IND vs AUS 2nd Test Live: মিচেলের বোলিংয়ের পর ম্যাকস্যুইনি-মার্নাসের পার্টনারশিপ, দিনশেষে মাত্র ৯৪ রানে এগিয়ে ভারত

India vs Australia Test Live Updates: অ্যাডিলেডে প্রতিপক্ষের কাছে আতঙ্কের আর এক নাম অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত যে সাতটি দিন-রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছে এই মাঠে, তার সবকটিই জিতেছে অস্ট্রেলিয়া।

ABP Ananda Last Updated: 06 Dec 2024 05:16 PM

প্রেক্ষাপট

অ্যাডিলেড: মাঝে আর মাত্র ঘণ্টাখানেক সময়। তারপরই অ্যাডিলেডের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দিন-রাতের টেস্ট। যে ম্যাচ খেলা হবে গোলাপি বলে। এই অ্যাডিলেডেই চার বছর আগে দ্বিতীয়...More

IND vs AUS 2nd Test Live: প্রথম দিনের খেলাশেষ

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৬/১। লাবুশেন ২০ ও ম্যাকস্যুইনি ৩৮ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন। আপাতত ৯৪ রানে পিছিয়ে অজ়িরা।