এক্সপ্লোর
মুম্বইয়ের বিরুদ্ধে জয় অনুষ্কাকে জন্মদিনের উপহার: বিরাট

বেঙ্গালুরু: গতকাল আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় স্ত্রী অনুষ্কা শর্মাকে উৎসর্গ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমাদের এই জয় দরকার ছিল। প্রতিযোগিতার এই পর্যায়ে আমাদের জেতা খুব দরকার ছিল। এই দু’পয়েন্ট দরকার ছিল। আমরা যে আত্মবিশ্বাস পেলাম, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার স্ত্রী এখানে আছে। এদিন ওর জন্মদিন ছিল। এই জয় ওর জন্য ছোট্ট উপহার। ওর সামনে এই দু’পয়েন্ট পাওয়া জরুরি ছিল।’ গতকাল মুম্বইকে ১৪ রানে হারিয়ে দিয়েছে আরসিবি। এই মুহূর্তে লিগ টেবলে পঞ্চম স্থানে আছে বিরাটের দল। গতকালের জয়ের পর আরসিবি-র এখনও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আছে। তবে পরের ম্যাচগুলি জিততেই হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















