এক্সপ্লোর
Advertisement
দিল্লির দুই অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারের বিরুদ্ধে কলকাতার হোটেলে মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
এই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি ক্রিকেট সংস্থা।
কলকাতা: সি কে নাইডু ট্রফিতে বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলতে কলকাতায় এসে একটি হোটেলের মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের দুই ক্রিকেটারের বিরুদ্ধে। তাঁদের নাম কুলদীপ যাদব ও লক্ষ্য ঠারেজা। তাঁদের দিল্লিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি ক্রিকেট সংস্থা।
এ বিষয়ে দিল্লি ক্রিকেট সংস্থার সচিব বিনোদ তিহারা জানিয়েছেন, ‘আমি ওখানে ছিলাম না, তবে সঞ্জয় ভরদ্বাজ (কোচ) ছিলেন। তিনি দিল্লি ফিরলে জানতে পারব ঠিক কী হয়েছিল। ওই দুই খেলোয়াড়কে ফিরে আসতে বলা হয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটি এ বিষয়ে তদন্ত করবে।’
দিল্লি ক্রিকেট সংস্থার অন্য এক কর্তা জানিয়েছেন, ‘ওই দুই ক্রিকেটারের বিরুদ্ধে হোটেলের দুই মহিলা কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ক্রিকেটারের দাবি, তারা হোটেলের করিডরে চিৎকার করে কথা বলছিল এবং খেলার ছলে দু’টি ঘরের দরজায় ধাক্কা দেয়। এছাড়া কিছু করেনি। তবে আমাদের মনে হচ্ছে, এত সহজ ঘটনা ঘটেনি। ওই দুই খেলোয়াড়কে দীর্ঘ সময়ের জন্য নির্বাসিত করা হতে পারে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement