এক্সপ্লোর
Advertisement
দেখুন: অধিনায়ক ধোনির শেষ ম্যাচেও ব্র্যাবোর্নে অনুরাগীদের উন্মাদনা
মুম্বই: টেস্ট দলের অধিনায়কত্ব অনেকদিন আগেই ছেড়েছেন। গত কয়েকদিন আগে ভারতের সীমিত ওভারের দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন মহেন্দ্র সিংহ ধোনি। এদিন মুম্বইয়ের ব্র্যাবোর্নে অনুশীলন ম্যাচে ইংল্যান্ড একাদশের বিরুদ্ধে ভারত-এ দলের অধিনায়কের ভূমিকায় শেষবার মাঠে নামলেন ক্যাপ্টেন কুল। তবে টসে হারলেন। কিন্তু ব্যাটিংয়ে অনুরাগীদের মন কাড়লেন তিনি। এমএসডি-র ট্রেডমার্ক ইনিংস দেখে আপ্লুত অনুরাগীরা। তাঁকে ঘিরে উচ্ছ্বাস এমন পর্যায়ে পৌঁছয় যে একজন অনুরাগী তো নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মাঠের মধ্যে চলে এলেন। ধোনি তখন ব্যাটিং করছেন। ওই অনুরাগীকে মাঠে ঢুকে পড়েছেন। পিছনে ছুটছে পুলিশ। শেষপর্যন্ত ধোনির কাছে চলে আসেন তিনি। ক্যাপ্টেন কুল আগে থেকেই পিচে পা না দিতে বললেন তাঁকে। কথা শুনলেন ভক্ত। লাফ দিয়ে পিচ ডিঙিয়ে ধোনির সঙ্গে হাত মেলাতে পারলেন তিনি। ততক্ষণে নিরাপত্তা রক্ষীরা এসে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যায়।
কোনও অনুশীলন ম্যাচ, তাও আবার সপ্তাহের মাঝের দিনে। সাধারণত এমন ম্যাচে গ্যালারি ফাঁকাই থাকে। কিন্তু মঙ্গলবারের ব্র্যাবোর্নে সম্পূর্ণ ভিন্ন চিত্র। অধিনায়ক ধোনির বিদায়ী ম্যাচ দেখতে ব্র্যাবোর্নের গ্যালারি কানায় কানায় পূর্ণ। বলার অপেক্ষা রাখে না, মাহির টানেই মাতোয়ারা দর্শককূল।
এদিন মাহির ব্যাটিংও তারিয়ে তারিয়ে উপভোগ করলেন দর্শকরা। ৪০ বলে ৬৮ রান করে অপরাজিত থাকলেন তিনি। ভারত-এ নির্ধারিত ৫০ ওভারে করে ৫ উইকেটে ৩০৪ রান। অম্বাতি রায়াডু করেন শতরান। পুরানো মেজাজে দেখা গেল যুবরাজ সিংহকেও। ৪৮ বলে ৫৬ রান করেন তিনি। শিখর ধবন করেন ৬৩ রান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement