IND vs AUS 2nd Test Live: মিচেলের বোলিংয়ের পর ম্যাকস্যুইনি-মার্নাসের পার্টনারশিপ, দিনশেষে মাত্র ৯৪ রানে এগিয়ে ভারত
India vs Australia Test Live Updates: অ্যাডিলেডে প্রতিপক্ষের কাছে আতঙ্কের আর এক নাম অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত যে সাতটি দিন-রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছে এই মাঠে, তার সবকটিই জিতেছে অস্ট্রেলিয়া।
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৬/১। লাবুশেন ২০ ও ম্যাকস্যুইনি ৩৮ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন। আপাতত ৯৪ রানে পিছিয়ে অজ়িরা।
ভারতের লিড ১০০-রও নীচে নেমে গেল। ৩১ ওভার শেষে অজ়িদের স্কোর ৮৫/১। লাবুশেন ১৯ ও ম্যাকস্যুইনি ৩৮ রানে ব্যাটিংরত।
দ্বিতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেললেন ম্যাকস্যুইনি ও লাবুশেন। ২৬ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৭৪/১। ভারতের থেকে আপাতত ১০৬ রানে পিছিয়ে অজ়িরা।
২৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৬/১। আর ১১৪ রানে পিছিয়ে ভারতের চেয়ে।
২২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৫/১। ক্রিজে লাবুশেন ও ম্যাকস্যুইনি।
২০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৭/১। ভারতের চেয়ে ১৩৩ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
১৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৮/১। ১৮ বল খেলেও রান করতে পারেননি লাবুশেন।
১৩ রান করে বুমরার বলে ফিরলেন খাওয়াজা। অস্ট্রেলিয়ার স্কোর ২৪/১।
সতর্ক শুরু অস্ট্রেলিয়ার। ৩ ওভারের শেষে স্কোর ৪/০। ক্রিজে উসমান খাওয়াজা ও নাথান ম্যাকস্যুইনি।
অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে সেই গোধূলি আতঙ্ক তাড়া করল ভারতকেও। গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারতের প্রথম ইনিংস মুড়িয়ে গেল ১৮০ রানে। যার মধ্যে লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ২১.১ ওভারে ৯৮ রানে ৬ উইকেট পড়ল ভারতের। সেই সময়, দুপুরের পর থেকে যখন আলো পড়ে আসে।
কামিন্সের বলে ফিরলেন বুমরা। ভারতের স্কোর ১৭৬/৯। ৪২ রান করে ক্রিজে নীতীশ রেড্ডি।
স্টার্কের পাঁচ উইকেট। হর্ষিত রানা ফিরলেন কোনও রান না করেই। ভারতের স্কোর ১৪১/৮।
২২ বলে গুরুত্বপূর্ণ ২২ রান করে ফিরলেন অশ্বিন। ভারতের স্কোর ১৪১/৭। চতুর্ত উইকেট স্টার্কের।
২১ রান করে কামিন্সের বলে ফিরলেন পন্থ। ভারতের স্কোর ১১২/৬।
লাঞ্চের পরই ধাক্কা। ২৩ বলে ৩ রান করে বোল্যান্ডের বলে এলবিডব্লিউ রোহিত। ভারতের স্কোর ৮৭/৫।
লাঞ্চের পর সতর্ক শুরু রোহিত ও পন্থের। ২৫ ওভারের শেষে ভারতের স্কোর ৮৬/৪।
প্রথম দিন লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২৩ ওভারে ৮২/৪। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। সঙ্গে অধিনায়ক রোহিত। যিনি ব্যাট করতে নেমেছেন ৬ নম্বরে। তাঁদের কাঁধের ভারতের ইনিংসের ধস রোখার গুরুদায়িত্ব।
৩১ রান করে বোল্যান্ডের বলে এলবিডব্লিউ শুভমন গিল। ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত। স্কোর ৮১/৪।
৮ বলে ৭ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। ফের ঘাতক স্টার্ক। ভারতের স্কোর ৭৭/৩।
মিচেল স্টার্কের শর্ট বলে ক্যাচ দিয়ে ফিরলেন রাহুল (৩৭ রান)। লাঞ্চের আগে দ্বিতীয় ধাক্কা খেল ভারত। স্কোর ৬৯/২। ক্রিজে শুভমনের সঙ্গে বিরাট কোহলি।
১৭ ওভারের শেষে ভারতের স্কোর ৬১/ ১। ক্রিজে সেট হয়ে গিয়েছেন শুভমন গিল ও কে এল রাহুল।
স্কট বোল্যান্ডের এক ওভারে কার্যত দুবার আউট হওয়ার মতো পরিস্থিতি ছিল রাহুলের। প্রথম বলে তাঁর খোঁচা উইকেটকিপার ধরলেও নো বল হওয়ায় বেঁচে যান রাহুল। সেই ওভারেরই পঞ্চম বলে স্লিপে রাহুলের ক্যাচ ফেলেন খাওয়াজা। ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৩৬/১।
৯ ওভারের শেষে ভারতের স্কোর ২৯/১। ক্রিজে গিল (১৮ ব্যাটিং) ও রাহুল (৯ ব্যাটিং)।
তিন বাউন্ডারি শুভমনের। ১৪ রানে ক্রিজে। ভারতের স্কোর ১৫/১।
প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা শুভমন গিল ও কে এল রাহুলের। ৪ ওভারের শেষে ভারতের স্কোর এক উইকেটে দশ রান।
প্রথম বলেই ধাক্কা মিচেল স্টার্কের। এলবিডব্লিউ হয়ে ফিরলেন যশস্বী জয়সওয়াল। ভারতের স্কোর ০/১।
টস জিতে রোহিত শর্মা বললেন, 'পারথে ছেলেরা দারুণ একটা টেস্ট ম্যাচ জিতেছে। সেই ছন্দরা ধরে রাখতে হবে।'
ভারতীয় দলে ফিরলেন রোহিত শর্মা। তিনিই দিচ্ছেন নেতৃত্ব। সহ অধিনায়ক যশপ্রীত বুমরা। দলে ফিরলেন শুভমন গিল ও আর অশ্বিন। আগের টেস্টের দল থেকে বাদ পড়লেন ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছে।
প্রেক্ষাপট
অ্যাডিলেড: মাঝে আর মাত্র ঘণ্টাখানেক সময়। তারপরই অ্যাডিলেডের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দিন-রাতের টেস্ট। যে ম্যাচ খেলা হবে গোলাপি বলে।
এই অ্যাডিলেডেই চার বছর আগে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জায় ডুবেছিল ভারতীয় ক্রিকেট। সেই ম্যাচও হেরেছিল প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে রূপকথার প্রত্যাবর্তন ঘটিয়েছিল ভারত। সিরিজ জিতে নিয়েছিল।
সেবার থেকে পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। বর্ডার-গাওস্কর ট্রফিও এখন ভারতের দখলে। চলতি সিরিজের আগে অনেকে অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসাবে চিহ্নিত করেছিলেন। বিশেষ করে ভারত ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর। ১২ বছর পর ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজে হেরেছিল ভারত। আর তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল প্রথমবার।
তবে চলতি বর্ডার-গাওস্কর ট্রফির শুরুতেই সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে টিম ইন্ডিয়া। পারথের দ্রুত গতিসম্পন্ন পিচে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ভারতীয় সময় শুক্রবার সকাল সাড়ে নটায় শুরু হচ্ছে অ্যাডিলেডে।
অ্যাডিলেডে নৈশালোকে গোলাপি বলের টেস্টে প্রতিপক্ষের কাছে আতঙ্কের আর এক নাম অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত যে সাতটি দিন-রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছে এই মাঠে, তার সবকটিই জিতেছে অস্ট্রেলিয়া। তার মধ্যে সবচেয়ে কম ব্যবধানে জয় বলতে ২০১৫-১৬ মরশুমে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেটে জয়। চার বছর আগে ভারতকে ৩৬ রানে অল আউট করে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ও ছিল গোলাপি বলে দিন-রাতের ফর্ম্যাটে।
এই ম্যাচে এক দারুণ মাইলফলকের সামনে ভারতের পেস ব্রহ্মাস্ত্র যশপ্রীত বুমরা। আর এক উইকেট নিলেই প্রথম বোলার হিসাবে চলতি বছরে টেস্টে ৫০ উইকেট হয়ে যাবে আমদাবাদের ফাস্টবোলারের। যা হওয়া কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
অ্যাডিলেডে তিনটি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। পারথে সেঞ্চুরি করে তিনি ছন্দে ফিরেছেন। অ্যাডিলেডে আর একটি সেঞ্চুরি করলে কোহলিই হবেন অস্ট্রেলীয় নন, বিশ্বের এমন প্রথম ব্যাটার যাঁর এই মাঠে চারটি সেঞ্চুরি হবে।
আরও পড়ুন: বাবাকে কাঁদতে দেখে বদলে যায় জীবন, কীভাবে ভারতের জার্সিতে খেলার স্বপ্নপূরণ নীতীশ রেড্ডির?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -