IND vs NZ: স্পিন সহায়ক উইকেটেই কি কিউয়ি বধের ছক কষছেন রোহিতরা? কেমন হতে পারে পুণে টেস্টের পিচ?
India vs New Zealand 2nd Test: ভারত বনাম নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্টে পুণের পিচে স্পিনাররা বেশি সাহায্য পাবেন, বলেই মনে করা হচ্ছে। অন্তত এখানকার ইতিহাস তাই বলে।
পুণে: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও কি ২ পেসার ও তিন স্পিনারই খেলাতে চলেছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট? প্রথম টেস্টে বুমরা ও সিরাজকে খেলানো হয়েছিল। আর স্পেশালিস্ট স্পিনার হিসেবে অশ্বিন ও কুলদীপ খেলেছিলেন। সঙ্গে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। কিন্তু কোথাও একটা তৃতীয় পেসারের অভাব বোধ করেছিল ভারতীয় দল। তার মধ্যে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েই রোহিত যে ভুল করেছিলেন, তার খেসারত দিতে হয়েছিল ম্য়াচে। তবে পুণে টেস্টের আগে ভালমত পিচ পরীক্ষা করেই মাঠে একাদশ নামাত চাইছেন গম্ভীররা।
ভারত বনাম নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্টে পুণের পিচে স্পিনাররা বেশি সাহায্য পাবেন, বলেই মনে করা হচ্ছে। অন্তত এখানকার ইতিহাস তাই বলে। সেক্ষেত্রে ২ পেসারের সঙ্গে ২ স্পেশালিস্ট স্পিনার অশ্বিন ও কুলদীপ তো থাকছেনই, এমনকী জাডেজার সঙ্গে অক্ষর পটেলকেও দেখা যেতে পারে একাদশে। সেক্ষেত্রে গুজরাতের অলরাউন্ডার একটা বিরাট ভূমিকা নিতে পারেন ম্য়াচে।
২০১৯ সালে শেষবার পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্য়াচ জিতেছিল ভারত। ইনিংস ও ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্য়াচে বিরাট কোহলি ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে সেই ম্যাচে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৬০১ রান বোর্ডে তুলে নেয় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া শিবির প্রথম ইনিংসে ২৭৫ রানে অল আউট হয়ে যায়। অশ্বিন ৪ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও ১৮৯ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
২০১৭ পুণে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচে চার ইনিংসে ৩১ উইকেট ঝুলিতে পুরেছিলেন স্পিনাররা। যদিও সেই ম্য়াচে ৩৩৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। পুণের পিচ বরাবরই স্পিন সহায়ক। তবে প্রথম থেকে ব্যাটারদের কোনও সমস্যায় পড়তে হবে না। ম্য়াচ যত এগোবে, ততই স্পিনাররা বেশি করে সাহায্য় পাবেন।
ম্য়াচের আগের দিন সাংবাদিকদের গম্ভীর বলেছেন, 'প্রথম ম্যাচের আগে শুভমন গিল চোট পেয়েছিল। এই নয় যে, দলে ওকে রাখা হয়নি। ও চোটের জন্য খেলতে পারেনি। ওর ঘাড়ে সমস্যা দেখা দিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে ও যেভাবে ব্যাটিং করেছে, তাতে অবশ্যই ও প্রথম একাদশে থাকবে। তবে বাকি একাদশ এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার সকালে একাদশ চূড়ান্ত করব। দেখতে হবে কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই। আর যাই হোক না কেন, এমন দল নিয়ে মাঠে নামতে চাই যাতে ম্যাচটা জেতা যায়।'