U19 Women's T20 WC Final Live: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল
U19 Women's T20 World Cup Final live Updates: নিউজিল্য়ান্ডকে সেমিফাইনালে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। অন্য়দিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে।
৭ উইকেটে জয়। ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত।
ভারতের স্কোর ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান।
রান তাড়া করতে নেমে ২ উইকেট হারাল ভারত। ফিরলেন শেফালি, স্বেতা।
মাত্র ৬৮ রানে গুটিয়ে গেল ইংল্য়ান্ডের ইনিংস।
ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন। চোপড়ার দ্বিতীয় শিকার।
পরপর উইকেট পড়ছে ইংল্যান্ডের। এবার শিকার পার্শভী চোপড়ার।
ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। ফের উইকেট তুলে নিলেন তিতাস সাধু।
ফের শিকার অর্চনা দেবীর। ইংল্য়ান্ডের তৃতীয় উইকেটের পতন। ৬ ওভারে ২২ রান তুলতেই ৩ উইকেট হারাল ইংল্যান্ড।
ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ঝুলিতে উইকেট পুরলেন অর্চনা দেবী।
প্রথম ওভারেই উইকেট পড়ল ইংল্য়ান্ডের। তিতাস সাধু নিজের বলেই ক্য়াচ নিলেন।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শেফালি ভার্মা। প্রথমে ব্যাটিং ইংল্যান্ডের।
প্রেক্ষাপট
অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বিশ্বজয়ের লড়াইয়ে খেলতে নামবে শেফালি ভার্মার (Shefali Verma) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল (U19 Indian Womens Cricket Team)। এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। এটা যুব বিশ্বকাপ হলেও ধোনির মতই ক্যাপ্টেন হিসেবে বিশ্বজয়ের সুযোগ থাকছে শেফালির কাছে।
নিউজিল্য়ান্ডকে সেমিফাইনালে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। অন্য়দিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। টুর্নামেন্টের উদ্বোধনী মরসুমে ভারতই হট ফেভারিট খেতাব জয়ের। দলের প্রত্যেক সদস্যই ফর্মে রয়েছেন। বিশেষ করে ওপেনার স্বেতা সেহরাওয়াত প্রতি ম্যাচেই রান করছেন। ৬ ম্যাচে ২৯২ রান ঝুলিতে পুরেছেন এরমধ্যেই। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক।
খেলা কবে?
আজ ২৯ জানুয়ারি ভারত বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল
কোথায় হবে খেলা?
খেলাটি হবে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী রবিবার বিকেল ৫.১৫ থেকে শুরু হবে খেলা।
কোথায় দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি?
ভারত বনাম ইংল্যান্ড ম্য়াচটি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি অনলাইনে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -