এক্সপ্লোর
Advertisement
ইয়াসির শাহকে আটকাতে সাকলিনের সাহায্য চাইছে ইংল্যান্ড!
লন্ডন: কাঁটা দিয়ে কাঁটা তোলা!
শোনা যাচ্ছে, ঠিক সেটাই করতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহের বোলিং আক্রমণকে ভোঁতা করার জন্য প্রাক্তন পাক অফ স্পিনার সাকলিন মুস্তাকের সাহায্য চাইছেন অ্যালেস্টার কুকরা।
ব্রিটেনের একটি বিখ্যাত সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ ব্যাটসম্যানদের ইয়াসিরের বোলিংয়ের শক্তি-দুর্বলতা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি অফ স্পিনার মঈন আলি এবং লেগ স্পিনার রশিদ আলিকেও প্রয়োজনীয় পরামর্শ দেবেন সাকলিন। তিনি বিখ্যাত ‘দুসরা’-র কৌশলও শেখাতে পারেন ইংরেজ স্পিনারদের।
লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংরেজ ব্যাটসম্যানদের ঘোল খাইয়ে দিয়েছিলেন ইয়াসির। তিনি দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট দখল করেন। ৭৫ রানে হেরে চার টেস্টের সিরিজে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ব্যাটসম্যানদের পাশাপাশি স্পিনাররাও ভাল পারফরম্যান্স করতে পারেননি। পাক অধিনায়ক মিসবা উল হকের সামনে অসহায় দেখাচ্ছিল মঈনকে। সেই কারণেই সাকলিনের সাহায্য চাইছে ইংল্যান্ড দল। শোনা যাচ্ছে, শুধু চলতি সিরিজেই নয়, ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের আগেও সাকলিনের সাহায্য নিতে পারেন কুকরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement