FIFA WC 2022 Qatar Live: টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা

FIFA WC 2022 Final, France vs Argentina: দোহার লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা ও ফ্রান্স।

ABP Ananda Last Updated: 18 Dec 2022 11:26 PM
France vs Argentina Live: ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

গঞ্জালো মন্তিয়েলের গোল। ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।

France vs Argentina Live: কলিমুয়ানি গোল করলেন

কলিমুয়ানি গোল করলেন। ৩-২ করল ফ্রান্স।

France vs Argentina Live: ৩-১ এগিয়ে গেল আর্জেন্তিনা

পারেদেসও গোল করলেন। ৩-১ এগিয়ে গেল আর্জেন্তিনা।

France vs Argentina Live: চুয়ামেনি সুযোগ নষ্ট করলেন

চুয়ামেনি সুযোগ নষ্ট করলেন। ২-১ এগিয়ে আর্জেন্তিনা।

France vs Argentina Live: দিবালা গোল করলেন

পাউলো দিবালা গোল করলেন। আর্জেন্তিনা এগিয়ে গেল ২-১।

France vs Argentina Live: কোম্যানের শট রুখে দিলেন মার্তিনেজ

কোম্যানের শট রুখে দিলেন মার্তিনেজ। স্কোর ১-১।

France vs Argentina Live: ১-১ করলেন মেসি

মেসির গোল। স্কোর ১-১।

France vs Argentina Live: এমবাপের গোল

প্রথম শট নিচ্ছে ফ্রান্স। এমবাপের গোল।

France vs Argentina Live: ম্যাচ গড়াল টাইব্রেকারে

একেবারে শেষ মুহূর্তে দুরন্ত গোল রুখলেন এমিলিয়ানো মার্তিনেজ। অন্যদিকে গোলের সুযোগ নষ্ট লউতারো মার্তিনেজের।

France vs Argentina Live: দিবালাকে নামালেন স্কালোনি

ত্যাগলিয়াফিকোর পরিবর্তে দিবালাকে নামালেন স্কালোনি।

France vs Argentina Live: গোল করে ফের সমতা ফেরালেন এমবাপে

১১৪ মিনিট। ম্যাক অ্যালিস্টারকে তুলে পাজেলাকে নামালেন স্কালোনি। পেনাল্টি পেল ফ্রান্স। গোল করে ফের সমতা ফেরালেন এমবাপে। ম্যাচ ৩-৩।

France vs Argentina Live: দুরন্ত গোল মেসির

১০৮ মিনিট। লউতারো মার্তিনেজের শট প্রতিহত করলেন লরিস। ফিরতি বলে দুরন্ত গোল মেসির। আর্জেন্তিনা ফের এগিয়ে গেল ৩-২।

France vs Argentina Live: অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনও গোল হল না

১০৪ মিনিট। আক্রমণ আর্জেন্তিনার। রুখে দিল ফ্রান্স। লউতারো মার্তিনেজ উগো লরিসকে একা পেয়েও গোল করতে পারলেন না। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আর কোনও গোল হল না। ম্যাচ এখনও ২-২।

France vs Argentina Live: জোড়া পরিবর্তন স্কালোনির

১০২ মিনিট। জোড়া পরিবর্তন স্কালোনির। হুলিয়ান আলভারেজ ও দে পলের পরিবর্তে লউতারো মার্তিনেজ ও পারেদেসকে নামালেন।

France vs Argentina Live: আর্জেন্তিনা বক্সে আক্রমণ ফ্রান্সের

৯৯ মিনিট। ফ্রি কিক পেল ফ্রান্স। ১০০ মিনিট। বলকে বিপন্মুক্ত করলেন মেসি। কর্নার ফ্রান্সের। ম্যাচ ২-২।

FIFA WC 2022 Qatar Live: হাবিয়োর পরিবর্তে ফোফানা

৯৫ মিনিট। হাবিয়োর পরিবর্তে ফোফানাকে নামালেন দিদিয়ে দেশঁ।

France vs Argentina Live: খেলা গড়াল অতিরিক্ত সময়ে

নির্ধারিত সময়ে ম্যাচ ২-২। খেলা গড়াল অতিরিক্ত সময়ে।

France vs Argentina Live: মেসির দূরপাল্লার শট রুখে দিলেন লরিস

ইনজুরি টাইমের ৬ মিনিটের মাথায় মেসির দূরপাল্লার জোরাল শট রুখে দিলেন উগো লরিস।

France vs Argentina Live: দুরন্ত গতিতে আক্রমণ ফ্রান্সের

প্রথমার্ধের ইনজুরি টাইমে দুরন্ত গতিতে আক্রমণ ফ্রান্সের। কোনও মতে পতন রুখলেন এমিলিয়ানো মার্তিনেজ।

France vs Argentina Live: থুরামকে হলুদ কার্ড

প্লে অ্যাক্টিংয়ের জন্য থুরামকে হলুদ কার্ড দেখালেন রেফারি।

France vs Argentina Live: ফের গোল এমবাপের

৯৭ সেকেন্ডের মধ্যে জোড়া গোল এমবাপের। দুরন্ত শটে হার মানালেন এমিলিয়ানো মার্তিনেজকে। ২-২ করে দিল ফ্রান্স।

France vs Argentina Live: পেনাল্টি থেকে গোল এমবাপের

৭৮ মিনিট। কোলো মুয়ানিকে বক্সের মধ্যে ফাউল ওতামেন্দির। পেনাল্টি দিলেন রেফারি। গোল কিলিয়ান এমবাপের।

France vs Argentina Live: দি পলের শট রুখে দিলেন লরিস

৭৭ মিনিট। মেসির পাস ধরে দি পলের শট রুখে দিলেন লরিস।

France vs Argentina Live: আর্জেন্তিনা এগিয়ে রয়েছে ২-০ গোলে

৭৫ মিনিট। আর্জেন্তিনা এগিয়ে রয়েছে ২-০ গোলে। 

France vs Argentina Live: ফার্নান্দেজের শট রুখে দিলেন লরিস

৭২ মিনিট। এনজো ফার্নান্দেজের শট রুখে দিলেন লরিস।

France vs Argentina Live: জোড়া পরিবর্তন ফ্রান্সের

৭০ মিনিট। গ্রিজম্যান ও হার্নান্দেজকে তুলে নিলেন দেশঁ। পরিবর্তে নামলেন কোম্যান ও কামাভিঙা।

France vs Argentina Live: কর্নার ফ্রান্সের

৬৭ মিনিট। কর্নার ফ্রান্সের। আঁতোয়াঁ গ্রিজম্যানের শট থেকে গোল হল না।

France vs Argentina Live: দি মারিয়ার পরিবর্তে নামলেন আকুনা

৬৪ মিনিট। প্রথম পরিবর্তন স্কালোনির। দি মারিয়ার পরিবর্তে নামলেন আকুনা।

France vs Argentina Live: গোল লক্ষ্য করে শট নেওয়ায় অনেক এগিয়ে আর্জেন্তিনা

এখনও পর্যন্ত ৯বার গোল করার প্রয়াস আর্জেন্তিনার। গোল লক্ষ্য নিয়েছে ৫টি শট। যেখানে ফ্রান্স গোল লক্ষ্য করে কোনও শট নিতে পারেনি।

France vs Argentina Live: ফরাসি বক্সে আর্জেন্তিনার আক্রমণ

৫৮ মিনিট। আলভারেজের একক দৌড়ে নেওয়া শট রুখলেন লরিস। ৬০ মিনিট। ফের ফ্রান্স বক্সে ঢুকে পড়লেন দি মারিয়া। তাঁর ক্রস মেসির পায়ে। তবে গোল করতে পারেননি মেসি।

France vs Argentina Live: হলুদ কার্ড হাবিয়োকে

রদ্রিগো দি পলকে ফাউল করায় হলুদ কার্ড হাবিয়োকে।

France vs Argentina Live: কর্নার আর্জেন্তিনার

৫২ মিনিট। কর্নার আর্জেন্তিনার। মেসির শট হেড করে বার করে দিলেন গ্রিজম্যান।

France vs Argentina Live: গ্রিজম্যানের শট রুখলেন এমিলিয়ানো মার্তিনেজ

৫০ মিনিট। কর্নার আদায় করে নিল ফ্রান্স। আঁতোয়া গ্রিজম্যানের শট ঝাঁপিয়ে রুখলেন এমিলিয়ানো মার্তিনেজ।

France vs Argentina Live: দি পলের জোরাল শট রুখে দিলেন লরিস

৪৮ মিনিট। ফ্রান্স বক্সের বাইরে মেসির পাস রদ্রিগো দি পলকে। দি পলের জোরাল শট রুখে দিলেন লরিস।

France vs Argentina Live: বিরতির পরই ফ্রান্স বক্সে আক্রমণ আর্জেন্তিনার

৪৫ মিনিট। বিরতির পরই ফ্রান্স বক্সে আক্রমণ আর্জেন্তিনার। বক্সে ঢুকে পড়া ম্যাক অ্যালিস্টারকে কোনওমতে রুখলেন উগো লরিস।

France vs Argentina Live: প্রথমার্ধে বিপক্ষের দলে কোনও শটই মারতে পারল না ফ্রান্স

বিশ্বকাপের ফাইনালে প্রথম দল হিসাবে প্রথমার্ধে বিপক্ষের দলে কোনও শটই মারতে পারল না ফ্রান্স।

France vs Argentina Live: বিরতিতে ২-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা

এনজো ফার্নান্দেজকে হলুদ কার্ড দেখালেন রেফারি। ম্যাচের প্রথম কার্ড। ৭ মিনিট ইনজুরি টাইম দিলেন রেফারি। প্রথমার্ধের খেলা শেষ। বিরতিতে ২-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা।

France vs Argentina Live: ১০বারের মধ্যে ৯ বার প্রথমে গোল করে এগিয়ে যাওয়া দল চ্যাম্পিয়ন

বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০বারের মধ্যে ৯ বার প্রথমে গোল করে এগিয়ে যাওয়া দল চ্যাম্পিয়ন হয়েছে। একমাত্র ব্যতিক্রম ২০০৬ সালে ফ্রান্স। ইতালির বিরুদ্ধে এগিয়ে গিয়েও হেরেছিলেন জিনেদিন জিদানরা।

France vs Argentina Live: দি মারিয়ার গোলে ২-০ এগিয়ে আর্জেন্তিনা

মেসির অনবদ্য পাস। থ্রু ধরে ফরাসি বক্সের ডানদিক দিয়ে ঢুকে আসা দি মারিয়াকে বল বাড়ালেন ম্যাক অ্যালিস্টার। সেই বল ধরে লরিসকে পরাস্ত করে ২-০ করলেন দি মারিয়া।

France vs Argentina Live: আর্জেন্তিনার দ্বিতীয় গোল

আর্জেন্তিনার দ্বিতীয় গোল। অ্যাঙ্খেল দি মারিয়া গোল করে দলকে ২-০ এগিয়ে দিলেন।

France vs Argentina Live: ১-০ গোলে এগিয়ে মেসিরা

৩২ মিনিট। ফরাসি বক্সে মুহূর্মুহূ আক্রমণ আর্জেন্তিনার। ১-০ গোলে এগিয়ে মেসিরা।

France vs Argentina Live: পেনাল্টি থেকে গোল মেসির

দি মারিয়াকে বক্সের মধ্যে ফাউল দেম্বেলের। পেনাল্টি থেকে গোল মেসির। আর্জেন্তিনা এগিয়ে গেল ১-০।

France vs Argentina Live: ফ্রি কিক ফ্রান্সের

১৯ মিনিট। আর্জেন্তিনা বক্সের ডান প্রান্তে ফ্রি কিক ফ্রান্সের। অলিভিয়ের জিহুর জোরাল হেড বারের ওপর দিয়ে বেরিয়ে গেল।

France vs Argentina Live: গোলমুখ খুলতে ব্যর্থ আর্জেন্তিনা

১৬ মিনিট। দুরন্ত গতিতে ফরাসি বক্সে আক্রমণ তুলে এনেও গোলমুখ খুলতে ব্যর্থ আর্জেন্তিনা। মেসি-দি মারিয়ারা লক্ষ্যভ্রষ্ট।

France vs Argentina Live: ফ্রান্সের প্রথম আক্রমণ

১৩ মিনিট। ফ্রান্সের প্রথম আক্রমণ। এমবাপেকে আটকে দিলেন আর্জেন্তিনার ডিফেন্ডাররা। বল ধরে নিলেন এমিলিয়ানো মার্তিনেজ।

France vs Argentina Live: বুকে চোট পেলেন উগো লরিস

রোমেরোর সঙ্গে সংঘর্ষে বুকে চোট পেলেন উগো লরিস। ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ রাখলেন রেফারি।

France vs Argentina Live: প্রথম কর্নার আর্জেন্তিনার

৭ মিনিট। রদ্রিগো দি পলের শট ফরাসি ফুটবলারের গায়ে লেগে বাইরে। প্রথম কর্নার আর্জেন্তিনার। তবে কর্নার থেকে গোলমুখ খুলতে পারল না আর্জেন্তিনা।

France vs Argentina Live: অ্যালিস্টারের দূর পাল্লার শট

৫ মিনিট। ম্যাক অ্যালিস্টারের ২৫ গজ দূর থেকে মারা শট গোলের সামনে ধরলেন উগো লরিস।

France vs Argentina Live: আর্জেন্তিনার প্রথম আক্রমণ

ম্যাচের ২ মিনিট। আর্জেন্তিনার প্রথম আক্রমণ। দি মারিয়ার ক্রস মেসির পা ঘুরে গেল আলভারেজের কাছে। তবে অফসাইড দিলেন রেফারি।

France vs Argentina Live: একশোতম ম্যাচ ওতামেন্দির

জাতীয় দলের জার্সিতে নিজের একশোতম ম্যাচ খেলছেন আর্জেন্তিনা রক্ষণের স্তম্ভ নিকোলাস ওতামেন্দি।

France vs Argentina Live: ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছেন স্কালোনি

৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছেন স্কালোনি। আক্রমণে মেসি ও আলভারেজ। শুরু থেকেই মাঝমাঠে খেলবেন অ্যাঙ্খেল দি মারিয়া।

France vs Argentina Live: সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করলেন নোরা ফতেহি

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করলেন আইশা, ওজুনা, জিমস, নোরা ফতেহি, বালকিস, রাহমা রিয়াদ ও মানাল।

France vs Argentina Live: বিশ্বরেকর্ড মেসির

বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে নামছেন লিওনেল মেসি। যা বিশ্বরেকর্ড। তিনি ভেঙে দিলেন জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথেউজের ২৫টি ম্যাচ খেলার রেকর্ড।

France vs Argentina Live: কোন ফর্মেশনে দল সাজাচ্ছেন দেশঁ?

৪-২-৩-১ ফর্মেশনে খেলাবেন দিদিয়ে দেশঁ। সংক্রমণ সারিয়ে সুস্থ। ফ্রান্স দলে প্রত্যাবর্তন দায়ু উপামেকানো ও আদ্রিয়াঁ হাবিয়োর।

প্রেক্ষাপট

দোহা: বলা হচ্ছে, সুপার সানডে। গোটা বিশ্ব অপেক্ষা করে রয়েছে এই দিনটির জন্য। দোহার লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা ও ফ্রান্স (Argentina vs France)। লিওনেল মেসি (Lionel Messi) কি কেরিয়ারের শেষ বিশ্বকাপে সোনালি ট্রফি জয়ের স্বাদ পাবেন? নাকি ফের একবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়বেন কিলিয়ান এমবাপে?


গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মেসি-ভক্তের প্রার্থনা, একবার অন্তত বিশ্বচ্যাম্পিয়ন হোন আর্জেন্তিনার মহানায়ক। মেসি বিশ্বকাপে রয়েছেন দুরন্ত ফর্মে। নিজে ৫ গোল করে রয়েছেন সোনার বুট জয়ের দৌড়ে। সেই সঙ্গে বাড়াচ্ছেন গোলের ঠিকানা লেখা পাস। যে পাস ধরে গোল করে যাচ্ছেন কখনও হুলিয়ান আলভারেজ। কখনও নাহুয়েল মোলিনা।                         


পিছিয়ে নেই এমবাপেও। তাঁর দুরন্ত গতি যে কোনও প্রতিপক্ষ রক্ষণভাগের আতঙ্ক। চলতি বিশ্বকাপে মেসির মতোই ৫ গোল করেছেন এমবাপেও। তিনিও সোনার বুট জয়ের দৌড়ে রয়েছেন। এমবাপে চাইবেন, পরপর দুবার বিশ্বকাপ জিতে নজির গড়তে। পেলে-মারাদোনার মতো কিংবদন্তিও যে কীর্তি স্পর্শ করতে পারেননি।                                              


কাতারে ফরাসি বিপ্লব আটকাতে তৎপর আর্জেন্তিনা শিবির। কারা খেলবেন আজ আর্জেন্তিনার প্রথম দলে? আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনে প্রকাশিত খবর অনুযায়ী, গোলের নীচে এমিলিয়ানো মার্তিনেজের খেলা নিশ্চিত। বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে জয়ের নায়ক। গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়েও রয়েছেন সতীর্থদের প্রিয় 'দিবু'।


রক্ষণভাগে স্টপার ব্যাক হিসাবে নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরোর খেলা নিশ্চিত। ৪-৪-২ ফর্মেশনে দল সাজানো হলে সাইড ব্যাক হিসাবে খেলতে পারেন নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্তিয়েলের মধ্যে কোনও একজন। মন্তিয়েল কার্ড সমস্যায় সেমিফাইনালে খেলতে পারেননি। তবে ফাইনালে তাঁকে পাওয়া যাবে। খেলবেন মার্কোস আকুনাও। যিনি আগের ম্যাচে কার্ড সমস্যায় খেলতে পারেননি। আর্জেন্তিনার সমর্থকেরা উচ্ছ্বসিত হতে পারেন এটা ভেবে যে, প্রথম দলে দেখা যেতে পারে অ্যাঙ্খেল দি মারিয়াকে। যিনি শুরু থেকে খেললে আর্জেন্তিনার আক্রমণের ঝাঁঝ বাড়বে। তবে বিকল্পও ভেবে রেখেছেন স্কালোনি। দি মারিয়া শুরু থেকে না খেললে খেলানো হবে লিজান্দ্রো মার্তিনেজকে।  মাঝমাঠের ভরসা রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.