USA vs India LIVE: বলে নায়ক অর্শদীপ, ব্যাটে সূর্যকুমার, আমেরিকার ফাঁড়া কাটিয়ে সুপার এইটে ভারত

United States vs India T20 World Cup match live: গ্রুপ 'এ'-থেকে প্রথম দল হিসাবে সুপার এইটে জায়গা পাকা করে নিল ভারত। ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট ভারতের।

ABP Ananda Last Updated: 12 Jun 2024 11:39 PM

প্রেক্ষাপট

নিউ ইয়র্ক: টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় এসেছে। দুইয়ে দুই করে করে সুপার এইটের পথে এক পা বাড়িয়েই রেখেছিল ভারতীয় দল। আজ যুক্তরাষ্ট্রকে (United States vs India) তাদের ঘরের...More

T20 World Cup Live: ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত

আমেরিকার বিরুদ্ধে কঠিন পিচে শেষ পর্যন্ত ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন সূর্যকুমার যাদব। ২২ রানে যাঁর ক্যাচ ফেলেছিলেন সৌরভই। ৪৯ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেললেন স্কাই। টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশতম হাফসেঞ্চুরি। তাঁকে সঙ্গত করলেন শিবম দুবে। আগের ম্যাচে লোপ্পা ক্যাপ ফেলে প্রবল সমালোচিত হন। এদিন বল করেও ব্যর্থ। ব্যাট হাতে অবশ্য ৩৫ বলে অপরাজিত ৩১ রান করে দলকে ম্যাচ জেতালেন। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত। পৌঁছে গেল সুপার এইটে।