহিত শর্মা। ১১.৪ ওভারে ভারতের স্কোর ৭৬/১।

IND vs Aus Live update: ভাল শুরু ভারতের

৬ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩১।

IND vs Aus live: ১ ওভারের শেষে ভারত ৪/০

সতর্ক শুরু ভারতের। প্রথম ওভারের শেষে স্কোর ৪/০।

IND vs AUS Live Score : ২৬৯ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস

২৬৯ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। 

IND vs AUS Live: আউট অ্যাবট

অক্ষর পটেলের বলে বোল্ড হয়ে ফিরলেন শন অ্যাবট। 

IND vs AUS Live Score : আউট স্টোইনিস

অক্ষর পটেলের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন মার্কাস স্টোইনিস।

IND vs AUS Live: আউট লাবুশেন

আবার উইকেটের পতন। এবার লাবুশেনকে ফেরালেন কুলদীপ। 

IND vs AUS Live Score : আউট ওয়ার্নার

অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন। এবার ফিরলেন ডেভিড ওয়ার্নার। 

IND vs AUS Live: ১০০ পেরলো অজিরা

৩ উইকেট হারিয়ে ১০০ রান পেরলো অস্ট্রেলিয়া। 

IND vs AUS Live Score : হার্দিকের বলে আউট মার্শ

ক্রমেই বল হাতে বিধ্বংসী হয়ে উঠছেন হার্দিক পাণ্ড্য। এবার মার্শকেও ফেরালেন তিনি ।

IND vs AUS Live: আউট স্মিথ

আবার উইকেট হার্দিকের। এবার ফেরালেন স্মিথকে। 

IND vs AUS Live Score : আউট হেড

অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। হার্দিকের বলে ফিরলেন হেড।

IND vs AUS Live: ১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৬৮/০

১০ ওভারে বিনা উইকেটে ৬৮ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

IND vs AUS Live Score : দুরন্ত শুরু মার্শ ও হেডের

শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু মার্শ ও হেডের। 

IND vs AUS: অজি একাদশে ফিরলেন ওয়ার্নার ও অগার

আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রাখল ভারত। অজি দলে ফিরলেন ওয়ার্নার ও অগার। 

প্রেক্ষাপট

আজ ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ খেলতে পরস্পর মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ম্যাচে ভারত জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় ম্যাচেই জিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। তাই আজ যে জিতবে ম্যাচ, সিরিজ তারাই জিতে যাবে। 


প্রসঙ্গত, চেন্নাইয়ের পিচ সাধারণত স্পিনারদেরই সাহায্য করে থাকে। পাশাপাশি চিদম্বরম স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে বরাবর রান তাড়া করার কাজটা খানিক সুবিধা হয়ে দাঁড়ায়। গত একদিনের ম্যাচে লাইটের নিচে ২৮৮ রান তাড়া করে ম্যাচ বের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে গত বেশ কয়েকটি ম্যাচের খতিয়ান দেখলে বলতে হয়, প্রথমে ব্যাট করে বড় রান তোলা দলই জিতেচে বেশিরভাগ ম্যাচে। পরে ব্যাট করতে নেমে রান তাড়া করার কাজটা হয়ে ওঠে কঠিন। কারণ, খেলা যত এগোয়, পিচ ততই আরও রুক্ষ হতে থাকে। আর যার জেরে ক্রমশ বাড়তি সুবিধা পায় স্পিনাররা। 


প্রথমে ব্যাট করার ক্ষেত্রে বল তুলনামূল ভালভাবে ব্যাটে আসে। যার জেরে সুবিধা হয় স্ট্রোক প্লে-তে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার ক্ষেত্রে যা হয়ে ওঠে কঠিন। পাশাপাশি পিচ রুক্ষ ও স্পিন সহায়ক হয়ে ওঠার পেসারদের ক্ষেত্রে গতির থেকেও উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বাড়তি প্রাধান্য পায় বোলিংয়ের বৈচিত্র্য। চেন্নাইয়ের মাঠে খেলা ২১ টি একদিনের আন্তর্জাতিক ধরলে সেখানে গড় স্কোর ২৫৯ রান। 



 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.