IND vs SL: নতুন বছর, নতুন দায়িত্ব কাঁধে, নেটে চেনা ছন্দে সূর্যকুমার যাদব
Suryakumar Yadav: রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন এই ডানহাতি ব্যাটার
মুম্বই: সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। টি-টোয়েন্টিতে (T20) জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন। ওয়ান ডে ফর্ম্যাটেও এবার নিজের জায়গা পাকা করতে চান। তবে নতুন বছরের নতুন দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন এই ডানহাতি ব্যাটার।
আজ থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবেন সূর্য। আর ম্যাচে নামার আগে আগে নেট সেশনে সেই পুরনো ছন্দেই দেখা গেল ডানহাতি এই স্টাইলিস্ট ব্যাটারকে। স্ট্রেইট ড্রাইভ, কভার ড্রাইভ, কাট শট সবেতেই সেই চেনা মেজাজ। ইনস্টাগ্রামে বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে কমেন্ট বক্সে অনেকেই অনুরোধ করেছেন যে সূর্য যেন স্কুপ শটটাও প্র্যাকটিস করে রাখেন।
View this post on Instagram
শ্রীলঙ্কার বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ভারতীয় দল। নজরে চব্বিশ। টি ২০ বিশ্বকাপ। গত টি ২০ ওয়ার্ল্ড কাপের ব্যর্থতা আপাতত অতীত। এবার সামনে তাকানোর পালা। চব্বিশের বিশের বিশ্বকাপের জন্য ঘুঁটি সাজানো শুরু করার পালা নতুন টিং ইন্ডিয়ার। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্মাটে যেখানে দায়িত্বে নতুন নেতা। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ভারতীয় টি ২০ দলের অধিনায়ক হিসেবে পাকাপাকিভাবে হার্দিকের পথচলা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টি ২০ ম্যাচের সিরিজ খেলতে নামছে ভারত। নতুন অভিযানে নামার পথে অবশ্য বিগ থ্রি-কে আপাতত পাচ্ছে না ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলে নেই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল।
নেতা হার্দিক
টি ২০ তে হার্দিক পাণ্ড্য যে নেতা হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে তৈরি, সে ঝলক ইতিমধ্যেই পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত টি২০ সিরিজে ভারত জিতেছে হার্দিকের নেতৃত্বে। পাশাপাশি আগামীর পথচলার জন্য নেতা হিসেবে যে অলরাউন্ডার পাণ্ড্য-র ওপর আস্থা রাখা যায়, সেটা বোঝা গিয়েছিল গতবারের আইপিএলেই। প্রথমবার আইপিএল খেলতে নামা গুজরাট টাইটন্স (Gujrat Titans) ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জিতেছিল হার্দিক পাণ্ড্য-র নেতৃত্বেই।