এক্সপ্লোর
Advertisement
ঋষভ দারুন খেললেও পার্টনারশিপ গড়ে না ওঠায় হার, বললেন জাহির
বেঙ্গালুরু: তীরে এসেও তরী ডুবল। ১৫৮ রানে বেঁধে রেখেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতে পারল না দিল্লি ডেয়ার ডেভিলস। দিল্লির অধিনায়ক জাহির খান বললেন, ১০ বারের মধ্যে আটবারই এই টার্গেট তাড়া করে জিততে পারবেন তাঁরা। কিন্তু পার্টনারশিপ গড়ে না ওঠায় বেঙ্গালুরুকে হারানো গেল না। ভারতীয় দলের প্রাক্তন তারকা পেসার বলেছেন, উইকেট ব্যাটিংয়ের পক্ষে খুবই ভালো ছিল। দলের রান রেটও খুব ভালো ছিল। কিন্তু কোনও পার্টনারশিপ গড়ে না ওঠায় লক্ষ্যমাত্রায় পৌঁছনো গেল না।
১৪২ রানে থেকে গেল দিল্লির ইনিংস। লড়লেন একমাত্র ঋষভ পন্থ। বাবার মৃত্যুর শোক ভুলেই দুরন্ত ব্যাটিং করলেন ১৯ বছরের এই প্রতিশ্রুতিমান ক্রিকেটার। ঋষভের বাবা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে রুরকিতে ফিরে যেতে হয়েছিল তাঁকে। গত বৃহস্পতিবার হরিদ্বারে শেষকৃত্য সম্পন্ন হয় ঋষভের বাবার। শেষকৃত্যের সময় তাঁর পা আগুনে জখম হয়। তাই এবারের আইপিএলে দলের প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু পেশাদার ক্রিকেটারের মতোই বাবাকে হারানোর শোক ভুলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল অসাধারণ ইনিংস খেললেন ঋষভ। ৩৩ বলে হাফসেঞ্চুরি করেন। কিন্তু দলের অন্য ব্যাটসম্যানরা কেউ টিকে থাকতে পারেননি। পারেননি প্রয়োজনের সময় স্ট্রাইক রোটেট করতে। এরইমধ্যে যেটুকু সুযোগ পেয়েছেন তা কাজে লাগিয়েছেন। কিন্তু তাঁর লড়াইয়েও জয় অধরাই থাকল। ঋষভের রান ৩৬ বলে ৫৭।
জাহির বলেছেন, ঋষভ অসাধারণ খেলেছে। উইকেটের অন্যপ্রান্ত থেকে ওকে সঙ্গত করার প্রয়োজন ছিল। সেই সাহায্য ও পায়নি। ও অসাধারণ মানসিকতার পরিচয় দিয়েছে। ব্যক্তিগত শোক ভুলেও খেলল ও। ওর পাশে রয়েছি আমরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement