IND vs ENG: ওভালে প্রয়োজন ২ ইনিংসে ২৫৩ রান, ব্র্যাডম্য়ানকে টেক্কা দিয়ে বিশ্বরেকর্ড গড়তে পারবেন গিল?
Shubhman Gill Record: একটি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে কিংবদন্তি প্রয়াত ডন ব্র্যাডম্য়ানের দখলে। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে এসে ৯৭৪ রান করেছিলেন ডন।

ওভাল: চলতি ইংল্যান্ড টেস্ট সিরিজে সর্বাধিক রানের মালিক শুভমন গিল। ভারত অধিনায়ক এখনও পর্যন্ত সিরিজে চারটি শতরান সহ ৭২২ রান করে ফেলেছেন। লিডসে প্রথম দুটো ইনিংসে ঝুলিতে ছিল ১৪৭ ও ৮। এজবাস্টনে ২৬৯ ও ১৬১। লর্ডসে ১৬ ও ৬। ওল্ড ট্র্যাফোর্ডে ১২ ও ১০৩। অর্থাৎ প্রত্যেক ম্য়াচেই মোটামুটি রান পেয়েছেন গিল। ওভালে মাঠে নামার আগেও রেকর্ডের হাতছানি ভারত অধিনায়কের সামনে।
একটি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে কিংবদন্তি প্রয়াত ডন ব্র্যাডম্য়ানের দখলে। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে এসে ৯৭৪ রান করেছিলেন ডন। তিনি টেক্কা দিয়েছিলেন ওয়ালি হেমন্ডসের ৯০৫ রানের রেকর্ড।
১৯৪৮ সাল পর্যন্ত ব্র্যাডম্য়ান আন্তর্জাতিক ক্রিকেটে রাজ করেছেন। তাঁর কেরিয়ার যে সময়ে ছিল, সেই সময়ও একমাত্র হেয়মন্ডসের সঙ্গেই তাঁর তুলনা চলত। দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে আজ পর্যন্ত সর্বাধিক রানের বিচারে একমাত্র এই দুজনেই ৯০০-র গণ্ডি পেরিয়েছেন।
ব্র্যাডম্য়ানকে টেক্কা দিতে আরও ২৫৩ রান প্রয়োজন হলেও, তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্ক টেলরকে টেক্কা দিতে দু ইনিংসে গিলের প্রয়োজন ১১৮ রান। ১৯৮৯ সালে অ্য়াশেজে মার্ক টেলর ৮৩৯ রান করেছিলেন।
পিটিআইয়ের তরফে গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে ফর্টিসের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। দাবি করা হচ্ছে ওভালের পিচ প্রস্তুতকারকরা হয়তো এই বিষয়ে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন। গম্ভীরকে উত্তপ্তভাবে ফর্টিসদের উদ্দেশে বারংবার বলতে শোনা যায়, 'আমরা কী করব না করব, তা আপনারা ঠিক করবেন না।' ভারতীয় দলের কোচ আরও বলেন, 'আপনি আমাদের কাউকেই কী করতে হবে সেই বিষয়ে নির্দেশ দিতে পারেন না। আপনি কেবল একজন পিচ প্রস্তুতকারক।'
পিটিআইয়ের তরফে গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে ফর্টিসের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। দাবি করা হচ্ছে ওভালের পিচ প্রস্তুতকারকরা হয়তো এই বিষয়ে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন। গম্ভীরকে উত্তপ্তভাবে ফর্টিসদের উদ্দেশে বারংবার বলতে শোনা যায়, 'আমরা কী করব না করব, তা আপনারা ঠিক করবেন না।' ভারতীয় দলের কোচ আরও বলেন, 'আপনি আমাদের কাউকেই কী করতে হবে সেই বিষয়ে নির্দেশ দিতে পারেন না। আপনি কেবল একজন পিচ প্রস্তুতকারক।'




















