‘ঈশ্বর, ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুন’, স্বার্থের সংঘাত নিয়ে দ্রাবিড়কে নোটিশে ক্ষুব্ধ সৌরভ
সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের পর এবার বিসিসিআইয়ের নোটিশ রাহুল দ্রাবিড়কেও।
নয়াদিল্লি: সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের পর এবার বিসিসিআইয়ের নোটিশ রাহুল দ্রাবিড়কেও। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় গুপ্তা রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ এনেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই বিসিসিআইয়ের এথিক্স অফিসার বিচারপতি ডি কে জৈন ক্রিকেট কিংবদন্তীকে নোটিশ পাঠিয়েছেন। রাহুলকে সপ্তাহ দুইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই ঘটনায় রীতিমতো ‘ক্ষুব্ধ’ সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রাক্তন ভারত অধিনায়ক ট্যুইটারে লিখেছেন, “ভারতীয় ক্রিকেটের নতুন ফ্যাশন... স্বার্থের সংঘাত...শিরোনামে থাকার সবথেকে শ্রেষ্ঠ উপায়। ঈশ্বর, ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুন। বিসিসিআই এথিক্স অফিসার স্বার্থের সংঘাত ইস্যুতে দ্রাবিড়কে নোটিশ পাঠিয়েছে।” সৌরভকে সমর্থন করে ঈশ্বরের উদ্দেশে একই প্রার্থনা জানিয়েছেন ভারতের তারকা স্পিনার হরভজন সিংহ। দ্রাবিড়কে নোটিশ পাঠানোর বিষয়ে হতবাক তিনিও। হরভজনের মতে, ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য তাঁর থেকে আর ভাল কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাঁকে এভাবে নোটিশ পাঠানো মানে এক রকমের অপমান করাই। ট্যুইট হরভজন সিংহর।
Really ?? Don’t know where it’s heading to.. u can’t get better person thn him for indian cricket. Sending notice to these legends is like insulting them.. cricket need their services for betterment.. yes god save indian cricket ???? https://t.co/lioRClBl4l
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 6, 2019
প্রসঙ্গত, অতীতে সচিন এবং ভিভিএসের বিরুদ্ধে একই সঙ্গে আইপিএল ফ্রেঞ্চাইজির মেন্টর ও ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য হওয়ায় স্বার্থ সংঘাতের অভিযোগ তুলেছিলেন এই সঞ্জয় গুপ্তা। সেবার সচিন এবং লক্ষ্মণ দুজনেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন এবং প্রয়োজনে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি থেকে পদত্যাগের কথাও বোর্ডকে জানিয়েছিলেন। এই একই অভিযোগে অভিযুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ও। একই সঙ্গে বেঙ্গল ক্রিকেট বোর্ডের (সিএবি) সভাপতি ও দিল্লি ক্যাপিটালসের মেন্টর হওয়ার কারণে সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। সচিন, ভিভিএসের মতো সৌরভও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।