কলকাতা: মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giant) তাঁর চ্যালেঞ্জ শুধুমাত্র চুক্তিরক্ষার জন্য নয়। বরং সাফল্যের তাগিদ থেকেই তিনি তাঁর কাজ করে যাচ্ছেন, এমনই বলছেন সবুজ-মেরুন বাহিনির কোচ হোসে মোলিনা। আন্তোনিও লোপেজ হাবাসের পর যিনি এ মরশুমে ক্লাবের আইএসএল খেতাব রক্ষার দায়িত্ব নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মোলিনা বলেছেন, "ক্লাবের চুক্তি আমার কাছে শুধুমাত্র সই করা এক কাগজ। আমি এখানে আছি, কারণ, মোহনবাগান সুপার জায়ান্ট আমাকে চেয়েছে এবং আমিও এখানে আসতে চেয়েছি। তবে যদি কোনও এক পক্ষ সন্তুষ্ট না হয়, তাহলে করমর্দন করে আলাদা হয়ে যাওয়াই ভাল।"
আতলেটিকো মাদ্রিদে এখনও সমাদৃত তাদের প্রাক্তন গোলরক্ষক মোলিনা। ভারতীয় ফুটবলের সঙ্গেও যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে তাঁর। ২০১৬-য় এটিকে-কে আইএসএল শিরোপা জিতিয়েছিলেন মোলিনা।
সেই সাফল্যকে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "যখন আমি কোনও খেতাব জয় করি, সেটাই আমার কাছে সেরা অভিজ্ঞতা। ২০১৬ সালে আইএসএল জয় এবং হংকং লিগে (কিচির হয়ে) শিরোপা জয়—এগুলো সবই আমার সেরা অভিজ্ঞতার।"
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বোলারদের দুঃস্বপ্ন উপহার সঞ্জু-তিলকের, জোড়া সেঞ্চুরিতে রেকর্ডের বন্যা
আন্তর্জাতিক বিরতির আগে ম্যাচউইক ৮-এ ওড়িশার বিরুদ্ধে ১-১ ড্র করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। চলতি মরশুমে সাতটি ম্যাচে চারটি জয়, দুটি ড্র এবং একটি পরাজয়ের সঙ্গে দল পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে। তাঁর লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, "আমরা আবার আইএসএল জয়ের চেষ্টা করব এবং আগামী বছর এএফসি-তে খেলব, যাতে প্রমাণ করা যায় যে ভারতীয় দল এশিয়ার টুর্নামেন্টগুলোতেও শক্তিশালী হতে পারে।" চলতি আন্তর্জাতিক বিরতির পর ২৩ নভেম্বর, জামশেদপুর এফসির বিরুদ্ধে হোম ম্যাচে মাঠে ফিরবে মোলিনার দল। (সৌ: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: আচমকাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন শুভমন, কী হল তরুণ ব্যাটারের?