Womens ODI World Cup: মহিলা ক্রিকেটে বড় অঘটন, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ
West Indies Womens Cricket: তিনি যদি প্রথমে বাউন্ডারি ও পরে ছক্কা হাঁকিয়ে ম্য়াচ জেতাতেন, তবে হয়ত রান রেটের বিচারে গ্রুর পর্বে বাংলাদেশকে টেক্কা দিয়ে এগিয়ে যেত উইন্ডিজরা।

জামাইকা: বিশ্ব ক্রিকেটে ফের অঘটন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল (West Indies Womens Cricket Team) চলতি বছর ভারতে আয়োজিত হতে চলা মহিলা ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারল না। যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্য়াচে থাইল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেলেও ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল ক্যারিবিয়ান মহিলা ব্রিগেড। তার কারণ রান রেটের বিচারে বাংলাদেশের থেকে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। ছক্কা হাঁকিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে দলকে জিতিয়েছিলেন স্তেফানি টেলর। কিন্তু তিনি যদি প্রথমে বাউন্ডারি ও পরে ছক্কা হাঁকিয়ে ম্য়াচ জেতাতেন, তবে হয়ত রান রেটের বিচারে গ্রুর পর্বে বাংলাদেশকে টেক্কা দিয়ে এগিয়ে যেত উইন্ডিজরা। থাইল্যান্ড ম্য়াচের পর ওয়েস্ট ইন্ডিদের রান রেট ০.৬২৬। বাংলাদেশের রান রেট ০.৬৩৯।
View this post on Instagram
এই গ্রুপের থেকে বাংলাদেশ ও পাকিস্তান এখন ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা মহিলা ওয়ান ডে বিশ্বকাপের। বিশ্বকাপের অন্য ছয়টি হল আয়োজক দেশ ভারত সঙ্গে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ধোনি চাহারের খুনসুটি
চিপকে সিএসকের বিরুদ্ধে ম্যাচের সময়ই ধোনি ক্রিজে নামতে চাহারকে ধোনিকে খোঁচা মারতে দেখা গিয়েছিল। ধোনি ব্যাটে নামলে জোরে জোরে হাততালির পাশাপাশি তিনি শর্ট সিলি পয়েন্টে ফিল্ডারের ঈশারাও করেছিলেন। সেটাও ছিল মজার ছলে। ঠিক এক বন্ধুর সঙ্গে অপর বন্ধুর মজা করে ঠেস দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টা ঠিক তেমনই। ওয়াংখেড়েতে অনুশীলনের ফাঁকে ধোনির সঙ্গে বেশ খানিকটা আড্ডা দিলেন চাহার। তার আগেই মজাদার এই কাণ্ডটা দেখা গেল।
ধোনিকে এর আগেও অবশ্য আরেক সিএসকে প্রাক্তনীকে দেখে বেশ খোঁজা দিতে দেখা গিয়েছিল। ঘটনাটি সিএসকে বনাম কেকেআর ম্যাচের। চিপকে সেই ম্যাচের আগে নেটে ব্যাটিং করার সময় ডোয়েন ব্র্যাভোকে দেখে 'প্রতারক আসছে' বলে খোঁচা দিয়েছিলেন ধোনি। মোটের ওপর ৪৩-র ধোনি যে এবারের আইপিএলে খোশমেজাদে সবটা উপভোগ করছেন, তা কিন্তু বলাই বাহুল্য।




















