Luca Modric: দেশের হয়ে ভবিষ্যৎ জানা নেই, রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ল মদ্রিচের
Luca Modric Real Madrid: রিয়ালের হয়ে মোট ৫৩৪টি ম্য়াচ খেলেছেন এই ক্রোয়েট মিডফিল্ডার। গোল করেছেন ৩৯টি। মদ্রিচ দেশের জার্সিতে মোট ১৭৮টি ম্য়াচ খেলেছেন।
মাদ্রিদ: ক্রোয়েশিয়ার (croatia) জার্সিতে ফের কবে নামবেন, তা নিশ্চিত নয়। ইউরো কাপে শেষবারের মত নেমেছিলেন। ক্রোয়েশিয়ার অধিনায়ক মদ্রিচের সঙ্গে আরও এক বছরের চুক্তির মেয়াদ বাড়াল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আগামী ২০২৫ পর্যন্ত মদ্রিচ লস ব্ল্যাঙ্কোসদের হয়েই খেলবেন। উল্লেখ্য, গত মরশুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছিল রিয়াল। যেই জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন মদ্রিচ। রিয়ালের হয়ে মোট ৫৩৪টি ম্য়াচ খেলেছেন এই ক্রোয়েট মিডফিল্ডার। গোল করেছেন ৩৯টি। মদ্রিচ দেশের জার্সিতে মোট ১৭৮টি ম্য়াচ খেলেছেন। রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক ম্য়াচ ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন তিনি। এবার রিয়ালেও আরো এক মরশুম খেলবেন।
বুধবারই মদ্রিচের সঙ্গে চুক্তির বিষয়টি নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। চুক্তির মেয়াদ আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজই জার্সিত তুলে দেন ফের ক্রোয়েট ফুটবলারের হাতে। রিয়ালের জার্সিতে ২০১৮ সালে ব্য়াঁল ডি অর পুরস্কার জিতেছিলেন। এছাড়া সেই বছরেরই ফিফার সেরা পুরুষ ফুটবলারের অ্যাওয়ার্ড জেতেন।
View this post on Instagram
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে মদ্রিচের অধিনায়কত্বেই ক্রোয়েশিয়া ফাইনালে পৌঁছেছিল। রানার্স আপ হতে হয়েছিল ক্রোয়েশিয়াকে ফ্রান্সের বিরুদ্ধে হেরে। যদিও সেবার টুর্নামেন্টের সেরা প্লেয়ারের পুরস্কার জেতেন মদ্রিচ। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ব্রোঞ্জ বল পান।
রিয়ালের জার্সিতে মোট ২৩টি ট্রফি জিতেছেন। তার মধ্যে রয়েছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৩টি লা লিগা, ২টো কোপা দেল রে, ৪টি স্প্যানিশ সুপার কাপ। ২০১৮ সালে বিশ্বের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন মদ্রিচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে টেক্কা দিয়ে ব্য়লঁ ডি অর পেয়েছিলেন সেবার ক্রোয়েট মিডিও। ২০১৮ সালে ফিফার সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭-১৮ ইউয়েফা প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০১৭ ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছিলেন লুকা। ২০১২ সালে প্রথমবার রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন লুকা মদ্রিচ।
আরও পড়ুনকোচ হয়েই সুখবর পেলেন গম্ভীর, সেরে উঠছেন দলের অন্যতম সেরা বোলার, দেখুন ভিডিও