WTC Final 2023: ভারতের স্বপ্নভঙ্গের কারণ কোন অজি তারকা? ম্যাচ শেষে জানিয়ে দিলেন রোহিত
Rohit Sharma: টানা ২ বার ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল টিম ইন্ডিয়াকে। গতবার হারতে হয়েছিল কিউয়িদের বিরুদ্ধে আর এবার অজিদের বিরুদ্ধে।
লন্ডন: হল না। এবারও হল না। আইসিসি ইভেন্টে আরও একবার ব্য়র্থ ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম দিনে লজ্জার আত্মসমর্পন বিরাট-রাহানেদের। ২০৯ রানে ম্যাচ জিতল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেই শিরোপা জিতে নিল তারা। অন্য়দিকে টানা ২ বার ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল টিম ইন্ডিয়াকে। ম্যাচ হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন কেন তাদের হারতে হল।
কী বললেন রোহিত?
ম্য়াচের পর রোহিত বলেন, ''একটা কঠিন ম্য়াচ ছিল। আমরা টস জিতে শুরুটা ভাল করেছিলাম। আবহাওয়া যা ছিল সেই বুঝে ওদের ব্যাট করতে পাঠিয়েছিলাম। প্রথম সেশনে বেশ ভাল বলও করেছিলাম। পরের দিকে আমরা পারিনি ভাল বল করতে। কিন্তু আবারও বলব কৃতিত্ব অস্ট্রেলিয়ান ব্যাটারদের। বিশেষত ট্র্যাভিস হেড। ও এসে অসাধারণ খেলে দিল। ও আমাদের থেকে ম্যাচ কেড়ে নিল। আমরা বুঝে গিয়েছিলাম যে, ফিরে আসা কঠিন হবে। আমরা লড়াই করেছি। অস্ট্রেলিয়া দলকে শুভেচ্ছা। আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি। টাইট লাইনে বল করা নিয়েও কথা হয়েছে। কিন্তু কিছুই কাজে আসেনি। এরকমটা হতেই পারে। ১৫০ রানে পাঁচ উইকেট হারানোর পরেও রাহানে ও শার্দূল দারুণ লড়াই করেছে। আমরা ব্যাট হাতে ছাপ রাখতে পারিনি। ব্যাট করার মতোই পিচ ছিল। পাঁচ দিনই পিচ দারুণ ছিল।'' হিটম্য়ান আরও বলেন, ''আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। চার বছর অনেক কঠোর পরিশ্রম করেই দু'টি ফাইনাল খেললাম। আমরা আজ হতাশ। আমরা আরও ভাল খেলব। হেরেও বলব বিগত দুই বছর যা করেছি, তা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দারুণ চেষ্টা করেছে সবাই মিলে। অনেক প্লেয়ার এতগুলি সিরিজে অংশ নিয়েছে। আমরা মাথা উঁচু করেই পরের চ্যাম্পিয়নশিপের জন্য এভাবেই লড়াই করব।''
২৮০ রান দরকার, হাতে ৭ উইকেট। এই পরিস্থিতিত পঞ্চম দিনে ব্য়াট করতে এসেছিলেন বিরাট, রাহানে। দিনের শুরুর দিকে ভারতের বড় ভরসা বিরাট কোহলি পঞ্চম স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন। স্লিপে এক হাতে ঝাঁপিয়ে এক অবিশ্বাস্য ক্যাচ নেন স্টিভ স্মিথ। অর্ধশতরানের দোরগোড়া থেকে ৪৯ রানে ফিরতে হয় কোহলিকে। স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়াকে বড় সাফল্য় এনে দেন। ওই ওভারেরই দুই বলে পর রবীন্দ্র জাডেজাকেও শূন্য রানে ফেরান বোল্যান্ডই। এই দুই বলই ম্যাচের রাশ সম্পূর্ণরূপে অস্ট্রেলিয়ার হাতে তুলে দেয়। ১৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের পথ ভীষণই কঠিন হয়ে যায়।
প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক ৮৯ রানের ইনিংস খেলা রাহানে টিম ইন্ডিয়ার শেষ ভরসা ছিলেন। তিনিও অর্ধশতরান হাঁকাতে ব্যর্থ হন। ৪৬ রানে তাঁকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এরপর ভারতের ম্যাচ জয়ের আশা ক্ষীণ হয়ে যায়। দলের লোয়ার অর্ডারও লড়াইটুকু করতে পারেনি। কেএস ভরত ২৩ রান করেন। প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকানো শার্দুল ঠাকুর তো খাতাই খুলতে পারেননি। ভারতের লোয়ার অর্ডার বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেন লায়ন। তিনিই আজ তিন তিনটি উইকেট নেন। উমেশ যাদব, মহম্মদ সিরাজও এক রান করে সাজঘরে ফেরেন। শেষমেশ ২৩৪ রানে অল আউট হয়ে ভারতের ইনিংস শেষ হয়।