WPL 2023: মুম্বই ও দিল্লির পর এবার উইমেন্স প্রিমিয়র লিগে প্লে অফের জায়গা করে নিল ইউপি ওয়ারিয়র্স
WPL 2023 Update: গতকাল তাঁদেরই হারিয়ে দিয়ে প্লে অফে দ্বিতীয় দল হিসেবে জায়গা করেছে দিল্লি ক্যাপিটালস। এবার ইউপি ওয়ারিয়র্সও জায়গা করে নিল প্লে অফে।
মুম্বই: উইমেন্স প্রিমিয়র লিগের (Womens Premier League) প্লে অফে আগেই জায়গা করে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল ইউপি ওয়ারিয়র্স। তিন সপ্তাহের টুর্নামেন্ট চলার পর প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছিল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল তাঁদেরই হারিয়ে দিয়ে প্লে অফে দ্বিতীয় দল হিসেবে জায়গা করেছে দিল্লি ক্যাপিটালস। এবার ইউপি ওয়ারিয়র্সও জায়গা করে নিল প্লে অফে।
সোমবার দিল্লি বনাম মুম্বই ম্যাচের আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইউপি ওয়ারিয়র্স। সেই ম্যাচেই গুজরাতকে ৩ উইকেটে হারিয়ে দেয় দীপ্তি শর্মার দল। পরের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি। আপাতত পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে মেগ ল্য়ানিংয়ের দল। তাঁরা ৭ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় ছিনিয়ে নিয়েছে। ২টো ম্যাচ হেরেছে। ১০ পয়েন্ট ঝুলিতে। মুম্বই ইন্ডিয়ান্সেরও ১০ পয়েন্ট ঝুলিতে। কিন্তু গতকালের ম্যাচ হেরে নেট রান রেটে পিছিয়ে পড়ায় তারা দ্বিতীয় স্থানে চলে এসেছে। এদিকে এবারের টুর্নামেন্টে প্লে অফে ওঠার আশা শেষ হয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্সের।
এদিকে, ষোড়শ আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। সোমবার থেকে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হয়ে গেল নাইটদের মহড়া। আর এদিনই জন সাধারণের জন্য ইডেনে কেকেআর ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেল।
করোনার অভিশাপ কাটিয়ে প্রায় তিন বছর পর আইপিএলে ফিরছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট। যে ফর্ম্যাটে প্রত্যেক দল নিজেদের মাঠের পাশাপাশি প্রতিপক্ষের ডেরায় গিয়েও খেলবে। কেকেআর তাদের অভিযান শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচ ৬ এপ্রিল, বৃহস্পতিবার। প্রতিপক্ষ, বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির বিরুদ্ধে খেলে ফের অ্যাওয়ে ম্যাচের জন্য আমদাবাদ পাড়ি দেবেন নাইটরা। ইডেনে কেকেআরের বাকি ম্যাচগুলি হল – ১৪ এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, ২৩ এপ্রিল, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, ২৯ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাত টাইটান্স, ৮ মে, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, ১১ মে, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ও ২০ মে, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।