Team India Victory Parade Live: ওয়াংখেড়েতে রাজকীয় সংবর্ধনা বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলকে
Indian Cricket Team Victory Parade Live updates: ক্যারিবিয়ানে চার দিন আটকে থাকার পর আজ দেশে ফিরছে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল।
অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার হিসেবে এখানে এসেছিলাম। এই মাঠের ও এখানকার রাস্তর এমন দৃশ্য আমি আগে কখনও দেখিনি। কখনও ভুলতে পারব না এমন দৃশ্য। এই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
প্রথমত সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তটা আমি কোনওদিনই ভুলতে পারব না। গত চারদিন স্বপ্নের মত কেটেছে। যা হয়েছে তা সত্যিই অসাধারণ। আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। শেষ পাঁচ ওভারে যা হয়েছে, তা এককথায় অভূতপূর্ব। শেষ পাঁচ ওভারের দুটো ওভার যেভাবে করেছে যশপ্রীত বুমরা। তা সত্যিই দুর্দান্ত। ও জেনারেশনের একবারই আসে।
এক দশকের বেশি সময় ধরে এমন মুহূর্ত তৈরির জন্য চেষ্টা করছিল ভারতীয় ক্রিকেট দল। এমন মুহূর্তের জন্য প্রচুর লড়াই করতে হয়েছে। অবশেষে ঐতিহাসিক মুহূর্ত আজ। ২০০৭ সালে এভাবেই হুডখোলা বাসে বরণ করে নেওয়া হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দলকে। আজ রোহিত শর্মার নেতৃত্বাধীন বিশ্বজয়ী দলকেও সেভাবেই বরণ করে নিল গোটা মুম্বই।
বাসের ছাদ থেকে মেরিনা বিচের দৃশ্য দেশে অবাক সূর্য, হার্দিকরা। প্রত্যেকেই সেলফি তুলছেন এই ঐতিহাসিক মুহূর্তের। ভারতের জাতীয় পতাকায় মুড়ে আছেন বিরাট কোহলি।
হুডখোলা বাসে বিজয়যাত্রা রোহিত, বিরাট, পন্থদের। জাতীয় পতাকা হাতে নিয়ে বাসের ছাদে দাঁড়িয়ে বিশ্বজয়ীরা। নরিম্য়ান পয়েন্ট থেকে এই বাসের গন্তব্য ওয়াংখেড়ে স্টেডিয়াম।
মুম্বই বিমানবন্দর থেকে টিম বাস রওনা দিল ওয়াংখেড়ের উদ্দেশে। নরিম্য়ান পয়েন্ট থেকে বিজয়যাত্রা শুরু হওয়ার কথা। কিন্তু আদৌ এত ভিড়ের মধ্য়ে কীভাবে যাবতীয় পরিকল্পনা সফল হবে, তা আলোচ্য বিষয়।
মুম্বইয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু বৃষ্টি ও মুম্বইয়ের ট্রাফিক জ্যামের কারণে পিছিয়ে গিয়েছে প্যারেডের সময়। প্লেয়াররা এখনও বিমানবন্দর থেকে বাস ধরতে পারেননি। মুম্বইয়ের সব প্রান্ত থেকেই বিজয় উৎসবে সামিল হতে কাতারে কাতারে ভিড় করছেন সবাই।
বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্যারেডের জন্য আলাদা করে চার্চগেট ও অন্যান্য লোকাল স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওয়েস্টার্ন রেলের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে যে অনেকেই আছেন যে প্যারেডের পর দক্ষিণ মুম্বই থেকে উত্তর মুম্বই ফিরবেন।
সময় কত তাড়াতাড়ি বদলে যায়। আইপিএলের সময় রোহিত শর্মার থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিল। হার্দিককে অধিনায়ক করা হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সেই সময় গোটা মুম্বই ছিল হার্দিকের বিরুদ্ধে। তাঁকে খেলার সময় বিদ্রুপের শিকারও হতে হয়েছিল। অথচ ওয়াংখেড়েতে আজ হার্দিকের নামে জয়ধ্বনি। প্রত্যেকের কাছে হার্দিক আজ জাতীয় হিরো।
দিল্লি থেকে মুম্বইয়ে পৌঁছলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। দলের বাকিরাও পৌঁছে গেলেন মুম্বইয়ে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে ভিক্ট্রি প্যারেড।
মেরিনা সি বিচে, যেখানে প্যারেড শুরু হবে রোহিত, হার্দিকদের। সেখানে ভারতীয় দলের নীল জার্সি পরে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ
সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের ভিক্ট্রি ল্যাপের জন্য যে বাস রয়েছে, সেই বাসে উঠে প্যারেড শুরু হতে পারে রান আটটার পর থেকে।
বাস প্যারেডের পর ওয়াংখেড়েতেই টিম ইন্ডিয়াকে সম্বর্ধনা দেওয়া হবে। বিনামূল্যেই প্রবেশাধিকারের কথা আগেই ঘোষণা করা হয়েছে এমসিএ-র তরফে। রোহিতদের সম্বর্ধনার সাক্ষী থাকতে ইতিমধ্যেই স্টেডিয়ামের বাইরে সমর্থকদের লম্বা লাইন।
গোটা দিন ঠাসা কর্মসূচির পর ওয়াংখেড়েতে সম্বর্ধনা শেষে ভারতীয় ক্রিকেট দল কোলাবার হোটেলে ফিরবে।
'আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে দারুণ এক সাক্ষাৎ', টিম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাতের পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নরেন্দ্র মোদি।
বিশ্বজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন চার তারকা। সেই রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে ও যশস্বী জয়সওয়াল শুক্রবার বিধানসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে দেখা করবেন বলে জানান শিবসেনা নেতা প্রতাপ সার্নিক।
যে বাসে করে টিম ইন্ডিয়ার মুম্বইয়ের রাস্তায় সফর করার কথা, সেই বাস কিন্তু ইতিমধ্যেই মেরিন ড্রাইভে পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই তাতে সওয়ার হবেন কোহলি, রোহিতরা।
দিল্লি বিমানবন্দরের উদ্দেশে রওনা দিল টিম ইন্ডিয়া। দুপুরের বিমানেই মুম্বইয়ে উড়ে আসবেন বিরাট কোহলিরা।
প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে টিম হোটেলের দিকে রওনা দিল বিরাট কোহলিদের টিম বাস।
জোরকদমে মুম্বইয়ে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয় উদযাপনের প্রস্তুতি চলছে। এমসিএ সচিব জানিয়ে দিলেন জনগণ বিনামূল্যেই এই উদযাপনে সামিল হতে পারবে।
বিকেলেই হুড খোলা বাসে বিশেষ শোভাযাত্রা করবে টিম ইন্ডিয়া। সেজে উঠেছে সেই বাস। বাসের গায়ে বিশ্বকাপ ট্রফি হাতে টিম ইন্ডিয়ার এক বিরাট ছবি রয়েছে। লেখা রয়েছে চ্যাম্পিয়ন ২০২৪।
দেশের জার্সির রং, বিশ্বকাপের নকশা দেওয়া এক বিশেষ কেক কাটলেন রোহিত, রাহুল, কোহলিরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশে রওনা দেওয়া টিম ইন্ডিয়ার পরনে ছিল বিশেষ 'চ্যাম্পিয়ন' লেখা জার্সি।
বর্তমানে মুম্বইতে থাকলেও নয়াদিল্লিতেই কোহলির বেড়ে ওঠা। সেইখানেই আজ সকালে অবতরণ করেছে টিম ইন্ডিয়া। দলের টিম হোটেলে বিরাটের সঙ্গে দেখা করল কোহলি পরিবার। সকলকে নিজের বিশ্বকাপ পদকও দেখালেন তারকা ক্রিকেটার।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৭, লোক কল্যাণ মার্গ, অর্থাৎ প্রধামন্ত্রীর বাসভবনে পৌঁছল টিম ইন্ডিয়ার বাস।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে নয়াদিল্লির হোটেল থেকে রওনা দিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
অবশেষে দেশে ফিরে রাজকীয় অভ্যর্থনা পেলেন রোহিতরা। টিম হোটেলে ঢোকার মুখে জমিয়ে নাচ রোহিত, সূর্য, হার্দিকদের।
বিরাট বর্তমানে মুম্বইয়ে থাকলেও, তাঁর জন্ম ও বেড়ে ওঠা নয়াদিল্লিতেই। সেখানেই বিশ্বচ্যাম্পিয়ন ছেলেকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির পরিবার।
দেশে ফিরে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাইছেন রোহিতরা। আর সেকারণেই নিজেই X হ্যান্ডেলে একটি আবেদন করলেন ২০২৪-এ বিশ্বজয়ী ভারতীয় টি২০ টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর ট্যুইটে তিনি লিখেছেন, 'আমরা এই বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে উপভোগ করতে চাইছি। তাই চলুন এই জয় উদযাপন করতে মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়েতে Victory parade-এ চলে আসুন। ৪ জুলাই বিকেল ৫টা থেকে।'
ট্রফি হাতে দিল্লির পাঁচতারা হোটেলে পৌঁছে গেলেন ঋষভ পন্থ, রোহিত শর্মারা। দলকে স্বাগত জানাতে রয়েছে নীল রঙের বিশেষ কেক। কেকের ওপরে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকশা করা রয়েছে।
নয়াদিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ টিম ইন্ডিয়ার বাস দাঁড়ানো ছিল। সেই বাসে ইতিমধ্যেই রোহিত, বিরাটরা উঠে পড়েছেন।
হারিকেন বেরিলের জেরে চার দিন ক্যারিবিয়ানে আটকে থাকার পর নির্ধারিত সময়েই দেশে ফিরলেন রোহিতরা। বিসিসিআইয়ের তরফে রোহিতদের দেশে ফেরার কথা এক বিশেষ পোস্টের মাধ্যমে জানানো হয়।
নয়াদিল্লি বিমানবন্দরে ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন দলের অবতরণ বিষয়টা আগেই জানা ছিল। মোটামুটি সকাল ছ'টার আশেপাশে টিম ইন্ডিয়ার দেশে ফেরার সম্ভাবনা ছিল। সাত সকালেই তাই বিশ্বজয়ী দলের ঝলক পেতে বিমানবন্দরে সমর্থকদের ঢল।
প্রেক্ষাপট
মুুম্বই: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর প্রায় ৪ দিন আটকে ছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। হারিকেন বেরিলের (Hurricane Beryl) দাপটে কার্যত হোটেলবন্দি হয়ে থাকতে হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের। অবশেষে ভারতের পথে রওনা হলেন টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেটারেরা। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে বার্বাডোজ় বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা।
ওয়েস্ট ইন্ডিজ় থেকে বুধবারই যে ভারতীয় দল রওনা হচ্ছে, সে ইঙ্গিত সকালেই দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় টি-২০ বিশ্বকাপের ছবি দিয়ে লিখেছিল, এবার বাড়ি ফেরার পালা।
হারিকেন বেরিলের দাপটে বার্বাডোজ়ে আটকে পড়া ক্রিকেটারদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলেন বোর্ড সচিব তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকে পড়া সাংবাদিকদেরও দলের সঙ্গে একই বিমানে ফেরার ব্যবস্থা করে দিয়েছেন জয় শাহ।
বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে পৌঁছনোর কথা ভারতীয় ক্রিকেটারদের। তারপরই রোহিত, কোহলিরা দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে চা চক্রে যোগ দিতে পারেন রোহিতরা। ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পরই রোহিতদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। কোহলিদের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন তিনি।
নয়াদিল্লি থেকে বৃহস্পতিবারই মুম্বইয়ে যাওয়ার কথা রোহিতদের। সেখানে হুডখোলা বাসে করে টি-২০ ট্রফি নিয়ে শহর পরিক্রমা করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঠিক যেমন হয়েছিল ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত ওয়ান ডে বিশ্বকাপ জেতার পরে।
যে মাঠে ধোনির ভারত ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল, সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেও যাওয়ার কথা রোহিতদের। স্টেডিয়াম সংলগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডের হেডকোয়ার্টারে গিয়ে বোর্ড সচিব জয় শাহর হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ভারতীয় দলের। সন্ধ্যায় মুম্বই থেকেই যে যাঁর বাড়ির উদ্দেশে রওনা হয়ে যাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -