USA vs India LIVE: বলে নায়ক অর্শদীপ, ব্যাটে সূর্যকুমার, আমেরিকার ফাঁড়া কাটিয়ে সুপার এইটে ভারত

United States vs India T20 World Cup match live: গ্রুপ 'এ'-থেকে প্রথম দল হিসাবে সুপার এইটে জায়গা পাকা করে নিল ভারত। ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট ভারতের।

ABP Ananda Last Updated: 12 Jun 2024 11:39 PM
T20 World Cup Live: ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত

আমেরিকার বিরুদ্ধে কঠিন পিচে শেষ পর্যন্ত ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন সূর্যকুমার যাদব। ২২ রানে যাঁর ক্যাচ ফেলেছিলেন সৌরভই। ৪৯ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেললেন স্কাই। টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশতম হাফসেঞ্চুরি। তাঁকে সঙ্গত করলেন শিবম দুবে। আগের ম্যাচে লোপ্পা ক্যাপ ফেলে প্রবল সমালোচিত হন। এদিন বল করেও ব্যর্থ। ব্যাট হাতে অবশ্য ৩৫ বলে অপরাজিত ৩১ রান করে দলকে ম্যাচ জেতালেন। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত। পৌঁছে গেল সুপার এইটে।

USA vs IND T20 WC Live: ১৭ ওভারের শেষে স্কোর ১০২/৩

এক ইনিংসে তিনবার ৬০ সেকেন্ডের মধ্যে ওভার শুরু করতে না পারায় ৫ রান পেনাল্টি করা হল আমেরিকার। ৫ রান যোগ হল ভারতের স্কোরে। ১৭ ওভারের শেষে স্কোর ১০২/৩।

USA vs IND T20 WC Live: ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ৬৭/৩

২২ রানে সূর্যকুমারের ক্যাচ ফেললেন সৌরভ। ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ৬৭/৩। ক্রিজে সূর্যর সঙ্গে শিবম।

IND vs USA Live: ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৫৩/৩

পন্থের মিডল স্টাম্প ভেঙে দিলেন আলি খান। ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৫৩/৩।

T20 World Cup Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৩৩/২

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৩৩/২। ক্রিজে পন্থ ও সূর্যকুমার। 

USA vs IND Live: ৩ ওভারের শেষে ভারতের স্কোর ১২/২

নেত্রাভালকরের বলে ফিরলেন রোহিত। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ১২/২।

USA vs IND T20 WC Live: ২ ওভারের শেষে ভারতের স্কোর ১০/১

২ ওভারের শেষে ভারতের স্কোর ১০/১। ক্রিজে রোহিত ও ঋষভ পন্থ।

IND vs USA Live Score: কোহলির দুঃস্বপ্নের বিশ্বকাপ চলছে

কোহলির দুঃস্বপ্নের বিশ্বকাপ চলছে। সৌরভ নেত্রাভালকরের বলে কোনও রান না করে কট বিহাইন্ড বিরাট কোহলি।

T20 World Cup Live: ম্যাচ জিততে ১১১ রান তুলবে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির যে ক্রিকেট স্টেডিয়ামকে বলা হচ্ছে ব্যাটারদের বধ্যভূমি, যেখানে ১১৯ রান করেও পাকিস্তানের মতো প্রবল প্রতিপক্ষকে হারিয়েছে ভারত, সেই মাঠে আমেরিকা প্রথমে ব্যাট করে তুলল ১১০/৮। ম্যাচ জিততে ১১১ রান তুলবে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।

IND vs USA Live: ১৮ ওভারের শেষে আমেরিকার স্কোর ১০০/৭

ফের ঘাতক অর্শদীপ। ফেরালেন হরমীতকে। ১৮ ওভারের শেষে আমেরিকার স্কোর ১০০/৭।

USA vs IND T20 WC Live: কোরি অ্যান্ডারসনকে ফেরালেন হার্দিক

বিপজ্জনক কোরি অ্যান্ডারসনকে (১২ বলে ১৫ রান) ফেরালেন হার্দিক। ১৭ ওভারের শেষে আমেরিকার স্কোর ৯৬/৬।

IND vs USA Live: ১৫ ওভারের শেষে আমেরিকার স্কোর ৮১/৫

ফের ধাক্কা অর্শদীপের। ২৩ বলে ২৭ রান করে তাঁর বলে ফিরলেন নীতীশ কুমার। ১৫ ওভারের শেষে আমেরিকার স্কোর ৮১/৫।

T20 World Cup Live: স্টিভেন টেলর ফিরলেন ২৪ রান করে

পার্টনারশিপ ভাঙলেন অক্ষর পটেল। স্টিভেন টেলর ফিরলেন ২৪ রান করে। ১২ ওভারের শেষে আমেরিকার স্কোর ৫৯/৪।

USA vs IND Live: ১১ ওভারের শেষে আমেরিকার স্কোর ৪৮/৩

ভারতীয় পেসারদের আঁটসাঁট বোলিং। ১১ ওভারের শেষে আমেরিকার স্কোর ৪৮/৩।

USA vs IND T20 WC Live: হার্দিকের বলে ফিরলেন আমেরিকার অধিনায়ক

২২ বলে ১১ রান করে হার্দিকের বলে ফিরলেন আমেরিকার অধিনায়ক অ্যারন জোন্স। ৮ ওভারের শেষে আমেরিকার স্কোর ২৬/৩।

T20 World Cup Live: প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করলেন বুমরা

প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করলেন বুমরা। ৫ ওভারের শেষে আমেরিকার স্কোর ১৭/২।

USA vs IND Live: ৩ ওভারের শেষে আমেরিকার স্কোর ৮/২

দাপট ভারতের পেসারদের। ৩ ওভারের শেষে আমেরিকার স্কোর ৮/২।

T20 World Cup Live: প্রথম ওভারেই জোড়া উইকেট অর্শদীপের

প্রথম বলেই শায়ান জাহাঙ্গিরকে এলবিডব্লিউ করলেন অর্শদীপ সিংহ। ০ রানে ফিরলেন আমেরিকার ওপেনার। ওভারের শেষ বলে আন্দ্রিস গাউসকে ফেরালেন অর্শদীপ। ১ ওভারের শেষে আমেরিকার স্কোর ৩/২।

USA vs IND T20 WC Live: টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার

আমেরিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। ভারতীয় দল আগের ম্যাচ দল অপরিবর্তিত রাখল।

T20 World Cup Live: ভারত বনাম মিনি ভারত?

বুধবার মার্কিন মুলুকে টি-২০ বিশ্বকাপের ম্যাচকে বলা হচ্ছে ভারত বনাম মিনি ভারতের লড়াই। কেউ কেউ বলছেন, ইন্ডিয়া বনাম মেড ইন ইন্ডিয়া। কেন? ভারতের প্রতিপক্ষ যারা, সেই আমেরিকা দলের ৯ জন ক্রিকেটার হয় ভারতীয়। অথবা ভারতীয় বংশোদ্ভূত।

USA vs IND Live: কোহলির ফর্ম ভারতের উদ্বেগের কারণ

ভারতীয় সমর্থকদের উদ্বেগের কারণ বিরাট কোহলি ও শিবম দুবের ফর্ম। বিশের বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানসংগ্রাহক কোহলি দুই ম্যাচে যথাক্রমে এক ও চার রান করেছেন।

প্রেক্ষাপট

নিউ ইয়র্ক: টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় এসেছে। দুইয়ে দুই করে করে সুপার এইটের পথে এক পা বাড়িয়েই রেখেছিল ভারতীয় দল। আজ যুক্তরাষ্ট্রকে (United States vs India) তাদের ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়েই টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইট পাকা হয়ে গেল।


সহজ অঙ্ক ছিল। কিন্তু চ্যালেঞ্জটা একেবারেই সহজ নয়। যুক্তরাষ্ট্র দল একেবারেই হেলাফেলার পাত্র নয়। বাবর আজমরা হাড়ে হাড়ে তা টের পেয়েছেন। যুুক্তরাষ্ট্র-পাকিস্তানের ম্যাচ কিন্তু রোহিত শর্মাদের কাছে তাই সতর্কবার্তা। অ্যারন জোন্স, সৌরভ নেত্রাভালকরদের হালকাভাবে নেওয়ার ভুল করা চলবে না।


বর্তমানে গ্রুপ 'এ'-তে ভারতীয় দল এক ও যুক্তরাষ্ট্র দুইয়ে রয়েছে। উভয় দলের দখলেই দুই ম্যাচ পরে চার পয়েন্ট রয়েছে। তাই শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের কাছেও কিন্তু এই ম্যাচেই বিশের বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যাওয়ার সুযোগ। এই ম্যাচটা কিন্তু অনেকের মতে আবার ভারত বনাম ভারত। কারণ যুক্তরাষ্ট্রের দলের অধিনায়ক থেকে দলের তারকা ফাস্ট বোলার, একগুচ্ছ ক্রিকেটারই ভারতীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক একসময় গুজরাতের হয়ে খেলেছেন। ফাস্ট বোলার সৌরভ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কেএল রাহুল, হর্ষল পটেলদের সঙ্গে খেলেছেন। হরমীতও মুম্বইয়ের ক্রিকেট মহলের পরিচিত মুখ। রোহিতের কোচের কাছে তালিম নিয়েছেন তিনি। 


তাই যুক্তরাষ্ট্র বনাম ভারতের ম্যাচটার দিকে আরও বেশি করে ভারতীয় সমর্থকরা নজর রাখবেন। টুর্নামেন্টের শুরুতে যুক্তরাষ্ট্রের সুপার এইটে পৌঁছনোর সম্ভবনা নিয়ে হয়তো অতি বড় যুক্তরাষ্ট্র সমর্থকরা কেউই খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু মোনাঙ্কদের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর সম্ভাবনা প্রবল। সমস্যা একটাই শীর্ষস্তরে অভিজ্ঞতার অভাব। অনেক সময়ই এই অভাবটা সাফল্য ও ব্যর্থতার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক অ্যারন জোন্সের চওড়া ব্যাট, সৌরভদের বোলিং যুক্তরাষ্ট্রকে রূপকথা লেখার স্বপ্ন দেখাচ্ছে।


অপরদিকে, ভারতীয় দল দুই ম্যাচে জয় পেলেও, দল কিন্তু এখনও নিজের সেরা ফর্ম দেখা পারেনি। ভারতীয় সমর্থকদের উদ্বেগের কারণ বিরাট কোহলি ও শিবম দুবের ফর্ম। বিশের বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানসংগ্রাহক কোহলি দুই ম্যাচে যথাক্রমে এক ও চার রান করেছেন। শিবম দুবে শূন্য ও তিন রান করেছেন। এই দুই ব্যাটারের ফর্মে ফেরাটা তাই ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। সৌরভ, আলি খানদের বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জটাও বেশ ভাল হবে। বুধবার ৪০ ওভারের লড়াই শেষে কোন দল তিনে তিন করে এবার সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.