অ্যাডিলেড: অস্ট্রেলিয়ায় পা রেখেই গতির আগুন দেখিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর বিধ্বংসী স্পেলে পারথে ছারখার অস্ট্রেলিয়া (India vs Australia)। বুমরার বোলিংয়ের সামনে কেঁপে গিয়েছে গোটা অজি ব্যাটিং। ২৯৫ রানের বিশাল ব্যবধানে প্রথম ম্য়াচ জিতে পাঁচ ম্যাচের বর্ডার গাওস্কর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে ভারত।


তবে তার মাঝেই বিতর্ক তৈরি করা হচ্ছে বুম বুম বুমরার বোলিং অ্যাকশন নিয়ে। পারথে অস্ট্রেলিয়া নাস্তনাবুদ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় অনেকে বুমরার বোলিং অ্য়াকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ করেছেন, বুমরার বোলিং অ্যাকশন অবৈধ। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে।


তবে এই বিতর্কে অস্ট্রেলিয়ার এক কিংবদন্তিকে খানিকটা অপ্রত্যাশিতভাবেই পাশে পেয়ে গেলেন বুমরা। যে কিংবদন্তির সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের খুব একটা সখ্যতা আছে বলে শোনা যায় না। বরং সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, প্রত্যেকের সঙ্গেই যাঁর মতবিরোধ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম তিক্ত একটা অধ্যায় হিসাবে রয়ে গিয়েছে।


তিনি, গ্রেগ চ্যাপেল। বুমরার বোলিং অ্যাকশন নিয়ে সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়েছেন গুরু গ্রেগ। জানিয়েছেন, বুমরার বোলি অ্যাকশন একেবারেই স্বচ্ছ। পরিচ্ছন্ন।


পারথে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন ফাস্টবোলার বুমরা। যা ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। বুমরার ধাক্কায় কেঁপে যায় অস্ট্রেলিয়া। শুধু বল হাতেই নয়, রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের নেতৃত্বের দায়িত্বও ছিল বুমরার কাঁধে। নিপুণভাবে সেই দায়িত্ব পালন করেন আণদাবাদের পেসার।


তবে এর মাঝেই অনেকে তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। যা উড়িয়ে গুরু গ্রেগ বলেছেন, 'যশপ্রীত বুমরার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার মতো বাজে কাজ বন্ধ করুন। ওর অ্যাকশন ব্যাতিক্রমী আর পরিচ্ছন্ন। এরকম আলোচনায় একজন চ্যাম্পিয়নকে খাট করা হয়। খেলাটারও অসম্মান হয়।'


আরও পড়ুন: আইপিএল নিলামে অবিক্রিত, ২৮ বলে সেঞ্চুরিতে পন্থের রেকর্ড ভেঙে হইচই ফেলে দিলেন উর্বিল


চ্যাপেল আরও বলেছেন, 'অস্ট্রেলিয়ার বোলাররা প্রথম ইনিংসে ভারতকে ১৫০ রানে শেষ করে দিয়েছিল। শুরুটা ভাল হয়েছিল। অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়েই দুশ্চিন্তা রয়েছে। বুমরার নেতৃত্বে ভারতীয় বোলিং অনেক বেশি নিখুঁত আর ধারাল।'


আরও পড়ুন: কিনব না কথা দিয়েও কেন পন্থের জন্য নিলামে ঝাঁপিয়েছিল দিল্লি? ফাঁস করলেন অন্যতম শীর্ষ কর্তা




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।