Cricket News: নেটে কোন বোলারকে খেলতে সমস্যা হচ্ছিল বিরাটের? ফাঁস করলেন ভরত অরুণ
Cricket News: তাঁর কোচিংয়ে বিদেশের মাটিতে টেস্টে দাপট দেখানোর পাঠ পেয়েছিলেন মহম্মদ শামি (mohammed shami), জশপ্রীত বুমরা (jasprit bumrah), উমেশ যাদবরা। খুব কাছ থেকে দেখেছেন বিরাট কোহলিকেও।
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ তিনি। তাঁর কোচিংয়ে বিদেশের মাটিতে টেস্টে দাপট দেখানোর পাঠ পেয়েছিলেন মহম্মদ শামি (mohammed shami), জশপ্রীত বুমরা (jasprit bumrah), উমেশ যাদবরা। খুব কাছ থেকে দেখেছেন বিরাট কোহলিকেও। কথা হচ্ছে ভরত অরুণকে নিয়ে। যিনি এখন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ। আসন্ন আইপিএলে কেকেআরের ডাগ আউটে দেখা যাবে ভরতকে। এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন এই বোলারের কাছে। সেখানেই তিনি ফাঁস করলেন যে কোন বোলারকে নেটেও খেলতে সমস্যায় পড়তেন বিরাট কোহলি।
ঘটনা প্রসঙ্গে ২০১৮ দক্ষিণ আফ্রিকা সফরের কথা বলছেন ভরত অরুণ। সেই সফরেই টেস্টে অভিষেক হয়েছিল জশপ্রীত বুমরার। ভরত অরুণ বলেন, ''আমার মনে আছে সেবার নেটে বুমরাকে অনেক খেলেছিল বিরাট। আমাদের কাছে ১০-১২ দিন সময় ছিল সিরিজ শুরু হওয়ার আগে। সেই সময় নেটে বুমরার বোলিং দেখে মুগ্ধ হয়েছিল বিরাট। ও আমাকে বলেছিল যে যত বোলারের বিরুদ্ধে ব্যাট করেছে, অন্যতম কঠিন তাঁদের মধ্যে বুমরা। সঙ্গে সঙ্গে আমরাও সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বুমরাকে প্রথম টেস্টে খেলানো হবে। ব্যস, সেখান থেকেই বুমরার টেস্ট কেরিয়ার শুরু হয়।''
এরপরই ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ আরও বলেন যে, ''রবি শাস্ত্রী ও আমি মিলে একদিন কথা বলছিলাম দক্ষিণ আফ্রিকা সফরের আগে যে বুমরাকে নিয়ে। কলকাতায় ম্যাচে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলি যে ওকে দলে নেওয়া হবে। রবি বিরাটের সঙ্গে কথা বলেছিল। এরপর ২ জনে মিলে নির্বাচকদের সঙ্গেও কথা বলে। টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটে ততদিনে বুমরার দারুণ পারফর্ম করেছে। আমার স্পষ্ট মনে আছে যে যখনই আমার সঙ্গে কথা বলত বুমরা, তখনই বলতে ও টেস্টে দেশের হয় খেলতে কতটা মুখিয়ে।''
আরো পড়ুন: ২৪ বছর পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড