(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG 5th Test Score Live: যশস্বীর পর হাফসেঞ্চুরি রোহিতেরও, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১
India vs England 5th Test: প্রথম দিনের শেষে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে রয়েছে ভারত। রোহিতদের হাতে রয়েছে ৯ উইকেট।
LIVE
Background
ধর্মশালা: ছবির মতো স্টেডিয়াম। মাঠের যেন গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ধৌলাধার পাহাড়। বছরের এই সময়েও পুরু বরফের আস্তরণ। ধর্মশালায় কনকনে ঠান্ডা। কলকাতায় যখন দুপুরের দিকে পাখা চালাতে হচ্ছে, হিমাচল প্রদেশের শৈলশহরে তখন সকলের গায়ে সোয়েটার, জাম্পার, টুপি।
যে পরিবেশের সঙ্গে বেশ সড়গড় ইংল্যান্ড। এ যেন এক টুকরো দেশের আবহ বেন স্টোকস, জনি বেয়ারস্টোদের (Jonny Bairstow) সামনে। জানুয়ারিতে টেস্ট সিরিজ শুরু হয়েছিল হায়দরাবাদে। সিরিজের শেষ ম্যাচ ভারতের অন্য প্রান্তে, ধর্মশালায়। বাজ়বলের ঝড় তুলে সিরিজ শুরু করেছিল ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণাধীন দল। সিরিজের শেষ ম্যাচ (IND vs ENG 5th Test) শুরু হওয়ার আগে নিশ্চিত হয়ে গিয়েছে যে, বাজ়বল জমানায় প্রথম সিরিজ হারছে ইংল্যান্ড। পাকিস্তানের মাটিতে বছর দুয়েক আগে যে বাজ়বল তত্ত্ব প্রতিপক্ষকে দুমড়ে দিয়েছিল, ভারতে সেটাই মুখ থুবড়ে পড়েছে।
সিরিজে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। রোহিত শর্মা (Rohit Sharma) যে ঘুরে দাঁড়ানোর নেপথ্যে কৃতিত্ব দিচ্ছেন গোটা দলকে। হায়দরাবাদের প্রথম টেস্টের পর থেকে ইংল্যান্ডের পারফরম্যান্স গ্রাফ যেমন নীচের দিকে নেমেছে, ভারতের গ্রাফ সেরকমই লাফিয়ে লাফিয়ে উঠেছে। ধর্মশালায় কী হবে? ভারত সিরিজ ৪-১ করে দেবে, নাকি শেষ ম্যাচ জিতে সান্ত্বনা পুরস্কার নিয়ে দেশে ফিরবেন বেন স্টোকসরা?
কী সেই সান্ত্বনা পুরস্কার? ২০১২ সালে অ্যালেস্টেয়ার কুকরা করে দেখিয়েছিলেন। ভারতকে ভারতের মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল ইংল্যান্ড। ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজে সফরকারী দলের ২টি ম্যাচ জেতার শেষ নজির ছিল ১২ বছর আগে ইংল্যান্ডেরই। শেষ ম্যাচে স্টোকসরা জিতলে, সিরিজ হারলেও দুটি টেস্ট জয়ের সেই ১২ বছর পুরনো নজির স্পর্শ করবে ইংল্য়ান্ড।
গত বিশ্বকাপে ধর্মশালার মাঠ নিয়ে প্রবল বিতর্ক বেঁধেছিল। অনেক ক্রিকেটারও মাঠে চোট লেগে যেতে পারে বলে উষ্মা প্রকাশ করেছিলেন। ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের আগে ধর্মশালা মাঠ দেখলে অবশ্য চমকে উঠতে হয়। সবুজ গালিচার মতো আউটফিল্ড। জনি বেয়ারস্টো পর্যন্ত বলেছেন, 'মাঠ নিয়ে দারুণ কাজ হয়েছে। বিশ্বকাপের মাঠ দেখার পর এই পরিবর্তন অসাধারণ লাগছে। আবহাওয়াও চমৎকার।'
ধর্মশালায় কনকনে ঠান্ডা। রঞ্জি ট্রফিতে যে উইকেটে হিমাচল প্রদেশ বনাম দিল্লি ম্যাচ হয়েছিল, সেই বাইশ গজেই হবে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট খেলা হবে। রঞ্জি ট্রফির সেই ম্যাচে ৩৬ উইকেট পড়েছিল, যার মধ্যে ৩৪টি নিয়েছিলেন পেসাররা। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচেও পেসারদের দাপট দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে দলাই লামার শহরে ধুন্ধুমার ক্রিকেটীয় যুদ্ধের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
Ind vs Eng Live Score: ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত
ধর্মশালায় প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১। মাত্র ৩০ ওভারে উঠেছে এই রান। ওভার প্রতি ৪.৫০ করে রান তুলেছে ভারত। ৫৭ রান করে ফিরেছেন যশস্বী জয়সওয়াল। ৫২ রানে অপরাজিত রোহিত শর্মা। ২৬ রান করে ক্রিজে রয়েছেন শুভমন গিল। ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত।
IND vs ENG Live Score: ৫৮ বলে ৫৭ রান করে ফিরলেন যশস্বী
বশিরের বলে পরপর দুটি বাউন্ডারি মারার পর স্টাম্পড আউট হয়ে গেলেন যশস্বী। ৫৮ বলে ৫৭ রান করে ফিরলেন। ২১ ওভারের শেষে ভারতের স্কোর ১০৪/১। ৪৭ রানে ক্রিজে রোহিত শর্মা। সঙ্গে শুভমন গিল।
IND vs ENG Live Score: কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৭৪ রান যোগ করে ফেলল ভারত
কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৭৪ রান যোগ করে ফেলল ভারত। সব মিলিয়ে ১৪৪ রানে পিছিয়ে রয়েছে ভারত। ক্রিজে রোহিত শর্মা ৪০ রানে ও যশস্বী জয়সওয়াল ৩৪ রানে ব্যাট করছেন।
Ind vs Eng Live: বশিরের এক ওভারে ছক্কার হ্যাটট্রিক যশস্বী জয়সওয়ালের
অ্যান্ডারসনের বলে রোহিত শর্মাকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার। ডিআরএস নিয়ে রক্ষা রোহিতের। বল তাঁর প্যাডে লেগেছিল। শোয়েব বশিরের এক ওভারে ছক্কার হ্যাটট্রিক যশস্বী জয়সওয়ালের। ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৪৪/০।
IND vs ENG Live Updates: ভারতের স্কোর ৬
তিন ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ছয় রান। যশস্বী জয়সওয়াল দুই ও রোহিত শর্মা চার রানে ব্যাট করছেন।